ঋষিকেশের কাছে গঙ্গা নদীতে Rafting করতে গিয়ে মৃত্যু হল কলকাতার এক পর্যটকের। মঙ্গলবার সকালে ওই রাফ্টটি উলটে যায়। এতেই মৃত্যু হয় তাঁর। প্রশাসন সূত্রে খবর, ৬২ বছর বয়সী শুভাশিস বর্মন মঙ্গলবার সকালে পরিবার নিয়ে উত্তরাখণ্ডে আসেন। তিনি পিএনবির প্রাক্তন কর্মী। তেহরি গারওয়ালের কাছে তাঁরা রাফ্টিং শুরু করেন। এদিকে গঙ্গার জলের প্রচণ্ড ঘূর্ণিতে তাঁর রাফ্ট উলটে যায়।
দুটি বোটে তাঁরা ছিলেন। তার মধ্যে একটি বোট মাঝপথে উলটে যায়। পরে রাফ্টিং গাইডরা পর্যটকদের উদ্ধার করেন। কিন্তু শুভাশিস বর্মন অচৈতন্য় অবস্থায় ছিলেন। এরপর তাঁকে ঋষিকেশের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অ্য়াডভেঞ্চার স্পোর্টস অফিসার কেসি নেগি জানিয়েছেন, কীভাবে ওই রাফ্টটা উলটে গেল তা আমরা খতিয়ে দেখছি। গঙ্গায় রাফ্টিংয়ের ক্ষেত্রে সুরক্ষা যাতে থাকে সেটা দেখা হচ্ছে।
এদিকে গত মার্চ মাসে ঋষিকেশের কাছে একই ভাবে রাফ্ট উলটে গিয়ে বাংলার দুজন পর্যটকের মৃত্যু হয়েছিল। টানা ১০দিন ধরে দেহের সন্ধান করে শেষ পর্যন্ত খোঁজ মিলেছিল।এদিকে বর্ষার সময় এই রাফ্টিং বন্ধ থাকে। এরপর ১২ সেপ্টেম্বর থেকে ফের তা শুরু হয়েছে।