বাংলা নিউজ > ঘরে বাইরে > LIC IPO: দুর্বল বাজারের ধাক্কা 'গ্রে মার্কেট প্রিমিয়ামে', শেষদিনে কী ইঙ্গিত?

LIC IPO: দুর্বল বাজারের ধাক্কা 'গ্রে মার্কেট প্রিমিয়ামে', শেষদিনে কী ইঙ্গিত?

আজই শেষ হয়ে যাবে জীবন বিমা নিগমের (এলআইসি) ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (আইপিও) প্রক্রিয়া। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

LIC IPO: শেষ হয়ে যাবে জীবন বিমা নিগমের (এলআইসি) ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (আইপিও) প্রক্রিয়া। তবে ‘গ্রে মার্কেটে’ সময়টা ভালো যাচ্ছে না। আজ মাত্র ৩৬ টাকায় ‘গ্রে মার্কেটে’ (LIC IPO Grey Market Premium Today) এলআইসির শেয়ার পাওয়া যাচ্ছে।

হাতে মাত্র কিছুক্ষণ পড়ে আছে। তারপরই শেষ হয়ে যাবে জীবন বিমা নিগমের (এলআইসি) ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (আইপিও) প্রক্রিয়া। তবে বাজারের দুর্বলতার কারণে ‘গ্রে মার্কেটে’ এলআইসির শেয়ারের দাম জোরদার ধাক্কা খেয়েছে। আজ মাত্র ৩৬ টাকায় ‘গ্রে মার্কেটে’ এলআইসির শেয়ার পাওয়া যাচ্ছে।

এলআইসি আইপিওয়ের 'গ্রে মার্কেট প্রিমিয়াম' (LIC IPO GMP)

বাজারের পর্যবেক্ষকদের বক্তব্য, আজ 'গ্রে মার্কেটে' এলআইসির আইপিওয়ের প্রিমিয়াম ৩৬ টাকা। যা রবিবারের থেকে ২৪ টাকা কম। রবিবার তা ৬০ টাকা ছিল। যা একটা সময় ৯২ টাকার স্তরে পৌঁছে গিয়েছিল। তাঁদের বক্তব্য, দুর্বল শেয়ার বাজারের কারণে 'গ্রে মার্কেটে' এলআইসির আইপিওয়ের প্রিমিয়াম লাগাতার পড়ছে। বিশ্ব বাজারে যে প্রবণতা চলছে, তা ভারতীয় বাজারেও দেখা যাচ্ছে। তার ফলে 'গ্রে মার্কেট' প্রভাবিত হতে বাধ্য। সেটাই হয়েছে।

আরও পড়ুন: LIC IPO: শেয়ারের দাম ৯০২-৯৪৯ টাকা, কিন্তু আপনাকে কয়েক হাজার টাকা দিতে হবে, কেন?

'গ্রে মার্কেট প্রিমিয়াম' থেকে কী বোঝা যায়?

বিশেষজ্ঞদের বক্তব্য, আজ 'গ্রে মার্কেটে' এলআইসির আইপিওয়ের প্রিমিয়াম ৩৬ টাকা হওয়ায় বোঝা যাচ্ছে যে ৯৮৫ টাকার স্তরে (৯৪৯ টাকা + ৩৬ টাকা) এলআইসি আইপিও নথিভুক্ত হতে পারে বলে মনে করছে বাজার। যা এলআইসি আইপিওয়ের নির্ধারিত দামের (ইক্যুইটি শেয়ারপিছু দাম ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকা) থেকে তিন শতাংশের মতো বেশি।

যদিও 'গ্রে মার্কেট প্রিমিয়াম' মোটেও সরকারি পরিসংখ্যান নয়। ফলে এলআইসির আর্থিক বিষয়ের সঙ্গে 'গ্রে মার্কেট প্রিমিয়ামের' কোনও যোগ নেই। সরকারিভাবে তাই 'গ্রে মার্কেট প্রিমিয়াম'-এর পরিবর্তে বিডারদের এলআইসির ব্যালেন্স শিট খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

(বিশেষ দ্রষ্টব্য: বিশেষজ্ঞদের মত ব্যক্তিগত। তা হিন্দুস্তান টাইমস বাংলার মত নয়।)

বন্ধ করুন