বাংলা নিউজ > ঘরে বাইরে > LIVE News: ‘কংগ্রেস-বাম শুধু গরিবদের বিশ্বাস ভাঙতে জানে’, ত্রিপুরায় বললেন মোদী
ত্রিপুরায় মোদী (PTI)

LIVE News: ‘কংগ্রেস-বাম শুধু গরিবদের বিশ্বাস ভাঙতে জানে’, ত্রিপুরায় বললেন মোদী

দেশ, রাজ্য, আন্তর্জাতিক যাবতীয় খবরের গুরুত্বপূর্ণ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

কলকাতায় পরপর টাকার পাহাড় উদ্ধার, কয়লা পাচার মামলায় প্রভাবশালী মন্ত্রীর নাম জড়ানোর মতো ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। তুরস্ক ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এদিকে জাতীয় রাজনীতিতে ঝড় তুলেছে আদানি-হিন্ডেনবার্গ ইস্যু। দেশ, রাজ্য, আন্তর্জাতিক যাবতীয় খবরের গুরুত্বপূর্ণ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

11 Feb 2023, 03:54:59 PM IST

কোয়েস্ট মলের পিছনের আবাসনে অগ্নিকাণ্ড

পার্ক সার্কাসের বহুতলে আগুন। কড়েয়া থানা এলাকায় সামসুল হুদা রোডের ওই বহুতলের দ্বিতলে আগুন লাগে বলে জানা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে যায় দমদলের তিনটি ইঞ্জিন। এদিকে চারতলা বিল্ডিংয়ে আগুন লেগেছে তাঁর ঠিক সামনেই কোয়েস্ট মল।

11 Feb 2023, 03:52:18 PM IST

এবারের টেট উত্তীর্ণরা চাকরি পাবেন কবে? 

প্রায় দেড় লক্ষ জন পাশ করেছেন এবারের টেট পরীক্ষা। তবে তাঁদের চাকরি কবে হবে? এই আবহে পর্ষদ সভাপতি গৌতম পালের বক্তব্য, ‘বর্তমানে একটা নিয়োগ পদ্ধতি চলছে। ২০১২, ২০১৪, ২০১৭ সালে টেট পাশ করেছেন যাঁরা, তাঁদের নিয়োগ চলছে। ইতিমধ্যেই ১০টা জেলার নিয়োগ শেষ। দ্রুত এই প্রক্রিয়া শেষ হবে। এরপর এ বছরের জন্য স্কুল শিক্ষা দফতরের কাছে ভ্যাকেন্সি চাইব। পেয়ে গেলেই নতুনদের নিয়োগের বিজ্ঞাপণও দিতে পারব।’

11 Feb 2023, 02:45:43 PM IST

মনজিৎ সিং গ্রেওয়ালের সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূর যৌথ সম্পত্তি রয়েছে : রিপোর্ট

দক্ষিণ কলকাতায় নগদ প্রায় ১.৪ কোটি টাকা উদ্ধারে অভিযুক্ত মনজিৎ সিং গ্রেওয়ালের সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ তথা কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়ের যৌথ সম্পত্তি রয়েছে বলে দাবি করা হল গণশক্তি সংবাদপত্রে।

11 Feb 2023, 02:42:26 PM IST

‘আপনাদের ভোটেই ত্রিপুরায় ফিরবে ডবল ইঞ্জিন’

ত্রিপুরার ভোটারদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, ‘আপনাদের এক একটি ভোটের দৌলতেই বামপন্থীদের কুশাসন থেকে মুক্ত হয়েছিল ত্রিপুরা। এখন আবার আপনাদেরই এক একটি ভোটে রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের প্রত্যাবর্তন ঘটবে। বামেদের সরকার গঠন করতে দেবে না।’ মোদী এদিন আরও দাবি করেন, ত্রিপুরার জন্য খুব ভালো সঙ্কল্পপত্র প্রকাশ করেছে বিজেপি। এর জন্য তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ও অন্যান্য বিধায়কদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

