জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার একটি গ্রামে ল্যান্ড মাইন বিস্ফোরণে অন্তত ছয় সেনা জওয়ান আহত হয়েছেন।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ নওশেরা সেক্টরের খাম্বা ফোর্টের কাছে টহলরত জওয়ানরা দুর্ঘটনাবশত ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয়েছেন।
আহত সেনাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
আধিকারিকরা জানিয়েছেন, অনুপ্রবেশ বিরোধী ব্যবস্থার অংশ হিসেবে নিয়ন্ত্রণরেখার কাছে ফরোয়ার্ড এলাকায় ল্যান্ডমাইন বসানো হয়। কখনও কখনও, ভারী বৃষ্টিপাত এই ল্যান্ডমাইনগুলিকে স্থানচ্যুত করে, এই জাতীয় দুর্ঘটনা ঘটায়।
আহতরা হলেন হাবিলদার এম গুরুং, হাবিলদার জে থাপা, হাবিলদার জং বাহাদুর রানা, হাবিলদার আর রানা, হাবিলদার পিবি রানা, হাবিলদার ভি গুরুং। এক আর্মি অফিসার জানিয়েছেন, সমস্ত আহত জওয়ানদের দ্রুত ১৫০ গ্যারিসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেরই শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে।
তবে এই বিস্ফোরণের কারণ হিসাবে জানা গিয়েছে যে যাতে অনুপ্রবেশ হতে না পারে সেকারণে ফরওয়ার্ড লাইনে এই ল্যান্ডমাইন পাতা থাকে। তবে প্রচন্ড বৃষ্টিতে তা অনেকসময় সরে যায়। সম্ভবত সেখানেই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।