বাংলা নিউজ > ঘরে বাইরে > সাতক্ষীরায় ভূমি দখলের চেষ্টা, ফের প্রশ্নের মুখে আদিবাসীদের ভবিষ্যৎ

সাতক্ষীরায় ভূমি দখলের চেষ্টা, ফের প্রশ্নের মুখে আদিবাসীদের ভবিষ্যৎ

ফের প্রশ্নের মুখে আদিবাসীদের ভবিষ্যৎ। ছবি ডয়চে ভেল

নিহত নরেন্দ্র নাথ মুন্ডার ছেলে সনাতন মুন্ডা বলেন, ‘১৯ অগস্ট সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় রাশিদুল ও এবাদুলের নেতৃত্বে দুইশ'রও বেশি সন্ত্রাসী আমাদের পাড়ার ১০-১২টি বাড়ি ঘিরে ফেলে আক্রমণ চালায়৷

সাতক্ষীরা জেলার শ্যামনগরে জমি দখলের জন্য এক আদিবাসীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে৷ ওই এলাকার আদিবাসীরা এখন উচ্ছেদ আতঙ্কে রয়েছেন৷ বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ‘শুধু সাতক্ষীরায় সম্প্রতি গাইবান্ধা-সহ আরও কয়েকটি এলাকায় আদিবাসীদের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটেছে৷ এর প্রধান উদ্দেশ্য আদিবাসীদের ভূমি থেকে উচ্ছেদ করা৷ এটা ভূমিদস্যুরা যেমন করছেন, তেমনি সরকারি পর্যায়েও করা হচ্ছে৷ গত কয়েক বছরে এই প্রবণতা বেড়েছে৷’

যেভাবে প্রাণ গেল নরেন্দ্র মুন্ডার

গত ১৯ আগস্ট সাতক্ষীরার শ্যামনগর থানার ধুমঘাট আদিবাসী মুন্ডা পল্লীতে হামলা চালায় স্থানীয় ভূমিদস্যুরা৷ হামলায় নরেন্দ্র নাথ মুন্ডা নিহত হন৷ এই ঘটনায় ২২ জনকে আসামি করে মামলা হলেও পুলিশ মূল হোতাদের এখনও গ্রেফতার করেনি৷ তাদের অভিযোগ- মুন্ডাদের আট বিঘা জমি দখলের জন্য ওই হামলা চালানো হয়৷ স্থানীয় পুলিশ প্রশাসন ও প্রভাবশালীরা এর পেছনে আছে বলে জানান তারা৷

নিহত নরেন্দ্র নাথ মুন্ডার ছেলে সনাতন মুন্ডা বলেন, ‘১৯ অগস্ট সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় রাশিদুল ও এবাদুলের নেতৃত্বে দুইশ'রও বেশি সন্ত্রাসী আমাদের পাড়ার ১০-১২টি বাড়ি ঘিরে ফেলে আক্রমণ চালায়৷ তারা আমাদের মারপিট ও বাড়িঘর ভাঙচুর করে৷ এসময় বাইরের মাঠে আমার বাবাসহ চারজন ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন৷ তাদের ওপরও হামলা চালায়৷ আমাদের ঘিরে হামলা চালানোর কারণে আমরা তাদের রক্ষায় এগিয়ে যেতে পারিনি৷ সাড়ে তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালানোর পর তারা চলে গেলে আমরা মাঠে গিয়ে আমার বাবা-সহ চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই৷ পরদিন ১৭ অগস্ট আমার বাবা মারা যান৷’

সব জেনেও পুলিশ আসেনি

তিনি অভিযোগ করেন, ‘হামলা শুরুর পরই আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শুক্কুর আলিকে ফোন করি৷ কিন্তু তিনি আমাদের রক্ষার কোনও ব্যবস্থা নেননি৷ থানায় কয়েকবার ফোন করলেও পুলিশ আসেনি৷ পরে আমরা ৯৯৯-এ ফোন করলে যখন পুলিশ আসে ততক্ষণে হামলাকারীরা চলে গেছে৷ তারা ধারালো অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে এই হামলা চালায়৷’

