লাস ভেগাসে ট্রাম্প হোটেলের বাইরে ঘটা বিস্ফোরণ 'পূর্বপরিকল্পিত হামলা' বলে মেনে নিল পুলিশ। শুধু তাই নয়, হামলাকারীর নাম, পরিচয়ও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, হামলাকারী একজন মার্কিন সেনাকর্মী। তিনি জার্মানিতে নিযুক্ত ছিলেন। তাঁর নাম ম্যাথু লিভেলসবার্গার, বয়স ৩৭ বছর। তিনি কোলারাডোর বাসিন্দা ছিলেন। এই হামলা প্রসঙ্গে ক্লার্ক কাউন্টির শেরিফ কেভিন ম্যাকমাহিল জানান, অগ্নিদগ্ধ সেই টেসলা সাইবারট্রাকে মৃত ব্যক্তির পায়ের সামনে একটি বন্দুক পাওয়া গিয়েছে। এদিকে মৃত ব্যক্তির মাথায় গুলি করা হয়েছে। ম্যাথু নিজেই নিজের মাথায় গুলি করেছিলেন বিস্ফোরণের আগে। এদিকে সেই সাইাবারট্রাক থেকে আরও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া বেশ কিছু বিস্ফোরক, পাসপোর্ট, মিলিটারি আইডি, ক্রেডিট কার্ড, আইফোন, স্মার্টওয়াচও মেলে গাড়িতে।
উল্লেখ্য, আমেরিকার লাস ভেগাসে ট্রাম্প হোটেলের সামনে একটি টেসলা সাইবারট্রাক বিস্ফোরণ ঘটে নববর্ষে। এই ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করেন টেসলার কর্ণধার তথা ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ পাওয়া ইলন মাস্ক। ধনকুবেরের অভিযোগ, এই বিস্ফোরণ আদতে 'জঙ্গি হামলা'। এরই সঙ্গে নিজের সংস্থার গাড়ির 'প্রশংসা' করেন মাস্ক। উল্লেখ্য, এই বিস্ফোরণের ঘটনাস্থল থেকে ম্যাথুর মৃতদেহ উদ্ধার হয়। তাছাড়া ঘটনায় আরও ৭ জন জখম হয়েছিলেন। এই আবহে মাস্ক দাবি করেছিলেন, এই গাড়িতে করে বিস্ফোরক নিয়ে এসে 'আত্মঘাতী হামলা' চালানোর চেষ্টা করেছিল মৃত চালক।
বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনের ভ্যালে এলাকায় বিস্ফোরণ ঘটে সাইবারট্রাক গাড়িটিতে। এই ঘটনার তদন্তে নামে এফবিআই। তবে প্রাথমিক ভাবে এই নিয়ে খুব একটা কিছু বলতে চাননি এফবিআই স্পেশাল এজেন্ট জেরেমি শোয়ার্টজ। এদিকে ঘটনার পরপরই মাস্ক জানিয়েছিলেন, টেসলার সিনিয়র ম্যানেজমেন্ট এই ঘটনা খতিয়ে দেখছে। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, আমরা এর আগে কখনও এমন কিছু দেখিনি। এরপরে মাস্ক অভিযোগ করেন, এটা একটা সন্ত্রাসবাদী হামলার চেষ্টা ছিল। এবং সেই বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এই আবহে ইলন মাস্ক সাইবারট্রাক বিস্ফোরণ সংক্রান্ত একটি খবরের ক্লিপ শেয়ার করেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ। সেখানে মাস্ক লেখেন, 'এই শয়তানটা আসলে ভুল গাড়িতে করে সন্ত্রাসবাদী হামলার ছক কষেছিল। এই সাইবারট্রাকটা আসলে বিস্ফোরণে মাত্রা কম করতে সাহায্য করেছিল। গাড়িটা নিজে এই বিস্ফোরণ সহ্য করেছিল। এবং বিস্ফোরণটি ওপরের দিকে হয় এর জন্যে। এর ফলে হোটেলের লবির কাচের দরজাও ভাঙেনি।' এদিকে ট্রাম্প যে ভিডিয়ো শেয়ার করেছিলেন, তাতে দেখা যাচ্ছে, টেসলার সেই গাড়িটার কাঠামো প্রায় অক্ষত আছে। এমনকী গাড়িটার টায়ারও অক্ষত আছে। তবে গাড়ির কাজ এবং ওপরের অংশ ভেঙে গিয়েছে। এবং গাড়ির পিছনে ডিকিতে বেশ কিছু সামগ্রী আছে, যা খুব সম্ভবত বিস্ফোরক। এদিকে লাস ভেগাসের এই বিস্ফোরণের ঘনাকে নিউ অরলিন্সের 'জঙ্গি হামলার' সঙ্গে যুক্ত করার চেষ্টা করেন মাস্ক। তিনি এই নিয়ে অপর একটি পোস্টে লেখেন, 'মনে হচ্ছে উভয় ক্ষেত্রেই সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছিল। উভয় ক্ষেত্রেই সাইবারট্রাক এবং এফ-১৫০ 'টুরো' থেকে ভাড়া নেওয়া হয়েছিল। হতে পারে যে এই ঘটনাগুলি একে অপরের সঙ্গে যুক্ত।'