কংগ্রেসেরই সদস্যাকে হাতিয়ার করে, দলিত ইস্যুতে তাদের আক্রমণ করেছিলেন অমিত শাহ। কিন্তু, এর জন্য পালটা তাঁকেই ওই কংগ্রেসে নেত্রীর খোঁচা খেতে হল!
যাঁকে নিয়ে এত কথা, তিনি হলেন কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ কুমারী শৈলজা। সদ্য কংগ্রেসকে 'দলিতবিরোধী' বলে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
তাঁর অভিযোগ ছিল, কংগ্রেস শীর্ষ নেতৃত্ব নাকি কুমারী শৈলজা এবং অশোক তনওয়ারের মতো দলিত নেতা ও নেত্রীদের বরাবরই অসম্মান করেছে।
শাহের এই মন্তব্যের জবাব দিতে দেরি করলেন না কুমারী শৈলজা। দলের প্রতি নিজের আনুগত্য প্রমাণ করে তিনি বলেন, আসলে বিজেপি এভাবে কংগ্রেসের অন্দরে ভাঙন ধরানোর অপচেষ্টা করছে।
উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর থেকে হরিয়ানার বিধানসভা নির্বাচন শুরু হবে। সেই উপলক্ষেই তোহানায় একটি নির্বাচনী জনসভা করেন অমিত শাহ। সেই মঞ্চে তাঁকে বলতে শোনা যায়, 'কংগ্রেস চিরকাল দলিত নেতা-নেত্রীদের অসম্মান করে এসেছে। তা সে অশোক তনওয়ার হোন, কিংবা বোন কুমারী শৈলজা।'
অমিত শাহের এই মন্তব্যের জবাব দিতে গিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট টেনে এনেছেন শৈলজা। তাঁর কথায়, 'এটা নির্বাচনের সময়। আর সেই সেই কারণেই ওঁরা এমনটা করছেন। তা না হলে কংগ্রেসের নেতা-নেত্রীদের প্রতি বিজেপির কোনও সহমর্মিতা নেই।'
একইসঙ্গে, শৈলজা তাঁর অবস্থানও বিজেপি নেতৃত্বকে ভালো মতো বুঝিয়ে দেন। তিনি বলেন, ‘কিন্তু, এসব করে কোনও লাভ হবে না। আজ আমি যেটুকু, যা অর্জন করতে পেরেছি, সেটা কংগ্রেসের দৌলতেই করতে পেরেছি। তাই আমি আজীবন কংগ্রেসের সেবা করে যাব।’
উল্লেখ্য, সম্প্রতি কংগ্রেসের অন্দরে শৈলজার অবস্থান নিয়ে, দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে এবং নির্বাচনী প্রচারে কুমারী শৈলজার অনুপস্থিতি নিয়ে নানা মহলে জল্পনা শুরু হয়েছে।
এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে শৈলজা বলেন, 'আমি আগামী দুই-তিনদিনের মধ্যেই নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করব এবং এবার কংগ্রেসেরই সরকার (হরিয়ানায়) গঠিত হবে। আমরা সকলেই কংগ্রেসের অংশ এবং আমরা দলের জন্য কাজ করব। কংগ্রেসই সরকার গঠন করবে এবং আমরা সকলে মিলে সেই সরকার তৈরি করব।'
তাঁকে নিয়ে ইদানীং যে সমস্ত জল্পনা, আলোচনা শোনা যাচ্ছে, তারও জবাব দিয়েছেন কুমারী শৈলজা।
তিনি বলেন, ‘দলের অন্দরে শত শত বিষয় নিয়ে আলোচনা করা হয়। কিন্তু, সেটা দলের অন্দরেই হয়। লোকসভা ভোটে দল যাতে জিততে পারে, তার জন্য আমরা সকলেই অনেক পরিশ্রম করেছিলাম। সেইসঙ্গে, মাঠে, ময়দানে দলের সংগঠন আরও মজবুত করতে এবং হরিয়ানার মানুষের স্বার্থে লড়াইয়ে নামার জন্যও আমরা পরিশ্রম করছি।’