বাংলা নিউজ > ঘরে বাইরে > এবার বিদেশের মাটিতে এই প্রথম প্রতিরক্ষার কুশলতা দেখাবে ভারতের 'এলসিএ তেজস'

এবার বিদেশের মাটিতে এই প্রথম প্রতিরক্ষার কুশলতা দেখাবে ভারতের 'এলসিএ তেজস'

সিঙ্গাপুর এয়ারশোতে অংশ নিয়েছিল তেজস  (PTI Photo) (PTI)

১৫ই ফেব্রুয়ারি থেকে ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরে এয়ার শো হয়েছিল। সেখানেও অংশ নিয়েছিল তেজস এমকে-১। এর আগে মালয়েশিয়া, দুবাই ও বাহারিনের এয়ারশোতেও গিয়েছিল তেজস এমকে-১।

ভারতের লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস এবার বিদেশের মাটিতে প্রথমবার যুদ্ধে কুশলতা, প্রতিরক্ষার কুশলতা দেখাবে। ব্রিটেনে মাল্টি ন্যাশানাল এয়ার এক্সারসাইজ কোবরা ওয়ারিয়র ২২ এ অংশ নেবে ভারত। ভারতীয় বায়ুসেনার তরফে এব্যাপারে বিবৃতি দেওয়া হয়েছে। পারস্পরিক বন্ধুত্ব বৃদ্ধি করা, প্রতিরক্ষার দক্ষতা আরও বৃদ্ধি করার পাশাপাশি সামগ্রিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এলসিএ তেজসও এখানে তার দক্ষতা ও কুশলতা দেখানোর সুযোগ পাবে।

সূত্রের খবর, পাঁচটি তেজস এয়ারক্রাফট এখানে অংশগ্রহণ করবে। এদিকে ১৫ই ফেব্রুয়ারি থেকে ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরে এয়ার শো হয়েছিল। সেখানেও অংশ নিয়েছিল তেজস এমকে-১। এর আগে মালয়েশিয়া, দুবাই ও বাহারিনের এয়ারশোতেও গিয়েছিল তেজস এমকে-১। তবে বিদেশের মাটিতে এর আগে কমব্য়াট এক্সারসাইজে অংশ নেয়নি তেজস।

সমর  বিশেষজ্ঞদের দাবি, এলসিএ বিদেশের বাজারেও ভারত সম্পর্কে পরিচিতি আরও বাড়াবে। দেশীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড তেজসের সর্বশেষ ভ্য়ারিয়্যান্ট এমকে-১ এর মহড়াও খুব শীঘ্র দেবে। গত বছর দেশের প্রতিরক্ষামন্ত্রক HAL কে ৪৮ হাজার কোটি টাকার বরাত দিয়েছিল। ৮৩টি এমকে-১এ তৈরির জন্য এই বরাত দেওয়া হয়েছিল। ২০২৪ সালের মার্চ মাসের মধ্যেই এই এয়ারক্রাফট বায়ু সেনার হাতে তুলে দিতে হবে। 

বন্ধ করুন