তিনি বলেন, ‘আমাদের কয়েকটি পরিবারের আট বিঘা জমি দখলের জন্যই ওই হামলা চালানো হয়৷ এর আগেও তারা কয়েকবার জমি দখলের চেষ্টা করেছে৷ কিন্তু পারেনি৷ এবার তারা তাই আরও বড় আকারের হামলা চালায়৷ তাদের সঙ্গে আরও প্রভাবশালীরা আছে৷ তা না হলে পুলিশ বা চেয়ারম্যানকে হামলার খবর দেওয়ার পরও তারা আসবে না কেন?’

জমি দখল মূল উদ্দেশ্য

ওই এলাকায় দুটি পাড়া মিলে মুন্ডাদের ৩২টি পরিবার আছে৷ তাদের মধ্যে এক পাড়ার ১২টি পরিবার হামলার শিকার হয়েছে৷ ৩২টি পরিবারের প্রায় ৪০০ বিঘার মতো জমি আছে৷ ওই জমি দখলে ভূমিদস্যুরা সব সময়ই তৎপর৷ এরই মধ্যে ভূমিদস্যুরা ৫০ বিঘা জমির জাল দলিল তৈরি করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে৷ ২০১৫ সাল থেকে তারা অপতৎপরতা শুরু করে৷ আর আগস্ট মাসে নরেন্দ্র নাথ মুন্ডাকে হত্যার আগে আরো তিনবার হামলা চালায়৷

মুন্ডাদের অধিকার সংরক্ষণ আন্দোলন সংগ্রাম কমিটির সদস্য সচিব গোপাল চন্দ্র মুন্ডা বলেন, ‘হামলার পর বাইরে পুলিশি নিরাপত্তা দেয়া হলেও আসলে আমরা আতঙ্কে আছি৷ কারণ, মূল হামলাকারীদের এখনো গ্রেফতার করা হয়নি৷ আর তারা দীর্ঘদিনই আমাদের জমি দখলের চেষ্টা করে আসছে৷’

তিনি বলেন, ‘এর আগে তারা ৫০ বিঘা জমির জাল দলিল করে দখল করে চাষ করেছিল৷ কিন্তু পরে আমরা সেটাকে জাল প্রমাণ করার পর তারা চাষ বন্ধ করে আমাদের চাষের ফসল কেটে নিয়ে যেত৷ এখন তারা আমাদের ফসল কেটে নিয়ে যায় কিনা সেই আতঙ্কে আছি৷’ তার কথা, ‘স্থানীয় প্রশাসন আমাদের পক্ষে নেই৷ তাই আমরা এখন সরকারের কাছে আমাদের রক্ষার আবেদন জানাচ্ছি৷’

তবে শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ দাবি করেন যে, পুলিশ মুন্ডাদের নিরপত্তা দিতে কোনো কৃপণতা করছে না৷ খবর দেয়ার পরও পুলিশ না যাওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমরা দ্রুত সেখানে গেলেও হামলাকারীরা তার আগেই সেখান থেকে পালিয়ে যায়৷ মামলা হওয়ার পর আমরা পাঁচজনকে গ্রেফতার করেছি৷ বাকিদেরও গ্রেফতারের চেষ্টা করছি৷ তবে এর আগে বড় কোনও হামলা হয়নি৷ এটাই প্রথম৷ আর জমিজমা নিয়ে কোনো বিরোধ আছে কিনা আমার জানা নেই৷’’

চলছে আদিবাসী উচ্ছেদ

বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ‘শুধু সমতলে নয়, পাহাড়েও আদিবাসীরা হামলা উচ্ছেদের মুখে আছে৷ আর এর পেছনে দুই ধরনের শক্তি কাজ বরছে৷ ভূমিদস্যুরা আদিবাসীদের ভূমি ব্যবস্থাপনার সুযোগ নিয়ে জাল দলিল করে হামলা, নির্যাতন ও হত্যা করে তাদের উচ্ছেদ করছে৷ আর সরকার উন্নয়নের নামে পার্ক, সাফারি পার্ক, ইকো পার্ক, পর্যটন স্পট, হোটেল-মোটেল করে আদিবাসীদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করছে৷’

