আজ, ১৬ অগস্ট থেকে দুয়ারে সরকার প্রকল্প পুনরায় চালু হচ্ছে। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আর এই সময়েই মিলবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্র।
কীভাবে জানবেন কবে?
স্থানীয় পঞ্চায়েতে গেলেই এ বিষয়ে জানতে পারবেন। সেখানেই স্থানীয় দুয়ারে সরকার প্রকল্পের দিনক্ষণ ও স্থান জানতে পেরে যাবেন।
আপনি পাবেন?
>>> ২৫ থেকে শুরু করে ৬০ বছর বয়স পর্যন্ত সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন।
>>> তবে রয়েছে একটি শর্ত: যাঁদের স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড রয়েছে, তাঁরাই মূলত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য বিবেচিত হবেন। এর কারণ, ফর্মে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর লিখতে হবে।
>>> আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কত টাকা করে পাবেন?
>>> তপশিলি জাতি-উপজাতি মহিলাদের মাসে ১০০০ টাকা দেওয়া হবে।
>>> সাধারণ তালিকাভুক্ত মহিলাদের মাসে ৫০০ টাকা করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেবে রাজ্য সরকার।
কবে থেকে টাকা পাবেন?
১ সেপ্টেম্বর থেকে এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন রাজ্যের মহিলারা।
ফর্ম কীভাবে পাবেন?
>>> দুয়ারে সরকার ক্যাম্প থেকেই বিনামূল্যে ফর্ম পাবেন। ফর্ম ফিলআপ করে সেই ক্যাম্পেই জমা দিতে হবে। আবেদন পত্র জমা দেওয়ার পর তার রশিদ নিতে ভুলবেন না।
>>> অন্যদিকে অনলাইনেও ফর্ম পাওয়া যাচ্ছে। নিকটতম সাইবার ক্যাফে থেকেও তাই এই ফর্ম জোগাড় করতে পারেন। সেটি ফিলআপ করে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিলেই হবে।
কী কী নথি-কাগজপত্র নিয়ে যাবেন?
>>> ফর্মের সব চেয়ে উপরে রঙিন পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট বক্সে লাগাতে হবে। তাই ছবি নিয়ে যেতে ভুলবেন না।
>>> ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স কপি দিতে হবে। কারণ এর মাধ্যমেই টাকা পাঠানোর জন্য ব্যাঙ্ক ডিটেইলস পাওয়া যাবে।
>>> স্বাস্থ্যসাথী কার্ড, আধার, ভোটার, রেশন কার্ড নিয়ে যাবেন। জেরক্স কপিও রাখবেন।
>>> তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত হলে শংসাপত্রের জেরক্স কপি দিতে হবে।
>>> ফর্ম ফিলআপের জন্য ডট পেন নিয়ে যেতে ভুলবেন না।
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না?
>>> সরকারি চাকুরিজীবী/ অবসরপ্রাপ্ত সরকারি কর্মী
>>> যাঁরা আয়কর রিটার্ন জমা করেন।
>>> যাঁদের স্বাস্থ্যসাথী কার্ড নেই।
>>> সরকারি ভাতা পান এমন মহিলারা।