বাংলা নিউজ > ঘরে বাইরে > গ্রুপ ডি-র ওয়েটিং লিস্টেও কারচুপির আশঙ্কা করছে খোদ কমিশনই
প্রতীকী ছবি (HT_PRINT)

গ্রুপ ডি-র ওয়েটিং লিস্টেও কারচুপির আশঙ্কা করছে খোদ কমিশনই

দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় গুরুত্বপূর্ণ খবরের আবেডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

বদল হচ্ছে মহারাষ্ট্র, সিকিম, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, অসম, অন্ধ্র প্রদেশ, ছত্তীসগঢ়, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, বিহারের রাজ্যপাল। এদিকে কানাডার আকাশে ‘উড়ন্ত বস্তু’ গুলি করে নামাল মার্কিন যুদ্ধবিমান। ডিএ আন্দোলন জারি রয়েছে সরকারি কর্মীদের। দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় গুরুত্বপূর্ণ খবরের আবেডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

12 Feb 2023, 03:55:06 PM IST

ভাটপাড়ায় যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার

রবিবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডে এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। নিহত যুবকের নাম অরবিন্দ প্রসাদ (৩০)। তিনি ৬৪ পল্লি এলাকার বাসিন্দা। অরবিন্দ কাপড়ের ব্যবসায়ী।

12 Feb 2023, 03:51:39 PM IST

পরিবর্তনের ডাক জেপি নড্ডার

পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে বিজেপির জনসভায় যোগ দিয়ে রাজ্যে ফের পরিবর্তনের ডাক দিলেন দলের সভাপতি জে পি নড্ডা। এদিন তিনি অভিযোগে করেন, সাধারণ মানুষের সমস্যার সমাধানে একের পর এক প্রকল্প ঘোষণা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই প্রকল্প নিজের নামে চালাচ্ছে তৃণমূল।

12 Feb 2023, 12:16:20 PM IST

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হলেন শাহবুদ্দিন চুপ্পু

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হলেন শাহবুদ্দিন চুপ্পু। বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হলেন তিনি। প্রাক্তন মুক্তিযোদ্ধা তথা বর্ষীয়ান রাজনীতিক শাহবুদ্দিন আপাতত বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লিগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তিনি মুক্তিযুদ্ধে লড়াই করেছিলেন।

12 Feb 2023, 12:01:42 PM IST

‘গোটা ভারতের নিরিখে বিরল…’, টেট নিয়ে যা বললেন গৌতম পাল

প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল সংবাদমাধ্যমকে বলেন, ‘পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা নিয়ে সর্বোচ্চস্তরীয় যে ব্যবস্থা আমরা নিতে পেরেছি, সেটা গোটা ভারতের নিরিখে বিরল।’

12 Feb 2023, 11:49:28 AM IST

গ্রুপ ডি-র ওয়েটিং লিস্টেও কারচুপির আশঙ্কা

গ্রুপ ডি-তে আদালতের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ১৯১১ জনের। সেই জায়গায় নিয়োগের জন্য শনিবার সম্ভাব্য ওয়েটিং লিস্টে থাকা নামের তালিকা প্রকাশ করল এসএসসি। এরাই আপাতভাবে চাকরি পাবেন। সূত্রের খবর, ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ওএমআর শিটেও কারচুপির আশঙ্কা করছে খোদ কমিশনই।

12 Feb 2023, 11:44:18 AM IST

মহর্ষি দয়ানন্দ সরস্বতীর ২০০তম জন্মবার্ষিকীতে যোগ মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহর্ষি দয়ানন্দ সরস্বতীর ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেন।

12 Feb 2023, 10:29:57 AM IST

তুরস্ক-সিরিয়ায় এখনও পর্যন্ত ২৪ হাজার জন নিহত হয়েছেন

শেষ তথ্য অনুযায়ী ২৪ হাজার জন নিহত হয়েছেন এই ভূমিকম্পে। একইসঙ্গে আহতের সংখ্যা ছাড়িয়েছে ৮০ হাজার। মৃত্যুর এই ডামাডোলের মধ্যেই জাতিসংঘের ত্রাণসংক্রান্ত বিভাগের অধিকর্তা মার্টিন গ্রিফিথ ঘরছাড়া মানুষগুলির কথা ভাবার আর্জি রাখলেন। তাঁর আশঙ্কা মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে। 

12 Feb 2023, 10:29:57 AM IST

‘গত ১০০ বছরের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প’

