অবশেষে আন্দোলন প্রত্যাহার করলেন ভারতীয় তারকা কুস্তিগীররা। গতকাল গভীর রাতে সাংবাদিক সম্মেলন করে ক্রীড়ামন্ত্রী সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন যে তদন্ত শেষ হওয়া পর্যন্ত রেসলিং ফেডারেশনের প্রধান নিজের পদ থেকে সরে দাঁড়াবেন। এদিকে গতকাল তেল্টা এবং ডালখোলা স্টেশনের মধ্যবর্তী জায়গায় সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। এই নিয়ে এবার মুখ খুলল বিহারের কাটিহার ডিভিশনের আরপিএফ। এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় খবরের লাইভ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
মেট্রোপলিটনে বিমানসেবিকার মৃত্যু
মেট্রোপলিটনে প্রাক্তন এক বিমানসেবিকার রহস্যমৃত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। ৫ তলা ফ্ল্যাটের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার। প্রাক্তন বিমানসেবিকা দেবপ্রিয়া বিশ্বাসের মৃত্যু আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা নিয়ে রয়েছে জল্পনা।
গোয়ায় সেন্টজিভিয়ার্স কলেজে ভাঙচুর ABVPর
কলেজে ছাত্র সংসদ গঠনের দাবিতে গোয়ায় সেন্টজিভিয়ার্স কলেজে ঢুকে ভাঙচুর শুরু করেন ছাত্রসংসদ কর্মীরা। প্রায় তিন ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ চলে। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বিতণ্ডায় যুক্ত হন এবিভিপির সমর্থকরা।
বিজেপির চার্জশিট তুলে ধরল কংগ্রেস
শেষের দিকে এগোচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। আর তার আগে এদিন বিজেপির বিরুদ্ধে তাদের তরফে পেশ করল ‘চার্জশিট’। উল্লেখ্য, ২০২৩ সালে একাধিক রাজ্যে হাইভোল্টেজ বিধানসবা ভোটকে নজরে রেখে এবার কংগ্রেস ‘হাত সে হাত জোড়ো’ যাত্রার পথে এগিয়ে যেতে চলেছে, বলেও জানায় তারা।
গ্রেফতার আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি
ভাঙড়ের অগ্নিগর্ভ পরিস্থিতির প্রভাব গিয়ে পড়েছে ধর্মতলায়। কার্যত রণক্ষেত্র ধর্মতলা। ধর্মতলায় আইএসএফের অবরোধ চলাকালীন সেখানে থেকে দলীয় বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে গ্রেফতার করা হয়।
পুলিশ-আইএসএফ খণ্ডযুদ্ধ
ভাঙরে সংঘর্ষের আঁচ গিয়ে পড়ল ধর্মতলায়। শনিবার ধর্মতলায় আরাবুল ইসলামের গ্রেফতারির দাবিতে আইএসএফ পথ অবরোধ শুরু করে। নেতৃত্বে ছিলেন নওশাদ সিদ্দিকি। পুলিশ নওশাদকে প্রিজন ভ্যানে তুলে নেয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন আইএসএফ কর্মীরা। শুরু হয় পুলিশ-আইএসএফ। চলে লাঠি চার্জ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল।
বিবিসির বিতর্কিত তথ্য চিত্র ইস্যু , পদক্ষেপ কেন্দ্রের
বিবিসির বিতর্কিত তথ্যচিত্র নিয়ে ইউটিউব ও টুইটারকে বড় নির্দেশ কেন্দ্রের। ইউটিউব থেকে ওই ভিডিয়ো ব্লক করা ও এই তথ্যচিত্র সম্পর্কিত টুইট ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এমনই দাবি সূত্রের।
ভাটপাড়ায় উদ্ধার হল ১৫০টি বোমা
উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় ফের উদ্ধার হল বোমা। এদিন প্রায় ১৫০টি বোমা উদ্ধার হয়েছে বলে বম্ব স্কোয়াড সূত্রে জানা গিয়েছে। বোমা নিয়ে যেতে ম্যাটাডর ডেকে পাঠায় পুলিশ। কে বা কারা বোমা রাখল তার তদন্ত শুরু হয়েছে।
কুন্তল নিয়ে বিস্ফোরক তাপস
মানিক ভট্টাচার্য নন, নিয়োগ দুর্নীতিতে শনিবার ইডির হাতে গ্রেফতার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের যোগাযোগ রয়েছে আরও ওপরে। এদিন কুন্তলের গ্রেফতারির পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন তাপস মণ্ডল।