তিনি বলেন, ‘সাতক্ষীরায় নরেন্দ্র মুন্ডাকে হত্যার আগে গাইবন্ধায় হত্যা করা হয়েছে৷ আরো আগে মধুপুরে, নওগাঁয় হত্যা করা হয়েছে৷ এসব হত্যাকাণ্ডের কোনও বিচার হয়নি৷ ফলে যে মেসেজ গেছে, তা হল আদিবাসীদের হত্যা করলে কোনও বিচার হয় না৷ এখন এটা আরো বেড়ে গিয়েছে৷’

সর্বশেষ জনশুমারিতে দেশে আদিবাসীদের সংখ্যা বলা হচ্ছে মোট জনসংখ্যার শতকরা এক ভাগ বা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন৷ অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত তার ‘পলিটিক্যাল ইকোনমি অফ আনপিপলিং অফ ইন্ডিজিনাস পিপলস: দ্য কেস অফ বাংলাদেশ’ শিরোনামে একটি গবেষণা গ্রন্থে বলছেন, ‘২৭ বছর আগে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী মানুষের অনুপাত ছিল ৭৫ শতাংশ, এখন তা ৪৭ শতাংশ৷ গত তিন দশক ধরে ওই অঞ্চলে আদিবাসী কমছে আর বাঙালির সংখ্যা বাড়ছে৷ পাহাড়িরা হারিয়েছে ভূমি-বনাঞ্চল আর আমদানি করা সেটেলার বাঙালিরা দুর্বৃত্ত আমলা প্রশাসনের যোগসাজশে তা দখল করেছে৷’

তিনি তার গবেষণায় দেখিয়েছেন, গত ৬৪ বছরে সমতলের ১০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই লাখ দুই হাজার ১৬৪ একর জমি কেড়ে নেয়া হয়েছে, যার দাম প্রায় ১০ হাজার কোটি টাকা৷ সঞ্জীব দ্রং বলেন, ‘এই গবেষণা বেশ কয়েক বছর আগের৷ পরিস্থিতি এখন আরও খারাপ হয়েছে৷’ আর মানবাধিকারকর্মী নূর খান বলেন, ‘আদিবাসীদের উচ্ছেদের পিছনে রাজনৈতিক শক্তিও আছে৷ সাতক্ষীরার ঘটনায় আমরা রাজনৈতিক শক্তি পেছনে থাকার প্রমাণ পেয়েছি৷’

(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

ঘরে বাইরে খবর

Latest News

সন্তান কোলে অরিজিৎকে বিয়ে কোয়েলের; রূপরেখা নন, কে ছিলেন গায়কের প্রথম স্ত্রী? কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' ’‌অযোগ্যদের তালিকা আদালতকে দেওয়া হয়েছিল’‌, অভিযোগ খণ্ডন করলেন সিদ্ধার্থ DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা 'সীমান্ত আলাদা, হৃদয় নয়' - ১৯ বছরের পাকিস্তানের তরুণীর বুকে ভারতীয় হৃৎপিণ্ড! দেবগুরুর বৃষে গমনে ৪ রাশির হবে ভাগ্যর উন্নতি, আর্থিক লাভ, বাড়বে সম্মানও পূর্ণিয়া লোকসভা কেন্দ্র ২০২৪: পাপ্পুর বাউন্সার ইন্ডিয়াকে, জানুন কে জিতেছে অতীতে পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের সাঁতার শিখছে রাজ-শুভশ্রীর ছেলে! জলে নেমে ইউভান ভয় পেতেই তার বড় দিদির পরামর্শ… ওয়েনাড়ে যাবতীয় নজর রাহুলে, অতীতের ট্র্যাক রেকর্ডই ভরসা সিপিআই-এর

Latest IPL News

কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার ইডেনে এসেও বল করলেন না স্টার্ক! পরের ম্যাচে নিজের পুরোনো অস্ত্রকে নামাবেন গৌতি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.