11 Feb 2023, 02:38:57 PM IST

ত্রিপুরায় বাম-কংগ্রেসকে তোপ মোদীর

ত্রিপুরাবাসীর উদ্দেশে নরেন্দ্র মোদী বলেন, ‘বামপন্থী এবং কংগ্রেসের কুশাসনে ত্রিপুরাবাসীরা অনেক কষ্ট পেয়েছে। কংগ্রেস ও বামেরা শুধুমাত্র গরিবদের বিশ্বাস ভাঙতে জানে। তারা গরিবের চিন্তা কোনওদিন মুক্ত করতে পারেনি।’ 

11 Feb 2023, 01:31:05 PM IST

রাজ্যপালের সঙ্গে দীর্ঘ বৈঠক সুকান্তর

রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সকালে রাজভবনে যান সুকান্ত। সেখান থেকে বেরিয়ে মুখোমুখি হন সংবাদমাধ্যমের। জানান, দুর্নীতিমুক্ত, হিংসামুক্ত রাজনীতির পক্ষে রাজ্যপাল। সুকান্ত বলেন, ‘এক এক জনের কাজের ধরন এক এক রকম।’

11 Feb 2023, 10:56:15 AM IST

ডিএ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ দিলীপের

আজ সকালে দিলীপ ঘোষ ডিএ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানিয়ে বলেন, ‘এখানে ডিএ দেন না। ত্রিপুরায় গিয়ে ঘোষনা করছেন, বছরে দু বার ডিএ দেবেন। কেন এগুলো বলেন?’

11 Feb 2023, 10:12:55 AM IST

একাধিক জেলায় রেল অবরোধ, ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের

‘সারনা ধর্ম কোড’ চালু করার দাবিতে রাজ্যজুড়ে আদিবাসীদের রেল অবরোধ। শনিবার সকাল থেকে জায়গায় জায়গায় ‘রেল রোকো’ চলছে। পূর্ব বর্ধমানে জৌগ্রাম, মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার কাঁটাডিতে সকাল থেকেই রেল অবরোধ চলছে। এর জেরে সমস্যায় রেল যাত্রীরা। 

11 Feb 2023, 10:10:35 AM IST

ফিটনেসের প্রতি মানুষের সঠিক দৃষ্টিভঙ্গি থাকা গুরুত্বপূর্ণ: মোদী

নরেন্দ্র মোদী বললেন, ‘ফিট ইন্ডিয়া আন্দোলন এবং খেলো ইন্ডিয়া আন্দোলনকে প্রসারিত করা হচ্ছে। ফিটনেসের প্রতি মানুষের সঠিক দৃষ্টিভঙ্গি থাকা গুরুত্বপূর্ণ। ফিজিওথেরাপির সাথে যোগব্যায়ামও উপকারী।’

11 Feb 2023, 09:44:04 AM IST

এয়ারবাস এবং বোয়িংয়ের থেকে ৫০০ বিমান কিনছে এয়ার ইন্ডিয়া

এয়ারবাস এবং বোয়িংয়ের থেকে ৫০০টি বিমান কেনার জন্য ‘ইতিহাসিক’ চুক্তি এয়ার ইন্ডিয়ার। 

11 Feb 2023, 09:43:27 AM IST

মুখোমুখি পুতিন-ডোভাল

রুশ প্রেসিডেন্টের সঙ্গে একান্ত সাক্ষাতে বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন ভারতীর দাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। 

11 Feb 2023, 09:38:13 AM IST

এবার আমেরিকার আলাস্কার আকাশে ‘UFO’

শুক্রবারই আলাস্কায় ৪০ হাজার ফুট উচ্চতায় সন্দেহজনক বস্তু উড়তে দেখা যায়। সঙ্গে সঙ্গেই ওই সন্দেহজনক বস্তুকে মিসাইল ছুড়ে নামানো হয়। হোয়াইট হাউসের তরফে বিবৃতি জারি করে এই ঘটনার কথা জানানো হয়েছে।

