বাংলা নিউজ > ঘরে বাইরে > 'রাজনৈতিক স্বার্থপরতায় টিকার বিরুদ্ধে অভিযান', 'অপরিপক্ক' বিরেধীদের তোপ মোদীর

'রাজনৈতিক স্বার্থপরতায় টিকার বিরুদ্ধে অভিযান', 'অপরিপক্ক' বিরেধীদের তোপ মোদীর

রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)

এদিন মোদী বলেন, যাঁরা বিরোধী বেঞ্চে বসে আছেন তাঁদের পরাজয়ে দুঃখ পেয়ে নিজ নিজ এলাকার জন্য কাজ করা উচিত।

নাম না করে রাজ্যসভাতে কংগ্রেস নেতাদেরকে ফের তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার ফর্ম ধরে রেখে মঙ্গলবার রাজ্যসভায় মোদী বক্তৃতা পেশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় বিরোধীদের বিরুদ্ধে ঝড় তোলেন এদিন। লোকসভার মতই সংসদের উচ্চ কক্ষে একের পর এক ইস্যুতে তোপ দাগেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি ইস্যুতে বিরোধী দলগুলির অভিযোগ খণ্ডন করেন।

বিরোধী দলগুলোকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘নির্বাচনে পরাজয়ের কারণে ধাক্কা ও হতাশার প্রভাব জনসাধারণের উপর পড়তে দেওয়া উচিত নয়। শুধু রাজনীতি করার জন্য দেশের মানুষের উপর এই বোঝ চাপানো উচিত নয়।’ তিনি বলেন, যাঁরা বিরোধী বেঞ্চে বসে আছেন তাঁদের পরাজয়ে দুঃখ পেয়ে নিজ নিজ এলাকার জন্য কাজ করা উচিত। মোদীকে আরও বলেন, ‘গত দুই বছরে কিছু রাজনৈতিক দলের কয়েকজন নেতা অপরিপক্কতা দেখিয়েছেন যা জাতিকে হতাশ করেছে। আমরা দেখেছি রাজনৈতিক স্বার্থপরতার কারণে কীভাবে খেলা হয়েছে। ভারতীয় ভ্যাকসিনের বিরুদ্ধে অভিযান চালানো হয়।’

এদিকে বিরোধীদলীয় নেতা তথা কংগ্রেসের মল্লিকার্জুন খড়গে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করলে তার জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘অধীর রঞ্জন চৌধুরী যে ভুল করেছেন তা করবেন না।’ উল্লেখ্য, এর আগে সোমবার লোকসভায় প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতার সময় অধীর চৌধুরীর বারবার তাঁর বক্তৃতাকে বাধা দিতে তীব্র আক্রমণ করেছিলেন।

এদিকে দেশবাসীকে কোভিড যুদ্ধে শৃঙ্খলতার জন্য সাধুবাদ জানিয়ে মোদী বলেন, ‘কোভিড একটি মহামারী। মানবজাতি গত ১০০ বছরে কখনও এমন সংকট দেখেনি। এই সংকট বারবার তার রূপ পরিবর্তন করেছে এবং মানুষের জন্য সমস্যা তৈরি করেছে। সমগ্র দেশ এবং বিশ্ব এর বিরুদ্ধে লড়াই করছে। যখন কোভিড শুরু হয়েছিল, তখন ভারতের কী হবে তা নিয়ে আলোচনা করা হচ্ছিল। ভারতের কারণে বিশ্বের উপর কী প্রভাব পড়বে তা নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু দেশের ১৩০ কোটি মানুষের ইচ্ছাশক্তি ও শৃঙ্খলার কারণে সারা বিশ্বে ভারতের প্রচেষ্টা প্রশংসিত হয়েছে।’

ঘরে বাইরে খবর

Latest News

মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.