‘গত ১০০ বছরের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প’। তুরস্ক আর সিরিয়ার ভূমিকম্পকে এমনটাই অ্যাখ্যা দিল রাষ্ট্রসংঘ। এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। উদ্ধারকাজ যত এগোচ্ছে ততই বাড়ছে মৃত্যুর হার। এছাড়া গুরুতর আহত ও আশঙ্কাজনক পরিস্থিতিতে রয়েছে হাজারও মানুষ।

12 Feb 2023, 10:29:57 AM IST

বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে মুখ্যমন্ত্রীর নিয়োগের বিলে ‘না’ রাজ্যপালের

রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে মুখ্যমন্ত্রীকে নিয়োগের যে বিল কয়েক মাস ধরে রাজভবনে ঝুলে আছে রাজ্যপাল তাতে সই করবেন না বলে জানা গিয়েছে।

12 Feb 2023, 10:29:57 AM IST

এসপ্ল্যানেড র‌্যাম্পের বদলে এজেসি বোস র‌্যাম্প ব্যবহার করতে হবে

আজ বেলা ১২টা পর্যন্ত এসপ্ল্যানেড র‌্যাম্পের বদলে এজেসি বোস র‌্যাম্প, খিদিরপুর রোডের বদলে সেন্ট জর্জেস রোড অথবা স্ট্র্যান্ড রোড, কিংসওয়ের এবং অকল্যান্ড রোডের বদলে কিরণশঙ্কর রায় রোড, কুইনসওয়ের বদলে ক্যাথিড্রাল রোড অথবা জওহরলাল নেহরু রোড এবং কাসুয়ারিনা অ্যাভিনিউয়ের বদলে আউট্রাম রোড-জওহরলাল নেহরু রোড ব্যবহার করতে হবে।

12 Feb 2023, 10:29:57 AM IST

রবিবার বেলা ১২টা পর্যন্ত রেড রোড বন্ধ

রবিবার বেলা ১২টা পর্যন্ত রেড রোডের উত্তর এবং দক্ষিণমুখী রাস্তা বন্ধ থাকবে। তার বদলে মেয়ো রোড-ডাফরিন রোড-আউট্রাম রোড-জওহরলাল নেহরু রোড বা স্ট্র্যান্ড রোড ব্যবহার করা যাবে।

12 Feb 2023, 10:29:58 AM IST

নতুন লেফটেন্যান্ট গভর্নর পেল লাদাখ

অরুণাচল প্রদেশের রাজ্যপাল শ্রী রাধাকৃষ্ণণ মাথুরকেও বদলি করে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিয়োগ করা হয়েছে।

12 Feb 2023, 10:29:58 AM IST

১২ রাজ্যের রাজ্যপাল বদল

মোট ১২ রাজ্যের রাজ্যপাল বদলে নির্দেশিকায় স্বাক্ষর করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বদল হচ্ছে মহারাষ্ট্র, সিকিম, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, অসম, অন্ধ্রপ্রদেশ, ছত্তীসগঢ়, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, বিহারের রাজ্যপাল।

12 Feb 2023, 10:29:58 AM IST

নতুন রাজ্যপাল পেল মহারাষ্ট্র

ইস্তফা দিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশীয়ারি। রবিবার তাঁর ইস্তফা পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর বদলে মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসাবে বেছে নেওয়া হল রমেশ বইসকে।

12 Feb 2023, 10:29:58 AM IST

কানাডার আকাশে 'উড়ন্ত বস্তু' ধ্বংস করল মার্কিন F-22

ফের একবার আকাশ থেকে গুলি করে অজ্ঞাত বস্তু নামাল আমেরিকা। এবার ঘটনাটি কানাডার আকাশে ঘটেছে। এই নিয়ে মুখ খুলেছেন কানাডার প্রধান জাস্টিন ট্রুডো। উল্লেখ্য, এর একদিন আগেই আলাস্কাতে একটি অজ্ঞাত বস্তু গুলি করে নামিয়েছিল আমেরিকা। এরপর এই নিয়ে দ্বিতীয় দিন একই ধরনের ঘটনা ঘটল। এই ঘটনার সঙ্গে চিনের কোনও সম্পর্ক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে জানানো হয়েছে, কানাডা এবং আমেরিকা এফ-২২ যুদ্ধবিমান উড়িয়ে অজ্ঞাত বস্তুটিকে গুলি করিয়ে নামায়। কানাডার প্রধানমন্ত্রী নিজে এই অজ্ঞাত বস্তু গুলি করার নির্দেশ দিয়েছিলেন।

