বাংলা নিউজ > ঘরে বাইরে > রাজস্থানে বাজ পড়ে মৃত্য়ু ১৮জনের, অম্বর দুর্গের কাছে ২পর্যটক সহ ১১ জনের মৃত্যু

রাজস্থানে বাজ পড়ে মৃত্য়ু ১৮জনের, অম্বর দুর্গের কাছে ২পর্যটক সহ ১১ জনের মৃত্যু

বাজ পড়ে মৃত্যু ১৮জনের (প্রতীকী ছবি)

কোটার পুলিশ সুপার শরদ চৌধুরী বলেন, গরদা গ্রামের কাছে বাজ পড়ে চারজন শিশুর মৃত্যু হয়েছে। তিন জন জখম হয়েছে। বৃষ্টির মধ্যে একটি গাছের নীচে শিশুরা আশ্রয় নিয়েছিল।

রবিবার একই দিনে রাজস্থানে বাজ পড়ে মৃত্যু ১৮জনের, অম্বর দুর্গের কাছেই মৃত্যু ১১জনের। গোটা ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে বিভিন্ন মহলে। মৃতদের মধ্যে সাতজন নাবালকও রয়েছে। বৃষ্টির মধ্যেই এই বজ্রপাতের ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় আচমকাই অম্বর দুর্গের কাছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। তখনই বজ্রাঘাতে ১১জনের মৃত্যু হয়। এর মধ্যে ৯জনই স্থানীয় বাসিন্দা। দুজন পর্যটকেরও মৃত্যু হয়েছে। দুর্যোগ মোকাবিলা দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। জখমদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। 

অন্যদিকে পৃথক ঘটনায় কোটাতে বজ্রাঘাতে ৪জন শিশুর মৃত্যু হয়েছে। ঢোলপুর জেলায় তিনজনের মৃত্য়ু হয়েছে। কোটার পুলিশ সুপার শরদ চৌধুরী বলেন, গরদা গ্রামের কাছে বাজ পড়ে চারজন শিশুর মৃত্যু হয়েছে। তিন জন জখম হয়েছে। বৃষ্টির মধ্যে একটি গাছের নীচে শিশুরা আশ্রয় নিয়েছিল। তারা ছাগল চড়ানোর জন্য মাঠে গিয়েছিল। সেই সময় বৃষ্টি নামে। আচমকাই বাজ পড়ে। মৃতদের বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে। এদিকে সুনেল থানা এলাকাতেও বাজ পড়ে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। মুখ্য়মন্ত্রী অশোক গেলহট গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে।

 

বন্ধ করুন