বাংলা নিউজ > ঘরে বাইরে > Kozhikode Flight Crash: কোঝিকোড়ে বিমান দুর্ঘটনা: চালু হেল্পলাইন নম্বর, দেখে নিন

Kozhikode Flight Crash: কোঝিকোড়ে বিমান দুর্ঘটনা: চালু হেল্পলাইন নম্বর, দেখে নিন

কোঝিকোড়ে দু'টুকরো হয়ে গিয়েছে বিমান (ছবি সৌজন্য এপি)

দেখে নিন কোঝিকোড় বিমান দুর্ঘটনার হেল্পলাইন নম্বরগুলি।

কোঝিকোড় বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। আধিকারিকরা ‘হিন্দুস্তান টাইমস’-কে জানিয়েছেন, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বোয়িং ৭৩৭ বিমান ভেঙে পড়ে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে পাইলট ক্যাপ্টেন দীপক বসন্ত সাথে এবং কো-পাইলটের। আহত হয়েছেন কমপক্ষে ১৪০ জন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় ইতিমধ্যে একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছে কেরালা সরকার এবং দুবাইয়ে ভারতের দূতাবাস। দেখে নিন সেই নম্বরগুলি -

1

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কয়েকটি হেল্পলাইন নম্বর টুইট করেছেন। কোঝিকোড় কালিকট বিমানবন্দরের হেল্পলাইন নম্বর - ০৪৮৩২৭১৯৪৯৩। 

2

মল্লপুরমের কালেক্টর : ০৪৮৩২৭৩৬৩২০।

3

কোঝিকোড় কালেক্টরেট : ০৪৯৫২৩৭৬৯০১।

4

দুবাইয়ে ভারতীয় দূতাবাসের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরগুলি হল - +৯৭১-৫৬৫৪৬৩৯০৩, +৯৭১-৫৪৩০৯০৫৭১, +৯৭১-৫৪৩০৯০৫৭২ এবং +৯৭১-৪৩০৯০৫৭৫। এই ভারত থেকে এই নম্বরগুলিতে ফোন করা যাবে বলে জানানো হয়েছে।

5

ভারতের বিদেশ মন্ত্রকের তরফেও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেগুলি ২৪ ঘণ্টা খোলা থাকবে। নম্বরগুলি হল - ১৮০০১১৮৭৯৭, +৯১ ১১২৩০১২১১৩, +৯১ ১১২৩০১৪১০৪ এবং +৯১ ১১২৩০১৭৯০৫। ফ্যাক্স : +৯১ ১১২৩০১৮১৫৮। ইমেল আইডি- covid19@mea.gov.in

6

এয়ার ইন্ডিয়ার দুবাই হেল্পলাইন নম্বর : +৯৭১৪২০৭৯৪৪৪।

7

শারজায় হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেটি হল - ০০৯৭১ ৬৫৯৭০৩০৩।

8

বিভিন্ন হাসপাতালগুলির তরফেও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেই নম্বরগুলিতে ফোন করতে পারবেন যাত্রীদের পরিজনরা। কোঝিকোড় মেডিক্যাল কলেজ : ৮৫৪৭৬১৬১২১।

9

বেবি মেমোরিয়াল হাসপাতাল : ৯৩৮৮৯৫৫৪৬৬, ৮৫৪৭৭৫৪৯০৯।

10

অ্যাস্টার মিমস হাসপাতাল : ৯৪৪৭৬৩৬১৪৫, ৯৮৪৬৩৩৮৮৪৬।

11

মেইট্রা হাসপাতাল : ৯৪৪৬৩৪৪৩২৬, ৯৪৯৬০৪২৮৮১।

12

বিচ হাসপাতাল : ৯৮৪৬০৪২৮৮১, ৮৫৪৭৬১৬০১৯।

বন্ধ করুন