এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্রিটেনের আদালতে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী। ২০১৯ সালে কর্ণাটকের এক জনসভায় 'সব মোদী চোর' মন্তব্যের জেরে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল। তাঁকে দু'বছরের জন্য কারাদণ্ডের সাজাও শোনানো হয়েছে। এই আবহে সংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন রাহুল। আর এর মাঝেই নতুন করে আইনি জটিলতায় জড়াতে চলেছেন কংগ্রেস নেতা। (আরও পড়ুন: শাসককে কটাক্ষ করতে চকোলেট খেয়ে 'অনশন' ডিএ আন্দোলকারীদের, বড় পদক্ষেপের পথে যৌথ মঞ্চ)
ললিত মোদী 'পলাতক' বলে অভিযোগ করেছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ললিত মোদী টুইট করে লেখেন, 'প্রায় প্রতিটি টম ডিক এবং গান্ধী সহযোগীকে বার বার বলতে শুনেছি যে আমি নাকি ন্যায়বিচার থেকে পলাতক। কেন? কীভাবে? এবং আমি কখনই বা দোষী সাব্যস্ত হয়েছিলাম? পাপ্পু ওরফে রাহুল গান্ধীর মতো নই আমি। আমি এখন একজন সাধারণ নাগরিক। মনে হচ্ছে, সমস্ত বিরোধী নেতাদের আর কিছুই করার নেই, তাই তারাও হয় অসুস্থ বা প্রতিহিংসা পরায়ণ।'
আরও পড়ুন: ডিএ আন্দোলনের ঝাঁঝ বাড়বে আজ, মমতাকে চাপে ফেলতে সরকারি কর্মীদের মঞ্চে শুভেন্দু
ললিত মোদী টুইট বার্তায় আরও লেখেন, 'আমি এখনই রাহুল গান্ধীর বিরুদ্ধে ইউনাইটেড কিংডমের আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। আমি নিশ্চিত, তাঁকে প্রমাণ নিয়ে আসতে হবে এখানে। তিনি নিজেকেই সম্পূর্ণ ভাবে বোকা বানাবেন। আমি তা দেখার জন্য অপেক্ষায় আছি।' এরপর বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে ট্যাগ করে টুইট বার্তায় ললিত মোদী লেখেন, 'আমি ঠিকানা এবং ছবি পাঠাতে পারি। যারা আসল বদমাশ, তারা যেন ভারতের মানুষকে বোকা না বানান। গান্ধী পরিবার এমনভাবে ধারণা তৈরি করেছে যেন তারাই আমাদের দেশ শাসন করার অধিকারী। আর হ্যাঁ, আপনারা কঠোর দায় আইন পাস করার সাথে সাথেই আমি দেশে ফিরে আসব।'
প্রাক্তন আইপিএল কমিশনার টুইট বার্তায় আরও লেখেন, 'গত ১৫ বছরে আজও পর্যন্ত এক পয়সারও জালিয়াকি প্রমাণিত হয়নি আমার বিরুদ্ধে। তবে এটা স্পষ্টভাবে প্রমাণিত যে আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্রীড়া ইভেন্ট তৈরি করেছি। সেই ইভেন্ট প্রায় ১০০ বিলিয়ন ডলার আয় করেছে। একজন কংগ্রেস নেতার এটা ভুলে যাওয়া উচিত নয় যে ১৯৫০-এর দশকের গোড়ার দিকে মোদী পরিবার তাদের এবং আমাদের দেশের জন্য কী কী করেছে। এসব তাঁরা কখনও কল্পনা করতে পারবেন না। তাঁরা যা করার স্বপ্ন দেখেছিল, তার চেয়ে বেশি করেছি আমিও। তাই গান্ধী পরিবারের মতো ভারতের কলঙ্কিত লুটেরারা ঘেউ ঘেউ করতে থাকুন।'