বাংলা নিউজ > ঘরে বাইরে > শুরু হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প: কারা পাবেন? আবেদন করতে কী কী লাগবে?

শুরু হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প: কারা পাবেন? আবেদন করতে কী কী লাগবে?

সোমবার কলকাতায় এক দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদনের লাইন। ছবি : পিটিআই (PTI)

জেনে নিন, কে পাবেন, কী কী নথি লাগবে, কবে থেকে পাবেন… 

আজ, ১৬ অগস্ট থেকে দুয়ারে সরকার প্রকল্প পুনরায় চালু হচ্ছে। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আর এই সময়েই মিলবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্র।

কীভাবে জানবেন কবে?

স্থানীয় পঞ্চায়েতে গেলেই এ বিষয়ে জানতে পারবেন। সেখানেই স্থানীয় দুয়ারে সরকার প্রকল্পের দিনক্ষণ ও স্থান জানতে পেরে যাবেন।

আপনি পাবেন?

>>> ২৫ থেকে শুরু করে ৬০ বছর বয়স পর্যন্ত সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন।

>>> তবে রয়েছে একটি শর্ত: যাঁদের স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড রয়েছে, তাঁরাই মূলত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য বিবেচিত হবেন। এর কারণ, ফর্মে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর লিখতে হবে।

>>> আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

কত টাকা করে পাবেন?

>>> তপশিলি জাতি-উপজাতি মহিলাদের মাসে ১০০০ টাকা দেওয়া হবে।

>>> সাধারণ তালিকাভুক্ত মহিলাদের মাসে ৫০০ টাকা করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেবে রাজ্য সরকার।

কবে থেকে টাকা পাবেন?

১ সেপ্টেম্বর থেকে এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন রাজ্যের মহিলারা।

ফর্ম কীভাবে পাবেন?

>>> দুয়ারে সরকার ক্যাম্প থেকেই বিনামূল্যে ফর্ম পাবেন। ফর্ম ফিলআপ করে সেই ক্যাম্পেই জমা দিতে হবে। আবেদন পত্র জমা দেওয়ার পর তার রশিদ নিতে ভুলবেন না।

>>> অন্যদিকে অনলাইনেও ফর্ম পাওয়া যাচ্ছে। নিকটতম সাইবার ক্যাফে থেকেও তাই এই ফর্ম জোগাড় করতে পারেন। সেটি ফিলআপ করে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিলেই হবে।

কী কী নথি-কাগজপত্র নিয়ে যাবেন?

>>> ফর্মের সব চেয়ে উপরে রঙিন পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট বক্সে লাগাতে হবে। তাই ছবি নিয়ে যেতে ভুলবেন না।

>>> ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স কপি দিতে হবে। কারণ এর মাধ্যমেই টাকা পাঠানোর জন্য ব্যাঙ্ক ডিটেইলস পাওয়া যাবে।

>>> স্বাস্থ্যসাথী কার্ড, আধার, ভোটার, রেশন কার্ড নিয়ে যাবেন। জেরক্স কপিও রাখবেন।

>>> তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত হলে শংসাপত্রের জেরক্স কপি দিতে হবে।

>>> ফর্ম ফিলআপের জন্য ডট পেন নিয়ে যেতে ভুলবেন না।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না?

>>> সরকারি চাকুরিজীবী/ অবসরপ্রাপ্ত সরকারি কর্মী

>>> যাঁরা আয়কর রিটার্ন জমা করেন।

>>> যাঁদের স্বাস্থ্যসাথী কার্ড নেই।

>>> সরকারি ভাতা পান এমন মহিলারা।

পরবর্তী খবর

Latest News

স্বাস্থ্য ভবনে পাহারারত মহিলা পুলিশকে প্রাণে বাঁচাল আন্দোলনে থাকা জুনিয়র ডাক্তার ভালো কিছু করতে চেয়েছিলাম, ভবিষ্যত বলবে আমি কতটা ঠিক ছিলাম: ইগর স্টিম্যাচ বাংলায় প্রথম ই–বর্জ্য প্লান্ট চালু হতে চলেছে, সোনারপুরেই আগামী বছর গড়ে উঠবে বাস চালকদের সঙ্গে ডাক্তারদের 'তুলনা' দেবাংশুর! বিতর্কিত পোস্ট তৃণমূল নেতার তারকা ফুটবলারের থেকে বিপুল অঙ্কের টাকার তোলাবাজি! বিচারের মুখোমুখি পল পোগবার ভাই হাতি খুনের কারণ কী?‌ এবার ময়নাতদন্তের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট এবার চিকিৎসক পড়ুয়াদের জন্য নয়া ভাবনা ‘‌অভয়া পাঠশালা’‌, চালু হয়েছে মেদিনীপুরে জেনে নিন সেপ্টেম্বরে কবে থেকে শুরু হচ্ছে পঞ্চক, এ সময়ে কোন বিষয়ে সতর্ক থাকা উচিত 'ব, খ, গ… কিন্তু জানি', নিজের 'গালির স্টক' নিয়ে রোদ্দুর রায়কে চ্যালেঞ্জ কুণালের India B বনাম India C ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.