এতদিন ছিল লাডলি বেহেন যোজনা। এবার সেটাই বদলে গিয়ে হয়ে গেল লাডলি ভাই যোজনা। মহারাষ্ট্র সরকারের নয়া ঘোষণা। মুখ্যমন্ত্রী একনাথ সিং শিন্ডে এই স্পেশাল স্কিমের ঘোষণা করেছেন। অর্থাৎ এতদিন কেবলমাত্র কন্যারাই আর্থিক সুবিধা পেতেন। এবার ছেলেরাও এই সুবিধা পাবে।
বাংলায় যেমন কন্যাশ্রী রয়েছে তেমন মহারাষ্ট্রে এতদিন ছিল লাডলি বেহেন যোজনা। এবার শুধু মাত্র মেয়েরাই নয়, ছেলেরাও এই ধরনের আর্থিক সহায়তা পাবে।
মহারাষ্ট্রের পন্ধাররপুরে বিট্ঠল মন্দিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। আর সেই মহাপুজোর পরেই তিনি সংবাদ মাধ্যমের সামনে এই নয়া স্কিমের কথা ঘোষণা করেন।
এই স্কিমের ক্ষেত্রে কোন কোন সুবিধা মিলবে?
এই স্কিমের ক্ষেত্রে একাধিক আর্থিক সুবিধা মিলবে। শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে এবার ছাত্রদেরও আর্থিক সুবিধা দেওয়া হবে। লাডলি ভাই যোজনার ক্ষেত্রে যে সমস্ত যুবকরা ১২ ক্লাস পাস করেছে তারা প্রতি মাসে ৬০০০ টাকা করে পাবেন। আর যারা ডিপ্লোমা পাস করেছে তারা প্রতিমাসে ৮০০০ টাকা করে পাবেন। আর যারা গ্র্যাজুয়েট তারা প্রতি মাসে ১০,০০০ টাকা করে সরকারের কাছ থেকে পাবেন।
এই লাডলি ভাই যোজনাতে যুবকরা কোনও কারখানাতে এক বছরের জন্য শিক্ষানবিশ হিসাবে কাজ করার সুযোগ পাবেন। আর এই কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তারা পরবর্তী সময় কর্মসংস্থানের চেষ্টা করতে পারবেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যুবকরা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন সেকারণেই এই আর্থিক সহায়তা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কারখানায় শিক্ষানবিশ হিসাবে কাজ করে যাতে এখানকার যুবকরা পরবর্তী সময় কোনও ভালো জায়গায় কাজ করতে পারেন সেটা দেখা হবে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন?
মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী জানিয়েছেন এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। বেকার যুবকদের যাতে কর্মসংস্থান হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই স্কিমের মাধ্যমে বেকার যুবকরা কারখানায় ট্রেনিং নিতে পারবেন। আর সেই সময় স্টাইপেন্ড দেবে সরকার। বেকারত্ব দূর করার জন্য় এই পদক্ষেপ নিচ্ছে সরকার।
এদিকে এতদিন বিজেপি নেতৃত্ব এই ধরনের স্কিমকে ঘিরে নানা কটাক্ষ করতেন। তবে এবার এনডিএর শরিকদলই এনিয়ে বিশেষ উদ্যোগ নিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বছরই মহারাষ্ট্রে নির্বাচন। তার আগে এই স্কিম চালু করা হল। এর মাধ্য়মে বিপুল সংখ্যক যুবক লাভবান হবেন। বেকার যুবকদের কাছে এই স্কিম অত্যন্ত আকর্ষণীয় হবে বলে মনে করা হচ্ছে।