লেসবিয়ান সম্পর্ককে স্বীকৃতি দিচ্ছে না সরকার। এমনকী অস্বাভাবিক সম্পর্ক মনে করে গ্রেফতারও করা হয়েছে। আর তারই প্রতিবাদে শ্রীলঙ্কার LGBTQ কমিউনিটি( Lesbian, Gay, Bisexual, Transgender, Intersex and Queer) চলতি সপ্তাহেই মিছিল বের করেছিল কলম্বোতে। সূত্রের খবর ভারতীয় ও শ্রীলঙ্কার দুই মহিলার মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সেই সম্পর্ককে মানতে পারছে না সরকার। তারই প্রতিবাদে এবার গর্জে উঠেছে LGBTQ কমিউনিটি।
বছর দুয়েক আগে সোশ্য়াল মিডিয়ায় তাঁদের মধ্যে আলাপ। ২৪ বছর বয়সী তামিলনাড়ুর ওই মহিলাকে ভালো লেগে যায় শ্রীলঙ্কার এক মহিলার। এরপর কথা এগোতে থাকে। সম্পর্ক আরও দৃঢ় হয়। শ্রীলঙ্কার ওই মহিলাকে কাছে পেতে চান তাঁর ভারতীয় বান্ধবী। তিনি ভারতে আসার আমন্ত্রণ জানান। কিন্তু শ্রীলঙ্কার বর্তমান সংকটের জেরে তিনি পাসপোর্ট তৈরি করতে পারেননি।
এরপর সোমবার ভারতীয় মহিলা টুরিস্ট ভিসায় শ্রীলঙ্কায় আসেন। কলম্বো থেকে প্রায় ২২০ কিমি দূরে আক্কারাইপাট্টুতে তিনি যান। এরপর বান্ধবীর বাড়িতে তিনি সারারাত থাকেন। এদিকে শ্রীলঙ্কার ৩৩ বছর বয়সী ওই মহিলার এক সন্তানও রয়েছে। তাঁর বাবা এই সম্পর্ককে মানতে পারেননি। তিনি পুলিশে খবর দেন।
পুলিশ এসে দুজনকেই গ্রেফতার করে। শ্রীলঙ্কার মহিলা পুলিশের কাছে দাবি জানান তিনি বান্ধবীর সঙ্গে ভারতে যেতে চান। না যেতে দিলে দুজনেই সুইসাইড করবেন। এরপর আদালতে তোলা হয় তাঁদের। আদালত তাঁদের দুজনকে মনোবিদ দেখানোর পরামর্শ দেয়।
এদিকে শ্রীলঙ্কার আইনে সমকামিতা অপরাধ। এর জন্য ১০ বছরের জেলও হতে পারে। এদিকে এই আইনের মাধ্যমে সমকামীদের উপর নানা অত্যাচার করা হয় বলেও অভিযোগ উঠেছে।