11 Feb 2023, 09:36:03 AM IST

ফের বন্দে ভারতে ঢিল

শুক্রবার সন্ধ্যায় ঢিল ছোড়া হল সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসে। ট্রেনটি যখন তেলাঙ্গানার মেহবুবাবাদ দিয়ে যাচ্ছিল, তখন ট্রেনের জানলা লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করেন দুষ্কৃতীরা। 

11 Feb 2023, 09:34:45 AM IST

ডিএ-র দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন সরকারি কর্মচারীরা

বকেয়া ডিএ মেটানোর দাবিতে শুর হওয়া আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছেন বিক্ষোভকারী সরকারি কর্মচারীরা। ধর্মচলায় শহিদ মিনারের পাদদেশে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অবস্থান করছেন সরকারি কর্মচারীরা। বিক্ষোভের ১৫তম দিনে গিয়ে সরকারের ওপর চাপ বাড়াতে চরম পদক্ষেপের পথে হাঁটলেন তিন সরকারি কর্মচারী। গতকাল তাঁরা আমরণ অনশন শুরু করেছেন। বিস্তারিত পড়ুন

11 Feb 2023, 09:33:49 AM IST

মাধ্যমিক পরীক্ষায় সমস্যা হবে ১৯১১ জনের চাকরি যাওয়ায়?

মাধ্যমিক পরীক্ষার আয়োজন পর্বে বড় ভূমিকা থাকে স্কুলের গ্রুপ ডি কর্মীদের। এই পরিস্থিতিতে হাই কোর্টের নির্দেশে কতটা অসুবিধার মুখোমুখি হতে চলেছে স্কুলগুলো? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এই নিয়ে প্রশ্ন করা হলেও কোনও স্পষ্ট জবাব মিলল না। শিক্ষামন্ত্রী বললেন, 'মাধ্যমিক পরীক্ষা যারা নেবে সেই মাধ্যমিক বোর্ডের কাছে এর কোনও না কোনও বিকল্প ব্যবস্থা থাকবে।' বিস্তারিত পড়ুন

11 Feb 2023, 09:32:50 AM IST

আজ থেকে বন্ধ শহরের বহু রাস্তা

কলকাতা পুলিশের উদ্যোগে রবিবার শহরে একটি হাফ ম্যারাথন অনুষ্ঠিত হতে চলেছে। এর জেরে আজ থেকেই কলকাতার বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশ। মূলত মধ্য ও দক্ষিণ কলকাতার রাস্তায় এর প্রভাব পড়বে। বিস্তারিত পড়ুন

11 Feb 2023, 09:31:56 AM IST

তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে

ভূমিকম্পের ১০০ ঘণ্টার বেশি অতিক্রান্ত হয়ে গেলেও এখনও উদ্ধারকাজ জারি রয়েছে তুরস্ক ও সিরিয়ায়। তুরস্ক ও সিরিয়া মিলিয়ে কমপক্ষে ২৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৪৫ হাজার ছুঁইছুঁই।

11 Feb 2023, 09:30:58 AM IST

১২ কোটির সম্পত্তি বিক্রি মাত্র ৩ কোটিতে, জড়িত মন্ত্রী, অভিযোগ ED-র

১২ কোটি টাকার অতিথি নিবাস মাত্র তিন কোটি টাকায় হস্তান্তরের ঘটনায় রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী জড়িত বলে জানতে পেরেছে ইডি। ইডির দাবি, কয়লা পাচারের মামলায় তিন মাস আগে সিবিআই রাজ্যের সেই মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল।

