বাংলা নিউজ > ঘরে বাইরে > 'ঠিক যেন সোনিয়ার দরবারি কুত্তা', খাড়গের মন্তব্যের পালটা আক্রমণ BJP বিধায়কের

'ঠিক যেন সোনিয়ার দরবারি কুত্তা', খাড়গের মন্তব্যের পালটা আক্রমণ BJP বিধায়কের

বিজেপি বিধায়ক রামেশ্বর শর্মা। এএনআই

রাজস্থানের আলওয়ারে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন, উনি বাইরে সিংহের মতো কথা বলেন। কিন্তু ভেতরে ভেতরে তিনি ইঁদুর। আমরা দেশের সঙ্গে আছি। কিন্তু সরকার তথ্য় গোপন করছে।

আপনার কুকুরও কি দেশের জন্য় প্রাণ দিয়েছে? কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের এই মন্তব্যের জেরে দেশ জুড়ে বিতর্কের ঝড়। আর এবার এনিয়ে নতুন মাত্রা যোগ করলেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক। ভূপালের হুজুর আসন থেকে নির্বাচিত বিজেপি এমএলএ রামেশ্বর শর্মার কটাক্ষ, কংগ্রেস নেতারা সোনিয়া গান্ধীর দরবারি কুত্তার মতো ঘুরে বেড়ান…সেকারণে সবাইকেই ওই চোখে দেখেন…।

সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, মানুষ নয়, কংগ্রেস কুকুর গুনতে অভ্যস্ত। দেশপ্রেমিকদের প্রতি তাদের কোনও শ্রদ্ধা নেই। কংগ্রেসের এই লোকজন সোনিয়া গান্ধীর দরবারি কুত্তার মতো ঘুরে বেড়ায়। সেকারণে তারা অন্য়দের একই চোখে দেখে।…১০ জনপথের কুত্তা….নজিরবিহীন আক্রমণ খাড়গের।

তবে বিজেপি বিধায়কের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কংগ্রেস বিধায়কের এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে পালটা সমালোচনা শুরু হয়েছে। কিন্তু ঠিক কী বলেছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়়গে?

রাজস্থানের আলওয়ারে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন, উনি বাইরে সিংহের মতো কথা বলেন। কিন্তু ভেতরে ভেতরে তিনি ইঁদুর। আমরা দেশের সঙ্গে আছি। কিন্তু সরকার তথ্য় গোপন করছে। বিজেপিকে আক্রমণ করে তিনি সুর চড়ান, আপানাদের বাড়ির কুকুরটাও কি দেশের জন্য প্রাণ দিয়েছে? তাও আপনারা দেশভক্ত বলে দাবি করেন। আর আমরা কিছু বললেই আমাদের দেশদ্রোহী বলে দেগে দেওয়া হয়।

এনিয়ে সংসদে তাঁকে ক্ষমা চাওয়ার জন্য দাবি তুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তবে খাড়গে সাফ জানিয়ে দিয়েছিলেন, সংসদের বাইরের বক্তব্য নিয়ে সংসদের ক্ষমা চাওয়ার কোনও ব্যাপারই নেই।

 

বন্ধ করুন