দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়ালের গায়ে এদিন এসে পড়ে জলীয় কিছু দ্রব্য। এরপরই ঘটনা ঘিরে রাজধানীর বুকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জাতীয় রাজনীতিতেও তা আলোচিত হয়। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম অশোক ঝা। এদিকে, ঘটনায় আপের তরফে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে।
আপের অভিযোগ:-
আম আদমি পার্টির তরফে সত্যেন্দ্র জৈন গোটা ঘটনার নেপথ্যে বিজেপির দিকে আঙুন তোলেন। সত্যেন্দ্র জৈন বলেন,' এই ঘটনা খুবই দুঃখজনক এবং এটা বিজেপি করেছে। বিজেপি যখনই হারে, তখনই এই সব করে।' একইসঙ্গে তিনি বলেন,'চতুর্থবারের মতো হারতে যাচ্ছে তারা। সবাই জানে যে এটা ছুঁড়েছে সে বিজেপি কর্মী। তিনি ইতিমধ্যেই ছবিগুলিতে উপস্থিত হয়েছেন... আপনারা (বিজেপি) যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তবে আপনারা নির্বাচনের মতো লড়াই করা উচিত…।' ঘটনার পরই দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ অভিযোগ তুলেছেন, দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ অভিযোগ করেছেন যে কেজরিওয়ালকে আক্রমণ করার জন্য আটক ব্যক্তি ‘তার উপর স্পিরিট ছুঁড়ে তাঁকে জ্বালিয়ে দিতে চাওয়া হয়।’ সৌরভ ভরদ্বাজ বলেন,' একজন ব্যক্তি তার (কেজরিওয়াল) উপর স্পিরিট ছুড়ে দেয়। আমরা এর গন্ধ পাচ্ছিলাম। এবং তাঁকে (কেজরিওয়াল) জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল।'
( ট্রাম্পের দেশে চন্দননগরের জয়ন্ত হচ্ছেন NIHর পরবর্তী ডিরেক্টর, কেমন মানুষ তিনি? বলছেন পরিজনরা)
কে অশোক ঝা?
দিল্লিতে আপের জাতীয় আহ্বায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গায়ে জলীয় দ্রব্য ছোড়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে খানপুর ডিপোর বাস মার্শাল অশোক ঝাকে। মনে করা হচ্ছে, তিনি এই এলাকারই বাসিন্দা। পুলিশ বলছে, ঘটনার পর পরই ওই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। তারা অশোক ঝাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলে। এক পুলিশ অফিসার বলেন,' উল্লিখিত প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে এবং ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি খানপুর ডিপোতে বাস মার্শাল হিসেবে কর্মরত। এই ঘটনার নেপথ্যের কারণ খুঁজে বের করতে ওই ব্যক্তির আরও পরীক্ষা চলছে।'