লিস্টিংয়ের পর থেকে প্রথম আয়ের রিপোর্ট প্রকাশ করেছে এলআইসি। আর সেই সঙ্গেই ডিভিডেন্ড প্রদানের তারিখ ঘোষণা করল বিমা সংস্থা। ১০ টাকার ফেস ভ্যালুর শেয়ার প্রতি ১.৫০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে এলআইসি। এটি অবশ্য আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষ।
এলআইসি এ বিষয়ে তারিখও ঘোষণা করেছে। 'লভ্যাংশ প্রদানের রেকর্ড তারিখ হল আগামী ২৬ অগস্ট, ২০২২,' সোমবার এক এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে এলআইসি। গত মে মাসে পুঁজিবাজারে তালিকাভুক্তির পর থেকে ২৭ সেপ্টেম্বর, ২০২২-এ এলআইসি-র প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, রাষ্ট্রীয় মালিকানাধীন এলআইসি তার যৌথ উদ্যোগ এলআইসি (নেপাল) লিমিটেডের প্রস্তাবিত রাইট ইস্যুতে ৮০.৬৭ কোটি টাকা বিনিয়োগ করবে। সোমবার সংস্থার বোর্ড সভায় প্রস্তাবটি অনুমোদিত হয়।
অপর এক ফাইলিংয়ে, এলআইসি জানিয়েছে যে, কেন্দ্রীয় সরকার পঙ্কজ জৈনের বদলে বোর্ডে পরিচালক হিসাবে আর্থিক পরিষেবা বিভাগের অতিরিক্ত সচিব সুচিন্দ্র মিশ্রকে মনোনীত করেছে।
Q4-এ এলআইসি এক বছর আগের একই ত্রৈমাসিকের তুলনায় একত্রিত নিট মুনাফা ১৭% হ্রাস পেয়েছে। বিমাকারীর মোট আয় ২,১২,২৩০ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের অর্থবর্ষের একই সময়ে তা ১,৯০,০৯৮ কোটি টাকা ছিল।
গত ১৭ মে, ২০২২-এ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির পর থেকে LIC শেয়ারের দাম অনেকটাই কমেছে। LIC-র IPO ইস্যু মূল্য থেকে প্রায় ৩৪% কমে লিস্টিং হয়েছিল।