করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউন আরোপ করায় তীব্র আর্থিক সমস্যায় ভুগছে বিভিন্ন বাণিজ্যিক সংস্থা। তার জেরে বিপুল হারে যেমন কর্মীদের বেতন কাটা যাচ্ছে, তেমনই কর্মী ছাঁটাইয়ের পথে নেমেছে বেশ কিছু সংস্থা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদন সত্ত্বেও পরিস্থিতির বিশেষ রদবদল ঘটেনি, আর তাই চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বেসরকারি সংস্থায় কর্মরতরা। ইতিমধ্যে ছাঁটাইয়ের কোপ পড়েছে একাধিক বেসরকারি সংস্থার কর্মীদের উপরে। যদিও এ পর্যন্ত কিছুটা হলেও এর থেকে নিষ্কৃতি পেয়েছেন ভারতের আইটি সংশ্তার চাকুরেরায
এমনই আর এক ব্যতিক্রম সুব্রত রায়ের সাহারা ইন্ডিয়া সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা সংকটজনিত পরিস্থিতি সত্ত্বেও, সংস্থার কোনও কর্মীকে ছাঁটাই না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া সাহারা ইন্ডিয়ার ৪,০৫,৮৭৪ জন নীচু তলার কর্মীকে সম্প্রতি পদোন্নতি দেওয়া হয়েছে। আবার গত ১০ জুন ৪,৮০৮ জন কর্মীর বর্ধিত বেতন-সহ পদোন্নতি হয়েছে বলেও সাহারার তরফে দাবি করা হয়েছে।