বাংলা নিউজ > ঘরে বাইরে > Last Rites of Mulayam Singh Yadav: ‘নেতাজি অমর রহে’ স্লোগানে মুখর মুলায়মের শেষযাত্রা, শ্রদ্ধাজ্ঞাপন তাবড় নেতাদের

Last Rites of Mulayam Singh Yadav: ‘নেতাজি অমর রহে’ স্লোগানে মুখর মুলায়মের শেষযাত্রা, শ্রদ্ধাজ্ঞাপন তাবড় নেতাদের

মুলায়মের শেষকৃত্য। (PTI)

মুলায়ম সিং যাদবের শেষকৃত্যে মানুষের ঢল।

দেশের তাবড় রাজনীতিবিদদের উপস্থিতিতে উত্তরপ্রদেশে সাফাই গ্রামে অনুষ্ঠিত হল সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের শেষকৃত্য। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন মুলায়মকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর গ্রামে পৌঁছান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, হিমাচলপ্রদেশে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যের দুই উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এবং কেশব প্রসাদ মৌর্যসহ আরও অনেকে। মুলায়মের অনুগামীদের ভিড়ে তিল ধারণের জায়গা নেই সাফাইয়ের রাস্তায়। সেই গ্রামে উড়তে থাকা ১৫৮ ফুট উঁচু সমাজবাদী পার্টির পতাকা এতবছরের মধ্যে এই প্রথমবার নামানো হল। 

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বেশ কয়েকদিন ধরেই অসুস্থ অবস্থায় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন। বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি তাঁর মূ্ত্রনালীতে সংক্রমণ দেখা দিয়েছিল। ধারাবাহিক চেষ্টা সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। এই আবহে গতকাল ৮২ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মুলায়ম।

উল্লেখ্য, গত রবিবার হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। সেখানে জীবনদায়ী ওষুধ দেওয়া হচ্ছিল তাঁকে। শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় শ্বাস নিতে সমস্যায় পড়ছিলেন মুলায়ম। উল্লেখ্য, গত দেড় মাস ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন মুলায়ম সিং যাদব। তিনি খাবারও খেতে পারছিলেন না। এর জেরে নলির মাধ্যমে তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছিল। 

এর আগেও জুন মাসে মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুলায়ম সিং যাদব। জুলাই মাসে মুলায়ম সিংয়ের স্ত্রী মারা যান। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। গত কয়েকদিন ধরে মেদান্ত হাসপাতালের প্রাইভেট ওয়ার্ডে ভর্তি ছিলেন মুলায়ম সিং যাদব। তবে রবিবার তাঁকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আর গতকাল সকালে তিনি প্রয়াত হন। 

 

 

 

 

 

বন্ধ করুন