বাংলা নিউজ > ঘরে বাইরে > Lal Prasad Yadav on RSS and PFI: 'সন্ত্রাস যোগ' থাকা PFI-র মতো RSS-কে নিষিদ্ধ করা হোক, দাবি লালুর, একই সুর CPIM-র

Lal Prasad Yadav on RSS and PFI: 'সন্ত্রাস যোগ' থাকা PFI-র মতো RSS-কে নিষিদ্ধ করা হোক, দাবি লালুর, একই সুর CPIM-র

লালুপ্রসাদ যাদব (ছবি সৌজন্যে এএনআই) এবং পিএফআইয়ের অফিস (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

Lal Prasad Yadav on RSS and PFI: কেরলের সিপিআইএম নেতা বলেন, 'এই নীতিতে চললে তো সব সাম্প্রদায়িক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাতে প্রথমেই আরআরএসের নাম আসবে। (আরআরএসকে) কি নিষিদ্ধ ঘোষণা করা হবে?'

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) মতো আরএসএসকেও নিষিদ্ধ করা হোক। এমনই দাবি তুললেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো একই দাবি করেছেন কেরলের সিপিআইএম নেতারা। পালটা আক্রমণ শানিয়েছে বিজেপি।

বুধবার লালুপ্রসাদ বলেন, ‘পিএফআই নিয়ে তদন্ত চলছে। আরআরএস-সহ পিএফআইয়ের মতো যাবতীয় সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া উচিত এবং তদন্তের প্রয়োজন আছে।’ পালটা লালুকে আক্রমণ শানিয়ে বিজেপির মুখপাত্র নিখিল আনন্দ বলেন, 'পিএফআইকে সমর্থন করে নিজের মুসলিম ভোটব্যাঙ্ক মজবুত করার চেষ্টা করছেন লালুজি। সেজন্যই উনি আরএসএসের এত বিরোধিতা করছেন।'

আরও পড়ুন: PFI website to be blocked: ডানা কাটা পড়ছে অনলাইনেও! ব্লক করা হচ্ছে PFI-র ওয়েবসাইট, সোশ্যাল অ্যাকাউন্ট

বুধবার সকালে পিএফআই এবং আটটি সহযোগী সংগঠনকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে কেন্দ্র। সেই তালিকায় আছে রেহাব ইন্ডিয়া ফাউন্ডেশন, ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল, ন্যাশনাল কনফেডারেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ন্যাশনাল উইমেনস ফ্রন্ট, জুনিয়র ফ্রন্ট, এমপাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন এবং রেহাব ইন্ডিয়া ফাউন্ডেশন (কেরল)। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পিএফআই উগ্রপন্থা ছড়াচ্ছে এবং সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত আছে।

লালুর মতোই কেরলের সিপিআইএমের রাজ্য সম্পাদক এমভি গোবিন্দন বলেন, 'যে কোনও ধরণের সাম্প্রদায়িকতা বিপজ্জনক। কোনও সংগঠনকে নিষিদ্ধ করে দিলেই মতাদর্শে ইতি পড়ে যায় না। নয়া নাম বা পরিচয় নিয়ে ওরা ফিরে আসবে। তবে এই নীতিতে চললে তো সব সাম্প্রদায়িক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাতে প্রথমেই আরআরএসের নাম আসবে। (আরআরএসকে) কি নিষিদ্ধ ঘোষণা করা হবে?' সেইসঙ্গে তিনি দাবি করেন, সমাজে ঘৃণা ছড়ানোর জন্য আরআরএসও সমানভাবে দায়ী। দেশে যে হিংসাত্মক ঘটনা ঘটছে, তার পিছনে আরআরএসের হাত আছে।

আরও পড়ুন: PFI banned for 5 years: ‘ছড়াচ্ছে উগ্রপন্থা, আছে সন্ত্রাস যোগ’, PFI-কে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল কেন্দ্র

যদিও বামেদের তুমুল আক্রমণ শানিয়েছে বিজেপি। কেরল বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন খোঁচা দিয়েছেন, নিজেদের এক জোটসঙ্গী (পড়ুন পিএফআই) নিষিদ্ধ হয়ে যাওয়ায় সিপিআইএম যে কষ্ট পাচ্ছে, তা অনুভব করতে পারছেন। তিনি বলেন, 'আমরা সবাই জানি যে পাথানামথিট্টা এবং কোট্যায়ামে কতগুলি পুরসভা এবং পঞ্চায়েতে তারা ক্ষমতা ধরে রেখেছে। সিপিআইএমের সমর্থনে কেরলে শাখা বিস্তার করেছে পিএফআই। উত্তর কেরলে সিপিআইএমের সঙ্গে অনেক পিএএফআই নেতাদের ভালো সম্পর্ক আছে।'

পরবর্তী খবর

Latest News

পতৌদির রক্ত জেহ-তৈমুরের শরীরে, ছোট থেকেই ছেলেদের যে ট্রেনিং দিচ্ছেন সইফ এই অস্থির সময়ে মা দুর্গার উপর ভরসা রাখুন, এখন থেকেই পাঠান শারদীয়ার শুভেচ্ছা ঐতিহাসিক চুক্তি! ঐতিহ্যশালী কাউন্টি ক্লাবের মালিকানা এল IPL ফ্র্য়াঞ্চাইজির হাতে মণিপুরে ঠিক কী সমস্যা হচ্ছে, জানালেন অমিত শাহ, আশাবাদী সমাধান সূত্র নিয়ে দুর্গাপুজোর আগেই ভয়াবহ দুর্যোগের মুখে বাংলা, শীঘ্রই পরিস্থিতি আরও খারাপ হতে পারে শিকেয় নিরাপত্তা, সরকারি হাসপাতালের ভিতরে মদের আসর, ২ জনকে গ্রেফতার করল পুলিশ আন্দোলনে নয়া মোড়, বুধের সকালে সরকারের ওপর চাপ বাড়িয়ে ইমেল জুনিয়র ডাক্তারদের আজ চন্দ্রগ্রহণের পরে সুপার লাকি হবে এই রাশিরা! টাকা আসবে, আসতে পারে চাকরির অফারও সরকারকে মোক্ষম চাল দিলেন কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা, ইমেল করে জানালেন… পুজো আসতে আর মোটে তিন সপ্তাহ দেরি! এখন থেকেই ঘনিষ্ঠদের পাঠিয়ে দিন শুভেচ্ছাবার্তা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.