12 Feb 2023, 10:29:58 AM IST

অ্যাপ ক্যাব সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসবেন পরিবহণ মন্ত্রী

আগামী সপ্তাহে অ্যাপ ক্যাব সংস্থা এবং সংগঠনগুলিকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উল্লেখ্য, অ্যাপ ক্যাব সংস্থার দৌরাত্ম্যের উপর রাশ টানতে রাজ্যে 'অগ্রিগেটর আইন' চালু করা হবে বলে গত বছর মার্চ মাসে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য পরিবহণ দফতর। তবে তা বিলম্বিত হয়েছে বারবার। এই আবহে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

12 Feb 2023, 10:29:59 AM IST

'মেঘালয়ে বিজেপির পুতুল তৃণমূল'

মেঘালয়ে তৃণমূল কংগ্রেসকে বিজেপির পুতুল বলে আখ্যা দিল কংগ্রেস। শনিবার কংগ্রেসের ইস্তেহার প্রকাশ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। সেই সময় তিনি জানান, নির্বাচনের ৬০ জন প্রার্থীর মধ্যে ৪৭ জনের বয়স ৪৫ বছরের নীচে।

ঘরে বাইরে খবর

Latest News

ভারতে ১ জনও মাওবাদী থাকবে না! ২৯ নকশাল খতম হতেই হুংকার শাহের, কংগ্রেস কী বলল? হেরে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া KKR-এর, প্লে-অফের পথে এক পা সঞ্জুদের এই বৈশাখেই সাত পাক ঘুরছেন আদৃত-কৌশাম্বি! উচ্ছেবাবু-দিদিয়ার বিয়ের শুভদিনটা কবে? নিজেরাই ছুঁল নিজেদের রেকর্ড! IPL-র সর্বোচ্চ রান তাড়া করে জয় RR-র, লজ্জায় KKR প্রথম প্লেয়ার হিসেবে IPL-এ ইতিহাস নারিনের! বিরল তালিকায় নাম জুড়ল রোহিতদের সঙ্গে দু-বছর আগে গোপনে বিয়ে সেরেছিলেন, বাবা হলেন টলি নায়ক, ছেলে হল না মেয়ে? 'তল্লাশির পরিকাঠামো রাখতে হবে',বির্তক এড়াতে হেলিপ্যাডগুলির জন্য নির্দেশিকা জারি ‘প্রমাণ না থাকলে গ্রেফতার নয়’ আপ নেতার আগাম জামিন খারিজ করেও ED-কে সতর্ক SC-র রাম নবমীর প্রাক্কালে উৎসবমুখর অযোধ্যা, দেখুন রাম মন্দিরের অদেখা সব ছবি 'কালো হয়ে যাব তো’, কাঠফাটা রোদে প্রচার,মেকআপে ভরসা রচনার! চুমুক ডাবের জল,লস্যিতে

Latest IPL News

৪৯ বলে সেঞ্চুরি নারিনের! ইডেনে ৮৪ তম ম্যাচে প্রথম শতরান কোনও KKR ব্যাটারের ভিডিয়ো- সল্টকে অনবদ্য কট অ্যান্ড বোল্ড আবেশের,তারপরেই সঞ্জুর ওপর নিলেন প্রতিশোধ! অর্ধেক প্লেয়ার ইংরেজিই বোঝে না- RCB-র ব্যর্থতার গুরুতর দিকটি তুলে ধরলেন সেহওয়াগ ভারতীয় দল CSK-র মতো ড্যাডস আর্মি নয়, বুড়ো কার্তিককে T20 বিশ্বকাপে চান না ইরফান এক ঢিলে দুই পাখি, ইনস্টায় নির্মম রসিকতা কামিন্সের, নিশানায় ল্যাবুশান ও RCB-র মাঠ T20 WC-এর দলে থকাবেন হার্দিক? ২ ঘণ্টা বৈঠক রোহিত, দ্রাবিড়, আগরকরের- রিপোর্ট ‘ভাই তুই আর আমাদের জামা পরিস না’,কাকে মিনতি করলেন বিরাটের বন্ধু এবি ডিভিলিয়ার্স! এয়ারপোর্টে ছেলের মুখ দেখালেন অনুষ্কা, রইল শর্ত! ভামিকা-অকায়কে নিয়ে দেশে ফিরলেন SRH-এর ২৮৭ নিয়ে হইচই, T20-তে এক ইনিংসে ৩০০-র বেশি রান তোলার নজির আছে জানেন কি? ‘সব দোষ একা হার্দিকের নয়’,ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.