কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে আটক করল উত্তরপ্রদেশ পুলিশ। তবে কংগ্রেসের এক নেতার দাবি, লখিমপুর খিরি যাওয়ার পথে সোমবার ভোরের দিকে প্রিয়াঙ্কাকে গ্রেফতার করা হয়েছে। তারইমধ্যে লখনউয়ে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে গৃহবন্দি করেছে যোগী আদিত্যনাথের পুলিশ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে পুলিশের উপস্থিতি আরও বেড়েছে।
হিন্দুস্তান টাইমস' গ্রুপের 'লাইভ হিন্দুস্তান'-এর প্রতিবেদন অনুযায়ী, রবিবার সাররাত পুলিশকে ঘুরিয়েছেন প্রিয়াঙ্কা। শেষপর্যন্ত ভোর চারটে নাগাদ হরগাঁওয়ে তাঁকে আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ। কংগ্রেস সমর্থকদের সঙ্গেও পুলিশের একপ্রস্থ বচসা বেঁধে যায়। তবে শুধু প্রিয়াঙ্কা নন, লখিমপুর সীমান্তে আসতে শুরু করেছেন বিভিন্ন বিরোধী দলের নেতারা। বিভিন্ন জেলা থেকে আসছেন কৃষকরাও। দিচ্ছেন স্লোগান। সেই পরিস্থিতিতে তিকোনিয়া যাওয়ার পথে সমস্ত রাস্তায় কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। লখিমপুর খিরির জেলা সদর থেকে ৭০ কিলোমিটার দূরে তিকোনিয়া নামে ওই জায়গায় চার কৃষক-সহ আটজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে সেই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
কী হয়েছিল লখিমপুর খিরিতে?
রবিবার লখিমপুর খিরিতে বিকেলের দিকে যখন কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন একটি গাড়ি তাঁদের পিষে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। লখনউয়ে উত্তরপ্রদেশের পুলিশ সদর দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সেই ঘটনায় চার কৃষক-সহ আটজনের মৃত্যু হয়েছে। চারজন ওই গাড়িতে ছিলেন। লখিমপুর খিরির জেলা সদর থেকে ৭০ কিলোমিটার দূরে তিকোনিয়া নামে যে জায়গায় সেই ঘটনা ঘটেছে, সেখানে হিংসার আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পাঠানো হয়েছে তিন কোম্পানি আধা-সামরিক বাহিনী। জেলায় আংশিকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা।
'হিন্দুস্তান টাইমস' গ্রুপের 'লাইভ হিন্দুস্তান'-এর প্রতিবেদন অনুযায়ী, রবিবার লখিমপুর খিরি জেলায় উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের একটি অনুষ্ঠান ছিল। তাঁকে কালো পতাকা দেখানোর জন্য অনেক কৃষক জমায়েত শুরু করেন। নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকেন। কিন্তু পুলিশ এবং বিজেপি কর্মীদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়ে যায়। তিকোনিয়ার এক পুলিশকর্মী জানিয়েছেন, বনবীরপুর গ্রামে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী আসার কয়েক মিনিট আগে ধুন্ধুমার বেঁধে যায়। তিকোনিয়া-বনবীরপুর রোডে দুটি গাড়ি বিক্ষোভরত কৃষকদের পিষে দেয়। গাড়িতে বিজেপির পতাকা লাগানো ছিল বলে একটি মহল থেকে দাবি করা হয়েছে। একটি মহলের দাবি, আদতে ওই গাড়ি চালাচ্ছিলেন বিজেপি সাংসদের ছেলে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন টেনি।