বাংলা নিউজ > ঘরে বাইরে > LIC IPO Launch: বড় সিদ্ধান্ত LIC-র, শেয়ার বিক্রির হারে সংশোধন, মোটামুটি ঠিক IPO লঞ্চের দিনক্ষণ

LIC IPO Launch: বড় সিদ্ধান্ত LIC-র, শেয়ার বিক্রির হারে সংশোধন, মোটামুটি ঠিক IPO লঞ্চের দিনক্ষণ

এলআইসির আইপিও নিয়ে বড় আপডেট পাওয়া গেল। (HT_PRINT)

LIC IPO Update: ইউক্রেন যুদ্ধের আবহে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হওয়ায় শেয়ার বাজারে এলআইসির আইপিও লঞ্চের দিনক্ষণ পিছিয়ে গিয়েছিল। তবে এবার এলআইসির আইপিও নিয়ে বড় আপডেট পাওয়া গেল।

ভারতীয় জীবন বিমা কর্পোরেশনের বোর্ড শনিবার জানিয়ে দেয়, ৫ শতাংশের বদলে এবার সংস্থার ৩.৫ শতাংশ আইপিওর আকারে বিক্রি করা হবে। মে মাসের প্রথম সপ্তাহে শেয়ার বিক্রি শুরু হবে বলে জানিয়েছে তারা। উল্লেখ্য, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের আইপিওর জন্য বহুদিন ধরেই অপেক্ষা করছেন বিনিয়োগকারীরা। তবে ইউক্রেন যুদ্ধের আবহে আইপিও লঞ্চের তারিখ পিছিয়ে দেওয়া হয়। বর্তমানে এই আইপিওর মাধ্যমে ২১ হাজার কোটি টাকা সংগ্রহ করবে সরকার।

প্রসঙ্গত, প্রাথমিক ভাবে ১১ মার্চ ভারতীয় জীবন বিমা নিগমের ইনিশিয়াল পাবলিক অফারিং লঞ্চ হবলে বলে জানা গিয়েছিল সূত্র মারফত। তবে ইউক্রেন যুদ্ধের আবহে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হওয়ায় আইপিও লঞ্চ পিছিয়ে যায়। শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি-র কাছে নতুন কাগজপত্র দাখিল না করেই আইপিও লঞ্চ করার জন্য সরকারের কাছে ১২ মে পর্যন্ত সময় রয়েছে এলআইসির কাছে। যদি এই সময়সীমার মধ্যে আইপিও লঞ্চ করা না হয়, তবে আবার নতুন করে নথিগুলি জমা দিতে হবে। তবে সূত্রের খবর, আগামী মাসের প্রথম সপ্তাহেই লঞ্চ করা হতে পারে এলআইসি-র আইপিও।

এখনও অবধি, ২০২১ সালে পেটিএম-এর আইপিও থেকে উঠে আসা অর্থ ছিল সর্বোচ্চ। আইপিও থেকে ১৮,৩০০ কোটি টাকা তুলেছিল পেটিএম। তবে সেই রেকর্ড ছাপিয়ে শেয়ার বাজার থেকে আইপিওর মাধ্যমে ২১ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে বলে আশাবাদী এলআইসি কর্তৃপক্ষ। এমনটা হলে এলআইসি-এর আইপিও হবে ভারতীয় স্টক মার্কেটের ইতিহাসে সবচেয়ে বড়। এদিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত হলে এলআইসি-র বাজার মূলধন ছয় লাখ কোটি টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

বন্ধ করুন