আফগানদের দেশ ছাড়ার অনুমতি দিয়েছে তালিবান, বিবৃতি আমেরিকা-সহ একাধিক দেশের
Updated: 30 Aug 2021, 02:13 AM ISTমার্কিন প্রশাসনের দাবি, আমাগী কয়েক ঘণ্টার মধ্যে ফের হামলার শিকার হতে পারে কাবুল বিমানবন্দর।
মার্কিন প্রশাসনের দাবি, আমাগী কয়েক ঘণ্টার মধ্যে ফের হামলার শিকার হতে পারে কাবুল বিমানবন্দর।
যে কোনও বিদেশি নাগরিক এবং অনুমতি থাকা আফগানদের আফগানিস্তান ছাড়ার বিষয়ে রাজি হয়েছে তালিবান। একটি যৌথ বিবৃতি জারি করে এমনই জানাল ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, জাপান-সহ একাধিক দেশ। ওই বিবৃতিতে জানানো হয়েছে, যে আফগানরা যে দেশে যেতে চাইবেন, সেই ছাড়পত্র থাকতে হবে।
গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে মৃত মার্কিন ফৌজিদের শেষ শ্রদ্ধা জানাচ্ছেন মার্কিন প্রেসিডন্ট জো বাইডেন।