আগামী ১৭ মে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা হতে পারে জীবন বিমা নিগমকে (এলআইসি)। অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও বা Initial public offering) প্রক্রিয়া শেষ হওয়ার এক সপ্তাহ পরেই রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা হতে পারে। শুরু হবে ইক্যুইটি শেয়ারের কেনাবেচা।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) কাছে জমা দেওয়া এলআইসির চূড়ান্ত নথি অনুযায়ী, যাঁরা দর হেঁকেছেন, তাঁদের ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার বণ্টনের প্রক্রিয়া ১৬ মে'র মধ্যে সম্পন্ন হবে। তারপরই স্টক এক্সচেঞ্জে এলআইসির ইক্যুইটি শেয়ারের কেনাবেচা শুরু হবে এবং '১৭ মে বা তার আশপাশে' এলআইসিকে তালিকাভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। সেবির ছাড়পত্র পাওয়া রেড হেরিং প্রসপেক্টাসে জানানো হয়েছে, ন্যূনতম ১৫ টি ইক্যুইটি শেয়ারের জন্য দর হাঁকতে হবে। তারপর ১৫-র গুণিতকে দর হাঁকা যাবে।
আরও পড়ুন: LIC IPO: কত টাকায় শেয়ার কিনতে পারবেন? বিশেষ ছাড় পাবেন এই ক্রেতারা!
কবে বাজারে আসছে এলআইসির আইপিও (LIC IPO Dates)?
আগামী মাসের (৪ মে) শুরুতেই বাজারে আসছে এলআইসির আইপিও। সেজন্য প্রতিটি শেয়ারের দাম ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকার স্তরে ধার্য করা হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) কাছে যে চূড়ান্ত নথি জমা দিয়েছে এলআইসি, তাতে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার ২২,১৩,৭৪,৯২০ টি শেয়ার বাজারে ছাড়া হবে। তা থেকে ২১,০০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করছে কেন্দ্র।
(LIC IPO সংক্রান্ত যাবতীয় টাটকা খবর চান তো? তাহলে ক্লিক করুন এখানে)
পলিসিহোল্ডার এবং কর্মচারীদের বিশেষ সুবিধা
পলিসিহোল্ডার এবং কর্মচারীদের জন্য যথাক্রমে ২,২১,৩৭,৪৯২ টি এবং ১৫,৮১,২৪৯ টি শেয়ার সংরক্ষিত রাখা হয়েছে। তাঁদের বিশেষ ছাড়ও দেওয়া হবে। এলআইসির পলিসিহোল্ডাররা শেয়ারপিছু ৬০ টাকা এবং খুচরো বিনিয়োগকারী ও কর্মীরা ৪০ টাকা ছাড় পাবেন।