'হিন্দুত্ববাদ'-কে ‘অসুখ’ বলে বিতর্কে জড়িয়ে পড়েছেন। তবে তারপরও নিজের অবস্থানে অনড় থাকলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে তথা পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেত্রী ইলতিজা। রবিবার তিনি বলেছেন, ‘আমার টুইট নিয়ে অনেক হইচই হল। আবার ইসলামের ব্যাপারে বলা হল। প্রথমত (এটা মাথায় রাখতে হবে যে) ইসলামের নামে যে অর্থহীন হিংসা চালানো হয়েছে, সেটার জন্য ইসলামফোবিয়া তৈরি হয়েছে। আর আজ হিন্দুধর্মও এমনই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে। যেখানে সংখ্যালঘুদের গণপিটুনি এবং অত্যাচারের জন্য হিন্দুধর্মকে ব্যবহার করা হচ্ছে।’ সেইসঙ্গে ইলতিজা দাবি করেছেন যে তিনি যেটা বলছেন, সেটা বাস্তব। আর বাস্তবকে তুলে ধরা উচিত।
'হিন্দুত্ববাদ'-কে ‘অসুখ’ বলেন ইলতিজা
ইলতিজা বাস্তব বললেও তিনি যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। শনিবার একটি ভিডিয়ো (যেটি ডিলিট করে দেওয়া হয়েছে এখন) রিটুইট করে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে বলেন, ‘ভগবান রামকে মাথানত করতে হবে এবং অসহায়ভাবে দেখতে হবে যে তাঁর নাম উচ্চারণ করতে রাজি না হওয়ায় মুসলিম ছেলেদের চপ্পল দিয়ে মারা হচ্ছে। হিন্দুত্ববাদ একটা অসুখ। যে রোগে লাখ-লাখ ভারতীয় আক্রান্ত হয়ে পড়েছেন। আর ঈশ্বরের নামকে কলঙ্কিত করা হচ্ছে।’
'অবমাননাকর মন্তব্য', দাবি বিজেপির
আর সেই মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। 'অবমাননাকর মন্তব্যের' জন্য ইলতিজাকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন বিজেপি নেতারা। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন বিজেপি সভাপতি রবিন্দর রায়না বলেছেন যে ‘রাজনীতিতে মতভেদ হতে পারে। কিন্তু অন্য কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার ব্যাপারটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।’
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন বিজেপি সভাপতি আরও বলেন, 'একটি জালি ভিডিয়োর প্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন উনি (ইলতিজা)। মুসলিম এবং হিন্দুদের মধ্যে সংঘাত তৈরি করার জন্য যে ষড়যন্ত্র হয়েছে, সেটার অংশ হিসেবেই এই ভিডিয়ো বানানো হয়েছিল। (আর সেই ভিডিয়োর প্রেক্ষিতে) এমন শব্দ ব্যবহার করেন উনি, যে কারণে ওঁনার ক্ষমা চাওয়া উচিত। ওরকম শব্দ কোনওভাবে মেনে নেওয়া যায় না।'
‘হিন্দুত্ববাদ ও হিন্দুধর্মের বড় পার্থক্য’, দাবি ইলতিজার
যদিও জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে দাবি করেছেন, 'হিন্দুত্ববাদ এবং হিন্দুধর্মের আকাশ-পাতাল পার্থক্য আছে। হিন্দুত্ববাদের বিষয়টা হল ঘৃণার অনুভূতি। যেটা চল্লিশের দশকে ছড়াতেন (বিনায়ক) সাভারকর। হিন্দুদের আধিপত্য প্রতিষ্ঠা করতে (সেই কাজটা করা হত)। আর মতাদর্শ ছিল যে ভারত হিন্দুদের জন্য।'