ঝালদা পৌরসভার চেয়ারপার্সন পদে পূর্ণিমা কান্দু
আদলতের নির্দেশে এবার ঝালদা পৌরসভার পৌরপ্রধানের চেয়ারপার্সন পদে বসলেন কংগ্রেস কাউন্সিলর তথা প্রয়াত কংগ্রেস নেতা তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। আজ ঝালদা পৌরসভায় সোয়া এগারোটা নাগাদ চেয়ারম্যানের আসনে বসেন তিনি।
জম্মুতে জোড়া বিস্ফোফরণ, জখম ৬
জম্মুর নারওয়াল এলাকায় দুটি বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন নিরাপত্তারক্ষী বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফের বিহার থেকেই পাথর ছোড়া হল হাওড়া-NJP বন্দে ভারতে
গতকাল তেল্টা এবং ডালখোলা স্টেশনের মধ্যবর্তী জায়গায় সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। এই নিয়ে এবার মুখ খুলল বিহারের কাটিহার ডিভিশনের আরপিএফ। জানানো হয়েছে, কাটিহারের বলরামপুরে এই পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। সি-৬ কোচের ডানদিকের জানলার কাচ ভেঙে গিয়েছে এই পাথড় হামলার জেরে।
বিমানবন্দর সংলগ্ন এলাকাক তল্লাশি অভিযান CISF-এর
বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে খবর পেয়ে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আধিকারিকরা গতকাল বিমানবন্দর সংলগ্ন নারায়ণপুর, কৈখালি, গোপালপুর, শরৎপল্লী, বাঁকড়া, মাইকেল নগরে তল্লাশি অভিযান চালান।
রাজ্য বিজেপির কর্মসমিতির আজ শেষ দিন
গতকাল থেকে রাজ্য বিজেপির কর্মসমিতির দু’দিনের বৈঠক শুরু হয়েছে। দুর্গাপুরে হচ্ছে এই বৈঠকটি। আজ এই বৈঠকের শেষ দিন।
LAC-তে নিযুক্ত চিনা সেনাদের সঙ্গে কথা বললেন জিনপিং
পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্তে অবস্থানরত চিনা সৈন্যদের সাথে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে সম্প্রতি কথা বলেন চিনা রাষ্ট্রপতি শি জিনপিং। সেই ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমেই প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নিযুক্ত সৈন্যদের যুদ্ধ প্রস্তুতি পরিদর্শন করেন তিনি।
গ্রেফতার কুন্তল
শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। গতকালই তাঁর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছিলেন ইডি কর্তারা।
পাকিস্তানের মঙ্গল কামনায় রাজনাথ
পাকিস্তানের অর্থনীতি নিয়ে মন্তব্য করে রাজনাথ সিং বললেন, 'পাকিস্তান অধিকৃত কাশ্মীর হোক কি পাকিস্তান, সব জায়গায় জনগণ যেন সুখী থাকেন।'
গুগলের কর্মী ছাঁটাই
গুগল থেকে ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে 'মালিক সংস্থা' অ্যালফাবেট। এই আবহে অ্যালফাবেট প্রধান সুন্দর পিচাই সকল কর্মীকে নিজের বাড়ি থেকে কাজ করতে বলেন 'এই কঠিন সময়ে'। জানা গিয়েছে, সংস্থার মোট কর্মী সংখ্যার প্রায় ৬ শতাংশকে ছাঁটাই করার পথে হাঁটছে গুগল। যা নিয়ে সুন্দর পিচাই বলেন, 'আমি অত্যন্ত দুঃখিত'।
সরতে হবে রেসলিং ফেডারেশনের প্রধানকে
অবশেষে আন্দোলন প্রত্যাহার করলেন ভারতীয় তারকা কুস্তিগীররা। গতকাল গভীর রাতে সাংবাদিক সম্মেলন করে ক্রীড়ামন্ত্রী সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন যে তদন্ত শেষ হওয়া পর্যন্ত রেসলিং ফেডারেশনের প্রধান নিজের পদ থেকে সরে দাঁড়াবেন। এদিকে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, আগামী চার সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে।