জি ২০ শীর্ষ সম্মেলন ঘিরে দিল্লিতে কার্যত তুঙ্গে তৎপরতা। ৯-১০ সেপ্টেম্বর রয়েছে সেই শীর্ষ সম্মেলন। রাজধানীর রাজপথকে রাজকীয় করে সাজাতে বিশেষ বন্দোবস্ত নেওয়া হচ্ছে। তবে এই সাজো সাজো রবের মাঝে দিল্লি পুরসভার কালঘাম ছুটিয়ে দিয়েছে বাঁদরের উপদ্রব! দিল্লির যে সড়ক দিয়ে জি২০ সম্মেলনে আয়োজিত অতিথিরা যাতায়াত করবেন, সেই রাস্তা থেকে বাঁদরের দাপাদাপি কমাতে এবার লঙ্গুরের কাট আউটে ভরসা করছে দিল্লির পুরসভা।
বড় আকারের কাট আউট। কাট আউট জুড়ে রয়েছে লঙ্গুরের ছবি। ঠিক যেন জীবন্ত! সেই লঙ্গুর এমনি তাকিয়ে নেই! সে রীতিমতো দাঁত মুখ খিঁচিয়ে তাকাচ্ছে! এই ছবি দিল্লির বেশ কিছু রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে ইদানিং। প্রশ্ন উঠতেই পারে, যে এই ছবি রাস্তার ধারের রেলিংয়ে কেন লাগানো রয়েছে? তার উত্তর হল, এলাকার বাঁদরদেদের এলাকা ছাড়া করার উদ্যোগে রয়েছে দিল্লি পুরসভা । দিল্লির সেন্ট্রাল রিজ এলাকায় এমন দাঁত খেঁচানো লঙ্গুরের বহু ছবি দেখা যাচ্ছে। এই লঙ্গুরের কাটআআউট তৈরিতে ৪০ জন সুদক্ষ ব্যক্তিত্বকে নিয়োগ করেছে দিল্লি পুরসভা।
( China on New Map: বেশি ভাববেন না, অরুণাচলকে ম্যাপে অন্তর্ভুক্ত করা নিয়ে ভারতকে পরামর্শ চিনের)
উদ্দেশ্য একটাই! জি ২০ শীর্ষ সম্মেলনে ভারতে আগত অতিথিদের যেন এলাকার বাঁদররারা কোনও মতেই বিরক্ত না করে। যে রাস্তা দিয়ে অতিথিরা যাবেন, সেখানের আশপাশে রয়েছে এই কাটআউট। বহু রেস্তোরাঁর কাছে এই ছবি রয়েছে। হোটেল গুলির আশপাশেও বসছে এমন ছবি। নিউ দিল্লি মিউনিসিপাল কাউন্সিলের প্রধান সতীশ উপাধ্যায় বলছেন, দিল্লির বনবিভাগের সঙ্গে কথা বলে, তবেই তাঁরা এই পদক্ষেপ নিয়েছেন। জি ২০ শীর্ষ সম্মেলনের সময় অতিথিদের কনভয়ে যাতে ওই বাঁদররা হামলা করতে না পারে, তার জন্যই লঙ্গুরের ছবি দিয়ে এভাবে পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে পুরসভা।
তবে বহু বিশেষজ্ঞ বলছেন, এভাবে সাময়িক সমাধানের চেয়ে ঢের বেশি দরকার পাকাপাকি এই বিষয়ে তদন্ত করা। কেন এভাবে বারবার বাঁদরেরর দাপাদাপি এলাকাগুলিতে বাড়ছে, তা খতিয়ে দেখার আর্জি তাঁদের। যদিও দিল্লিতে কখনওই এর আগে বাঁদরেরর সংখ্যা গোনা নিয়ে কোনও উদ্যোগ আসেনি আগে, তবে দিল্লিতে বাঁদরেরর সংখ্যার বাড়বাড়ন্ত ও তাদের হামলায় ঘটে যাওয়া বহু গুরুতর ঘটনা নিয়ে দিল্লিবাসী বেশ উদ্বিগ্ন। তবে বিভিন্ন সমালোচনার মধ্যেই বাঁদর ধরার কোনও পরিকল্পনা নেই দিল্লি প্রশাসনের। যে প্রক্রিয়ায় বাঁদর ধরে তা অন্যত্র পাঠানো হয়। প্রশাসন ভরসা রাখছে লঙ্গুরের তাট আউটে।