LIC-র 'সরল পেনশন প্রকল্প'-এর বিষয়ে জানেন? গত ২০২১ সালের ১ জুলাই থেকে চালু হয়েছে এই স্কিম। একক প্রিমিয়াম, তাৎক্ষণিক, বার্ষিক স্কিম- তিনটি অপশনে এটি করা যাবে। অনলাইন এবং অফলাইন দুভাবেই এই স্কিমে দাখিল করা যাবে।
স্কিমের বিশেষত্ব :
এই প্ল্যানে দ্বিতীয় ব্যক্তি হিসাবে স্বামী/ স্ত্রীর নাম রাখা যেতে পারে। এই প্ল্যান কেনার ছয় মাস পর, ঋণের সুবিধাও পাবেন।
LIC-র 'সরল পেনশন প্রকল্প'-এর সুবিধা :
এই স্কিমে মাসিক পেনশনের সুবিধা নিতে হলে প্রতি মাসে কমপক্ষে ১,০০০ টাকা করে জমা করতে হবে। একইভাবে ত্রৈমাসিক পেনশনের জন্য এক মাসে কমপক্ষে ৩,০০০ টাকা করে বিনিয়োগ করতে হবে।
সেক্ষেত্রে কত টাকা পেনশন?
LIC-র সরল পেনশন প্ল্যান পলিসিধারী ১২,০০০ টাকা মাসিক পেনশন পাবেন।
রয়েছে দু'টি অপশন
LIC-র এই স্কিমে দুটি অপশন পাবেন। তার মধ্যে একটি বেছে নিতে হবে। প্রথম অপশনটি হল, আজীবন পেনশন। মৃত্যুর ক্ষেত্রে বিমাকারীর নমিনিকে ১০০% (Nominee) দেওয়া হবে।
দ্বিতীয় অপশনে, আজীবন পেনশন পাবেন। পলিসিধারকের মৃত্যুর পরে স্বামী/স্ত্রী আজীবন পেনশন পাবেন। সর্বশেষ বেঁচে থাকা ব্যক্তির মৃত্যুর পরে পরবর্তী নমিনিকে ১০০% দেওয়া হবে।
অনলাইনে হাতের মুঠোয় পলিসি
এলআইসির নতুন স্কিমটি www.licindia.in ওয়েবসাইট থেকে অনলাইনে কিনতে পারবেন। তাছাড়া অফলাইনে আপনার LIC এজেন্টের সঙ্গেও কথা বলতে পারেন। সর্বাধিক ক্রয় মূল্যের কোনও ঊর্ধ্বসীমা নেই। ৪০ থেকে ৮০ বছর বয়স পর্যন্ত এই পলিসি কিনতে পারবেন।