বাংলাদেশের খুলনায় মন্দির থেকে চুরি গেল কৃষ্ণঠাকুরের মূর্তি। খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের আর্য্য হরিসভা মন্দির থেকে একটি মূর্তি চুরি গিয়েছে বলে খবর। মঙ্গলবার রাত তিনটে নাগাদ মূর্তি চুরি গিয়েছে বলে অভিযোগ। বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে মন্দিরের দুটি তালা কেটে ফেলা হয়েছিল। এরপর মূর্তিটি চুরি করা হয়।
ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, মন্দিরের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার ব্যাপারে কিছুটা আঁচ করা গিয়েছে। জামা প্যান্ট পরা দুজনকে মন্দিরের দিকে যেতে দেখা গিয়েছে। তাদের মুখে হনুমান টুপি ছিল। সেই টুপি দিয়ে মুখ ঢাকা ছিল তাদের। তাদের হাতে ছিল তালা কাটার যন্ত্র। মন্দিরের ভেতরে ঢুকেছিল তারা। মাত্র আড়াই মিনিটের মধ্য়ে তারা মূর্তি নিয়ে মন্দির থেকে বেরিয়ে যায়।
ইতিমধ্যেই প্রশ্ন উঠছে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত?
ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, আর্য্য হরিসভা পরিচালনা কমিটির সদস্যসচিব বাপী রায় জানিয়েছেন, মন্দিরের বাইরের অংশে সিসিটিভি ক্যামেরা থাকলেও কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। মঙ্গলবার রাত ৯টা নাগাদ মন্দিরের রোজকার কার্যক্রম শেষ করে সেবায়েত ও ভক্তরা মন্দিরের গেটে তালা লাগিয়ে চলে যান। পরে গভীর রাতে মন্দিরের তালা কেটে পেতলের কৃষ্ণমূর্তি চুরি করা হয়েছে।