বাংলা নিউজ > ঘরে বাইরে > নবীন সুনামিতে ধরাসায়ী BJP-কংগ্রেস, ওডিশা পঞ্চায়েত ভোটে একচেটিয়া জয় BJD-র

নবীন সুনামিতে ধরাসায়ী BJP-কংগ্রেস, ওডিশা পঞ্চায়েত ভোটে একচেটিয়া জয় BJD-র

ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (HT_PRINT)

২০১৭ সালে ওডিশার স্থানীয় নির্বাচনে মোটামুটি ভালো ফল করেছিল বিজেপি। তবে এবার দ্বিতীয় স্থানে থাকলেও রাজ্য থেকে প্রায় ধুয়ে মুছে সাফ গেরুয়া শিবির।

পশ্চিমবঙ্গ যখন পুরভোটের উত্তাপে ফুটছে, ঠিক তখনই পড়শি রাজ্য ওডিশাতে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা সম্পন্ন হল। ফলাফল প্রকাশ হতেই দেখা গেল নবীন পট্টনায়েকের ম্যাজিকে কার্যত উড়ে গেল বিজেপি থেকে কংগ্রেস। ২০১৭ সালে ওডিশার স্থানীয় নির্বাচনে মোটামুটি ভালো ফল করেছিল বিজেপি। এরপর ২০১৯ সালে সেরাজ্যে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসাথে হয়। লোকসভায় বিজেপি নবীনের দলকে কড়া টক্কর দিলেও বিধানসভায় অনেকটাই পিছনে থেকে যায় তারা। আর এবার পঞ্চায়েত ভোটে কার্যত ধুয়ে মুছে সাফ হল বিরোধীরা। কংগ্রেস থেকে বিজেপি কোনও দলই বিজেডির ধারের কাছে আসতে পারল না।

শেষ পাওয়া খবর অনুযায়ী, ওডিশার স্থানীয় নির্বাচনে ৭৩৪টি আসনে জয় লাভ করেছে বিজেডি। অপরদিকে বিজেপি মাত্র ৪২টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা কংগ্রেসের ঝুলিতে এবার এসেছে মাত্র ৩৫টি আসন। ওডিশার ২২৯টি জেলা পরিষদ আসনের ভোট গণনা হবে আগামীকাল।

২০১৭ সালে ময়ূরভঞ্জ জেলায় বেশ ভালো ফল করেছিল বিজেপি। সেই জোলার ৫৬টি জেলা পরিষদ আসনের মধ্যে বিজেপি সেবার জিতেছিল ৪৯টি। তবে এবার সেই ময়ূরভঞ্জ এলাকাতেও ভালো ফল করতে ব্যর্থ হয়েছে বিজেপি। এবার বিজেপির হয়ে পঞ্চায়েত ভোটের প্রচারে নেমেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বেশ্বর টুডু। তবে তাঁকে মাত দেন বিজেডির সাংগঠনিক সচিব প্রণব প্রকাশ দাস। ময়ূরভঞ্জ জেলা ছাড়াও ২০১৭ সালের স্থানীয় নির্বাচনে বিজেপি ভালো ফল করেছিল কালাহান্ডি ও মালকানগিরি জেলায়। তবে এবার সেই জেলাগুলিতেও বিজেডির বহু পিছনে বিজেপি।

বন্ধ করুন