ব্রিকস সামিটে যোগ দিতে রাশিয়ার হেরিটেজ শহর কাজানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাজানের হোটেলে যান তিনি। আর তিনি কাজানের হোটেলে যেতেই বেজে ওঠে ঢোল। সেখানকার প্রবাসী ভারতীয়রা উল্লাস প্রকাশ করেন। চারদিক থেকে ধ্বনি ওঠে মোদী মোদী। ভারত মাতা কি জয়! চারদিক থেকে এই ধ্বনি উঠতে থাকে।
রাশিয়ান নাগরিকরা কৃষ্ণ ভজন করছিলেন মোদীর সামনে। প্রধানমন্ত্রী মন দিয়ে সেই ভজন শোনেন। প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন।
এক রাশিয়ান শিল্পী সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, আমরা অত্যন্ত নার্ভাস হয়ে গিয়েছিলাম। প্রায় তিন মাস ধরে আমরা রিহার্সাল দিয়েছিলাম। এখানকার মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যথেষ্ট পছন্দ করেন। তিনিও জানিয়েছেন যে আমরা অত্যন্ত ভালো নৃত্যশিল্পী।
ভারতীয় পোশাক পরেছিলেন সেই নৃত্যশিল্পীরা। তাঁরা জোড় হাত করে মোদীকে অভ্যর্থনা জানান। তাঁরা প্রধানমন্ত্রীর ছবিও সঙ্গে করেছিলেন। এমনকী একজন মোদীকে একটি বই উপহার দেন। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেওয়া ছিল।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, কাজানে যে অভ্যর্থনা জানানো হয়েছে তার জন্য ধন্যবাদ। গোটা বিশ্বজুড়েই ভারতীয় কমিউনিটিকে সম্মান জানানো হয়। গোটা বিশ্বজুড়ে ভারতীয় সংস্কৃতির জনপ্রিয়তাতে অত্যন্ত আনন্দিত।
ব্রিকস সামিটের আয়োজক হল রাশিয়া। মস্কো ইতিমধ্যেই ব্রিকস সদস্যদের আরও সম্প্রসারিত করেছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা এই ব্রিকসের সদস্য।
ষোড়শ ব্রিকস সম্মেলনে যোগ দিতে কাজানে পৌঁছানোর পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে পুতিন তাদের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে মৃদু মন্তব্য করে বলেন, 'আপনারা অনুবাদক ছাড়াই আমাকে বুঝতে পারেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনে সম্প্রচারিত সূচনা বক্তব্যে বলেন, "আমাদের মধ্যে এমন সম্পর্ক রয়েছে যে আমি অনুভব করেছি যে আপনার কোনও অনুবাদের দরকার নেই।
অবতরণের মাত্র কয়েক ঘন্টা পরে, প্রধানমন্ত্রী মোদী এবং পুতিন শীর্ষ সম্মেলনের ফাঁকে মিলিত হন এবং মোদীর আইকনিক আলিঙ্গনের মাধ্যমে একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানান।
রাশিয়া-ইউক্রেন সংঘাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে ভারতের অবস্থান ফের জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত ইস্যুতে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমি আগেও বলেছি, আমরা বিশ্বাস করি যে সমস্যাগুলি শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত।
আমরা শান্তি ও স্থিতিশীলতার দ্রুত প্রত্যাবর্তনের প্রতি পূর্ণ সমর্থন জানাই। আমাদের সকল প্রচেষ্টা মানবতাকে প্রাধান্য দেয়। ভারত আগামী দিনে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।