Petrol Price: রাজ্য হিসাবে দামের পরিবর্তন হয়। পেট্... more
Petrol Price: রাজ্য হিসাবে দামের পরিবর্তন হয়। পেট্রোল-ডিজেলের উপর রাজ্যের আরোপিত ভ্যাট এবং পরিবহন চার্জের কারণে দাম বিভিন্ন রাজ্য হিসাবে উনিশ-বিশ হতে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে দামের পার্থক্য সত্যিই বেশ অবাক করার মতো।
1/5টানা ১৬৩ দিন ধরে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম। বিশ্ব বাজারে তেলের দাম ওঠানামা করলেও, কেন্দ্র দামে সেভাবে পরিবর্তন করেনি। দাম বৃদ্ধি না পাওয়ায় আমজনতার যে কিছুটা হলেও শান্তি মিলেছে, তা বলা যায়। কিন্তু দাম কমারও কোনও লক্ষণ নেই। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/5তাছাড়া রাজ্য হিসাবে দামের পরিবর্তন হয়। পেট্রোল-ডিজেলের উপর রাজ্যের আরোপিত ভ্যাট এবং পরিবহন চার্জের কারণে দাম বিভিন্ন রাজ্য হিসাবে উনিশ-বিশ হতে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে দামের পার্থক্য সত্যিই বেশ অবাক করার মতো। ফাইল ছবি: ব্লুমবার্গ (PTI)
3/5কলকাতায় পেট্রোল-জিজেলের দাম: কলকাতায় বর্তমানে পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা প্রতি লিটার। একটানা বহুদিন ধরেই দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। কিন্তু এর সঙ্গে যদি অন্যান্য রাজ্যের তুলনা করা হয়, সেক্ষেত্রে দামের বেশ পার্থক্য চোখে পড়বে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (PTI)
4/5দিল্লিতে পেট্রোল-ডিজেলের দাম: দিল্লিতে পেট্রোলে দাম লিটার প্রতি ৯৬.৭২ টাকা করে। অর্থাত্ এখনও ১০০ টাকার মধ্যেই আছে পেট্রোলের দাম। অন্যদিকে ডিজেলের দাম ৮৯.৬২ টাকা করে। স্পষ্টতই, কলকাতার তুলনায় দিল্লিতে পেট্রোলের দাম প্রায় ১০ টাকা কম। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (PTI)
5/5মুম্বইতে পেট্রোল-ডিজেলের দাম: বাণিজ্যনগরীতে পেট্রোলের দাম এখন ১০৬.৩১ টাকা প্রতি লিটার। অর্থাত্ কলকাতার মতোই দাম। ডিজেল ৯৪.২৭ টাকা প্রতি লিটার। ফাইল ছবি: ব্লুমবার্গ (PTI)