সোশ্যাল মিডিয়ার দৌলতে কাঁচা বাদাম গান এখন গোটা বিশ্বে ভাইরাল। সেলিব্রিটি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা, সকলেই নাচছেন এই গানে। ভুবন বাদ্যকরের এই গানে নেচে রিল বানাচ্ছেন নেটিজেনরা। এবার সেই তালিকায় যোগ হল আরও একটি ভিডিয়ো। তাতে একটি ছোট মেয়েকে কাঁচা বাদাম গানে নাচতে দেখা গিয়েছে। তাও আবার রীতিমতো স্কুল ইউনিফর্ম পরে।
কাঁচা বাদাম গানের সঙ্গে সঙ্গে তার একটি বিশেষ নাচের কোরিওগ্রাফও ভাইরাল হয়েছে। সেই চেনা নাচের ছন্দেই নেচেছে ছোট্ট মেয়েটি।
আইএএস অফিসার অবনীশ শরণ গত ১৩ মার্চ টুইটারে সেই ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োটি এখনও পর্যন্ত ১.২২ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। ভিডিয়োতে, স্কুল ইউনিফর্ম পরা ছোট্ট মেয়েটিকে কাঁচা বাদাম গানে নাচতে দেখা যাচ্ছে। হার্ট ইমোজি সহ তিনি ভিডিয়োটির ক্যাপশন দিয়েছেন 'কিউটেস্ট কাঁচা বাদাম।'
দেখুন সেই ভিডিয়ো :
কাঁচা বাদাম গানে ছোট্ট মেয়েটির নাচ সত্যিই দেখার মতো। এটি গুজরাটের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বলে জানা গিয়েছে।