কার্যত লক্ষ্মীর ভাণ্ডারই অন্য নামে। এবার দিল্লির বিধানসভা ভোটের আগে মহিলা সমৃদ্ধি যোজনায় মহিলাদের মাসে ২৫০০ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার আপকে পরাজিত করে রাজধানীতে ক্ষমতায় এসেছে বিজেপি। আর নারী দিবসের দিন নারীদের আর্থিত সহায়তায় কার্যত প্রতিশ্রুতি রক্ষা করল সেই রাজ্য়ের বিজেপি সরকার।
মহিলা সমৃদ্ধি যোজনায় মাসে ২৫০০ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার সেই দাবি মেনে নারী দিবসেই বড় ঘোষণা করল দিল্লির বিজেপি সরকার।
অনেকে বলছেন পথ দেখিয়েছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে কি সেই দেখানো পথে চলছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও? তবে এই প্রশ্নকে ঘিরে নানা চর্চা রয়েছে। তবে অনেকের মতে, বাংলার বর্তমান সরকারের দেখানো পথে দেশের একাধিক সরকার নারীদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডারই নানা নামে করেছিল। তবে এবার নারী দিবসে নারীদের জন্য বড় ঘোষণা করল দিল্লির বিজেপি সরকার।
সব মিলিয়ে এই প্রকল্পের জন্য ৫১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্য়মন্ত্রী। সেই সঙ্গেই দ্রুততার সঙ্গে উপভোক্তাদের নাম নথিভুক্ত করার কাজও ধাপে ধাপে শুরু হবে। এরপরই নারীদের প্রাপ্য টাকা তাঁদের অ্য়াকাউন্টে যেতে শুরু করবে।
মন্ত্রিসভার বৈঠকের পরে দিল্লির মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, 'আজ নারী দিবস। আজ আমাদের মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানে দিল্লি নির্বাচনে আমরা মহিলাদের ২৫০০ টাকা তুলে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তাতে অনুমোদন দেওয়া হয়েছে।'
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কার্যত মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দেখানো পথে হেঁটে কখনও বিজেপি, কখনও আবার কংগ্রেস লাভবান হয়েছে। সেই পথটা হল মহিলা ভোটারদের নিজেদের দিকে আনা। আর সেই মহিলা ভোটারদের পাশে পাওয়ার একটাই পথ সেটা হল লক্ষ্মীর ভাণ্ডার। এবার দিল্লির সরকারই সেই পথে হাঁটল।
সূত্রের খবর, কর্নাটকে কংগ্রেস ২০২৩ সালের বিধানসভা ভোটের আগে তাদের ইস্তেহারে গৃহলক্ষ্মীর কথা উল্লেখ করেছিল। আর সেটা ছিল বাংলার মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছিলেন তার থেকে প্রায় ৪ গুণ বেশি। তাতেই জয় হাসিল করেছিল কংগ্রেস।
এদিকে কর্ণাটকের মতোই মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে এই প্যাকেজের কথা ঘোষণা করেছিল কংগ্রেস। কিন্তু বিজেপি বিগত দিনে প্রথম দিকে এসব ঘোষণা না করলেও একেবারে ভোটের আগে শেষ মুহূর্তে বিজেপি মধ্য়প্রদেশ ও ছত্তিশগড়ে এই প্য়াকেজ ঘোষণা করে। আর তাতেই খেলা ঘুরে যায়। মধ্য়প্রদেশে লাডলি বেহেন যোজনার টাকার অঙ্কও বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন মধ্য়প্রদেশের মুখ্য়মন্ত্রী।