বাংলা নিউজ > ঘরে বাইরে > Covid-19 lockdown: ভিনরাজ্যে আটকে বহু শ্রমিক, ১৮ মুখ্যমন্ত্রীকে চিঠি মমতার

Covid-19 lockdown: ভিনরাজ্যে আটকে বহু শ্রমিক, ১৮ মুখ্যমন্ত্রীকে চিঠি মমতার

পরিবহণের অভাবে হেঁটেই ১১০ কিমি দূরে নিজেদের গ্রামে ফিরছেন সুরাতের কর্মীরা। ছবি: পিটিআই। (PTI)

বাংলার বহু নির্মাণকর্মীও ভিনরাজ্যে আটকে পড়েছেন। কাজ বন্ধ হয়ে যাওয়ার পরে খোরাকি জোগাড় করতে জমানো টাকা প্রায় ফুরিয়ে এসেছে। বাধ্য হয়েই তাঁরা এখন বাড়ি ফেরার চেষ্টায় ব্যাকুল।

Covid-19 সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউন জারি হওয়ার পরে চূড়ান্ত বিপাকে পড়ছেন বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকরা। বাংলার শ্রমিকদের জন্য সাহায্য চেয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান, ওডিশা, মধ্য প্রদেশের পাশাপাশি, বাংলার বহু নির্মাণকর্মীও ভিনরাজ্যে এই সময়আটকে পড়েছেন। সেখানে কাজ বন্ধ হয়ে যাওয়ার পরে প্রতিদিনের খোরাকি জোগাড় করতে তাঁদের জমানো টাকা প্রায় ফুরিয়ে এসেছে। বাধ্য হয়েই ভিনদেশি অন্যান্য কর্মীদের সঙ্গে তাঁরাও এখন বাড়ি ফেরার চেষ্টায় ব্যাকুল।

লকডাউনের ঘেরাটোপে বন্দি দেশে রাস্তায় চলাফেরা করার নানান বাধায় তাঁদের সেই চেষ্টা বাস্তবায়িত করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। জনতা কার্ফু ঘোষণার আগে যাঁরা ট্রেনে চেপেছিলেন, তাঁদের মাঝপথে কোনও স্টেশনে নামতে বাধ্য করা হয়। কোথাও স্টেশনের বিশ্রামাগার আবার কোথাও আশ্রয়শিবিরে কোনও মতে মাথা গুঁজতে হয়েছে ঘরমুখী শ্রমিকদের। কারও কারও আবার সঙ্গে পরিবারও রয়েছে বলে সমস্যা দ্বিগুন হয়ে দাঁড়িয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে লেখা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে লেখা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি।

আবার নিষেধাজ্ঞা জারি থাকায় সড়কে চলাচল নিষিদ্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন শ্রমিকরা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, এমনই একদলকে পুলিশি নিগ্রহের সামনে পড়তে হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, লাঠি উঁচিয়ে থাকা পুলিশকর্মীদের নির্দেশে পিঠে ব্যাগ ঝুলিয়ে রাস্তায় কান ধরে ওঠবোস করছেন ঘরমুখী বিপন্ন শ্রমিকরা। লজ্জা ও শারীরিক যাতনা মাথায় নিয়ে তবু ঘরে ফিরতে মরিয়া শ্রমিকরা। তাঁদের বিশ্বাস, গ্রামে ফিরলে অন্তত খাবারের ব্যবস্থা হবে।

তবে নিজের রাজ্যে ফিরলেও বহু ভিন মুলুকে কর্মরত শ্রমিককে গ্রামের ভিতরে ঢুকতে দিচ্ছেন না প্রতিবেশীরা। তাঁদের সঙ্গে একঘরে করা হচ্ছে ওই শ্রমিকদের গ্রামের বাড়িতে বসবাসকারী আত্মীয়দেরও।

এমনই ঘটনা ঘটেছে বিহারের জুমাইতে মদন ঝা নামে এক ব্যক্তির সঙ্গে। হায়দরাবাদের কর্মস্থান থেকে বিহারের গ্রামে ফিরলেও তাঁকে বাড়ি যেতে দেননি বাসিন্দারা। স্থানীয় চিকিৎসক তাঁকে পরীক্ষা করে জানিয়েছেন, করোনাভাইরাসের উপস্থিতিতি তাঁর দেহে নেই। তবু বাড়ি ছেড়ে গ্রামের বাইরে নিজের শস্যখেতের মাঝে তাঁবুতেই তাঁকে থাকতে বাধ্য করা হয়েছে।

ভিনদেশি শ্রমিকদের সাহায্য করতে বেশ কিছু রাজ্য সরকারের তরফে যৌথ রান্নাঘর ও আশ্রয় শিবিরের ব্যবস্থা করা হয়েছে। দুর্গতদের খাবার ও ওষুধের ব্যবস্থাও হয়েছে সরকারি তরফে। আপাতত সেখানে মাথা গোঁজার সুযোগ পেয়েছেন ঘরছাড়া শ্রমিকদের কেউ কেউ। বাকিরা এখনও দীর্ঘ পথ হেঁটে গ্রামের বাড়িতে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁদের ভবিষ্যৎ নিয়ে ঘনিয়েছে অনিশ্চয়তার মেঘ।

ঘরে বাইরে খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.