আজকে বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে অভিষেক ঘটল এলআইসি-র শেয়ারের। ভারতের সবচেয়ে বড় বিমা সংস্থার শেয়ার নিয়ে মানুষের আগ্রহ ছিল প্রথম থেকেই। তবে এআইসি-র আইপিও ইস্যুর পর থেকে গ্রে মার্কেটে শেয়ারের দাম পড়েছে কিছুটা হলেও। এই আবহে এলআইসি-র শেয়ারের নথিভুক্তের দিনে বিনিয়োগকারীদের নজর দামের গ্রাফের দিকে। তবে শেয়ারের অভিষেকেই বম্বে স্টক এক্সচেঞ্জে এলাইসির দাম পড়ল প্রায় ৮১ টাকা।
17 May 2022, 04:02:18 PM IST
ঊর্ধ্বমুখী শেয়ার বাজার
এদিকে এদিন সেনসেক্স ১৩৪৪ পয়েন্ট বেড়েছে, নিফটি ৪১৭ পয়েন্ট বেড়েছে। ক্লোজিং বেলে সেনসেক্স ছিল ৫৪৩১৮.৪৭ এবং এদিন নিফটি ছিল ১৬২৫৯.৩০
17 May 2022, 03:58:13 PM IST
প্রায় আট শতাংশ ছাড়ে নথিভুক্ত হল শেয়ার
LIC মঙ্গলবার NSE-তে শেয়ার প্রতি ৮.১১ শতাংশ ছাড়ে ৮৭২ টাকায় তালিকাভুক্ত করেছে। BSE-তে LIC-র প্রতি শেয়ার ৮৬৭.২ টাকায় তালিকাভুক্ত হয়েছে, যা ৯৪৯ টাকা প্রতি শেয়ারের ইস্যু মূল্যের তুলনায় ৮.৬২ শতাংশ কম।