বাংলা নিউজ > ঘরে বাইরে > UP Leopard Attack: একের পর এক গ্রাম দাপিয়ে বেড়াচ্ছে চিতাবাঘ, ঝাঁপিয়ে পড়ছে মানুষের উপর, ফারুখাবাদে আহত অন্তত ১২

UP Leopard Attack: একের পর এক গ্রাম দাপিয়ে বেড়াচ্ছে চিতাবাঘ, ঝাঁপিয়ে পড়ছে মানুষের উপর, ফারুখাবাদে আহত অন্তত ১২

প্রতীকী ছবি (HT_PRINT)

শেষ পাওয়া খবর অনুসারে, এখনও পর্যন্ত ওই চিতাবাঘটিকে পাকড়াও করা সম্ভব হয়নি। ফলত, স্থানীয় বাসিন্দারা ভয়ে রয়েছেন। প্রাণিটিকে ধরতে ফাঁদ পাতা হচ্ছে।

আবারও উত্তরপ্রদেশ। আবারও চিতাবাঘের হামলার অভিযোগ। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, এবার উত্তরপ্রদেশের ফারুখাবাদে চিতাবাঘ বা লেপার্ডের আগমন ঘটেছে। আর নিয়েই ছড়িয়েছে আতঙ্ক।

স্থানীয় সূত্রে যে অভিযোগ সামনে আসছে, তা হল - চিতাবাঘকে শুধু এলাকায় দেখাই যায়নি, বরং তার হামলায় অনেকে ঘায়েলও হয়েছেন। এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, সেই অনুসারে - চিতাবাঘের হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

আহতদের তালিকায় দুই পড়ুয়াও রয়েছে বলে দাবি করা হচ্ছে। সেইসঙ্গে, বন বিভাগের তিনজন কর্মীও এই ঘটনায় জখম হয়েছেন বলে খবর সূত্রের। স্থানীয়দের বক্তব্য, একটি চিতাবাঘই এতগুলি হামলা চালিয়েছে।

স্থানীয় থানার পুলিশের দাবি, সোমবার সকালে ৮টা ৩০ মিনিট নাগাদ প্রথম ওই চিতাবাঘটিকে দেখা যায়। বাসিন্দারা জানান, জাসমেই গ্রামের চাষের জমি ও মাঠে চিতাবাঘটিকে ঘুরে বেড়াতে দেখা যায়। এদিন সকালে প্রথমে গ্রামবাসীই সেখানে চিতাবাঘের উপস্থিতি বুঝতে পারেন। স্বাভাবিকভাবেই এই ঘটনা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরই মধ্যে জানা যায়, চিতাবাঘের হামলার শিকার হয়েছে দুই স্কুল পড়ুয়া। তারা স্কুলে যাচ্ছিল। সেই সময়েই তাদের উপর ওই চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়ে বলে দাবি করা হচ্ছে।

এরপর ওই চিতাবাঘটিই ওই এলাকা ছেড়ে কিছুটা এগিয়ে যায়। তারপর জানা যায়, পার্শ্ববর্তী মাদনা এলাকায় তাকে দেখা গিয়েছে। সেখানে আরও চারজনের উপর হামলা চালায় প্রাণিটি। ওই চারজন এই আক্রমণে গুরুতর জখম হন। ঘটনাটি ঘটে রাজ সিং ফজুরি নামে এক বাসিন্দার বাড়ির খুব কাছে।

আক্রান্তদের চিৎকার শুনে ছুটে আসে আশপাশে থাকা মানুষজন। তারা চিতাবাঘটিকে ঘিরে ধরলেও সেটি পালিয়ে যায়। এরপর প্রাণিটি নূরপুর নামে একটি এলাকায় ঢুকে পড়ে। সেখানকার চাষের জমিতে লেপার্ডটিকে ঘুরে বেড়াতে দেখা যায়।

ইতিমধ্যেই চিতাবাঘ বেরোনোর খবর বন দফতরের কাছে পৌঁছে যায়। তারা নূরপুরে পৌঁছে যায়। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে প্রাণিটিকে ধরার চেষ্টা করেন বনকর্মীরা। আর সেটা করার সময়েই তিন বনকর্মীর উপর চিতাবাঘটি হামলা চালায় বলে অভিযোগ।

আক্রান্তদের চিৎকার শুনের গ্রামবাসী সকলে দল বেঁধে ঘটনাস্থলের দিকে দৌড়ন। তাঁরাই আহত বনকর্মীদের উদ্ধার করে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর সেখান থেকে অন্য একটি এলাকায় পালিয়ে যায় চিতাবাঘটি। সেখানেও গ্রামবাসীর উপর আক্রমণ করে সে।

একের পর এক এমন হামলার খবর পেয়ে স্থানীয় থানার পাশাপাশি পুলিশ প্রশাসনের অন্য আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন। সেখানে পৌঁছে যান স্থানীয় মহকুমাশাসকও। ততক্ষণে চিতাবাঘের আতঙ্কে গ্রামবাসী জমায়েত করতে শুরু করেছে।

শেষ পাওয়া খবর অনুসারে, এখনও পর্যন্ত ওই চিতাবাঘটিকে পাকড়াও করা সম্ভব হয়নি। ফলত, স্থানীয় বাসিন্দারা ভয়ে রয়েছেন। প্রাণিটিকে ধরতে ফাঁদ পাতা হচ্ছে।

পরবর্তী খবর

Latest News

বীরভূম: অজয় নদ পেরিয়ে ঢুকল ২ হাতি, ঘুমপাড়ানি গুলি খেয়ে কী অবস্থা তাদের ভারত-মার্কিন 'স্পেস, ডিফেন্স' কর্মসূচিতে যোগ ৭ ভারতীয় সংস্থার! বরের ক্রিকেট দলের মালিকের অন্ধ ভক্ত প্রিয়া!রিঙ্কুর হবু বউ বললেন ‘আমি শাহরুখের…’ ভারতের প্রাক্তন কোচ পেলেন দ্রোণাচার্য, বাংলার সায়নীকে দেওয়া হল বিশেষ সম্মান আগামিকাল কেমন কাটবে? শনিবারে পাবেন ভাগ্যের সাহায্য? ১৮ জানুয়ারি রাশিফল জেনে নিন রাশিয়ার সেনায় কর্মরত ১২ ভারতীয়ের মৃত্যু, ১৬ জনকে 'নিখোঁজ' বলেছে, দাবি দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় প্রথম বাংলা ছবি হিসেবে আমন্ত্রিত বিনোদিনী! গর্বিত দেব আইসিইউ থেকে নরমাল বেডে দেওয়া হয়েছে!সইফের চিকিৎসক বললেন 'রক্তাক্ত অবস্থাতেও...' AIFF ইয়ুথ লিগে ৫ গোল হজম ইস্টবেঙ্গলের, অন্য় ম্যাচে জয় পেল মোহনবাগান শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা সাংবাদিকদের মুখোমুখি হবেন আগরকর-রোহিত

IPL 2025 News in Bangla

ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.