ভারতের আইনগত পরিকাঠমোর অনেক পরিবর্তন হওয়া দরকার। আইন ব্যবস্থাকে ভারতীয়করণ করার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির কথা ব্যাখ্যা করার সময় ভারতের প্রধান বিচারপতি এনভি রামান্না একথা জানিয়েছেন। মূলত ভারতীয় সমাজের বাস্তবতার সঙ্গে সম্পর্ক রেখে ও মানুষের সুবিধার জন্য় আইনের প্রয়োগ নিয়ে বক্তব্য রাখার সময় একথা জানিয়েছেন প্রধান বিচারপতি। ওড়িশা স্টেট লিগাল সার্ভিস অথরিটির একটি নতুন বিল্ডিং উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধান বিচারপতি। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘কঠোর বাস্তব হল এটাই যে মানুষকে সুবিধা দেওয়ার জন্য যতক্ষণ না পর্যন্ত আমাদের আইনগত পরিকাঠামোর পরিকাঠামোর পরিবর্তন না হচ্ছে ততক্ষণ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব না। ’
প্রধান বিচারপতি বলেন, ‘আইন ব্যবস্থা, সেখানকার ভাষা, কোর্টের সব কিছু সাধারণ মানুষের কাছে ভিনগ্রহের জিনিস বলে মনে হয়। কোনও একটি অভিযোগ নিষ্পত্তির কী হবে তা নিয়ে একটি সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই আবর্তের মধ্যে বিচারপ্রার্থীরা অনেক সময় এই সিস্টেমের মধ্যে নিজেদের বহিরাগত বলে মনে করেন।’ আইন সম্পর্কে দেশব্যপী সচেতনতা শিবির আগামী সপ্তাহে করা হবে বলেও তিনি জানিয়েছেন।
প্রধান বিচারপতির আক্ষেপ, ‘দেশের প্রথাগত ও কৃষক সমাজ যাঁরা এখনও চিরাচরিত জীবনধারণ করেন তাঁরা আদালতে আসতে আজও কুণ্ঠা বোধ করেন। অনেক সময় তাঁদের অভিযোগ আদালতে আসে, কিন্তু দিনের শেষে কী হবে সেটা আলাদা বিষয়।’