11 Feb 2023, 09:30:59 AM IST

ফাঁকা হওয়া ১৯১১ পদে নিয়োগ শীঘ্রই

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অবিলম্বে চাকরি গিয়েছে ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি। বিচারপতির আরও নির্দেশ, অবিলম্বে ওই ১৯১১ টি শূন্যপদে নিয়োগ করতে হবে। যাঁরা অপেক্ষমান তালিকায় রয়েছে, তাঁদের মধ্যে থেকেই হবে নিয়োগ। এই নির্দেশ পাওয়ার পরই তড়িঘড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। শুক্রবারই সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে কমিশন।

11 Feb 2023, 09:30:59 AM IST

চৈতালি তেওয়ারির বিরুদ্ধে তদন্ত বন্ধ কেন? প্রশ্ন আদালতের

বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির স্ত্রী আসানসোল পুরসভার কাউন্সিলর চৈতালি তেওয়ারির বিরুদ্ধে তদন্ত কেন থেমে গেল, তা নিয়ে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে আদালত। অবিলম্বে এই মামলা শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, কোনও কারণ ছাড়াই এই মামলা বন্ধ করেছে পুলিশ। এই ঘটনা আদালতকে অবাক করেছে।

11 Feb 2023, 09:30:59 AM IST

নিউটাউনে আগুন

এদিন ভোর ৩টে নাগাদ নিউটাউন এলাকার শাপুরজির সুখবৃষ্টি আবাসনের সামনে প্রথম আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এই আগুন ছড়িয়ে পড়ার অবস্থা দেখে সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। কিন্তু দমকল পৌঁছনোর আগেই পরপর ১৫টি দোকানে আগুন লেগে যায়। আর দমকল বাহিনী এসে দ্রুতগতিতে পরিস্থিতি আয়ত্তে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বলেই সবাই চর্চা শুরু করেছে। কারণ ওই দোকানগুলি থেকে সিলিন্ডার ফাটার শব্দ আসে এবং উড়ে যায় দোকানের ছাউনি।

11 Feb 2023, 09:30:59 AM IST

দুয়ারে পুলিশ

একাধিক পঞ্চায়েত এলাকায় ঘুরে বেড়ালেন পোলবা থানার ওসি অরূপ কুমার মণ্ডল। তাঁর সঙ্গে ছিলেন আরও পুলিশকর্মীরা। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা জানার চেষ্টা করছেন। পুলিশের পক্ষে যতটা সমাধান করা যায় সেটা করা হচ্ছে। এভাবে পুলিশের বাড়ির দুয়ারে এসে মানুষের খোঁজখবর নেওয়ার ঘটনা আগে দেখেননি কেউ। এই ঘটনায় গ্রামবাসীরা খুশি। কারণ থানায় যেতে হল না অথচ সমস্ত বিষয়টা জানিয়ে দেওয়া যাচ্ছে।

11 Feb 2023, 09:30:59 AM IST

নির্মলার অভিযোগের জবাবে বিবৃতি নবান্নর

বিগত দিনে রাজ্য সরকার ক্রমাগত অভিযোগ করে এসেছে যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন খাতে প্রকল্পের টাকা আটকে রেখে সমস্যা ফেলেছে বাংলাকে। তবে এর জবাবে বাজেট বক্তৃতায় পালটা রাজ্যকু দুষে গুরুতর অভিযোগ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মনরেগা ও আবাস যোজনার মতো প্রকল্পে রাজ্যের বিরুদ্ধে পাল্টা টাকা না দেওয়ার অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই আবহে এবার নির্মলার অভিযোগের পালটা জবাব দিয়ে বিবৃতি প্রকাশ করল নবান্ন। বিস্তারিত পড়ুন

ঘরে বাইরে খবর

Latest News

মমতার উস্কানিতেই একাধিক রামনবমী মিছিলে 'হামলা', গুরুতর অভিযোগ শুভেন্দুর 'গসিপ খুঁজছিল...' সুশান্তের মৃত্যুতে কিচ্ছু যায় আসেনি আমজনতার, দাবি দিবাকরের ইয়ালিনিকে ছেড়ে নতুন খেলার সঙ্গী ইউভানের! রাজ-পুত্র গাইল ‘তেরে বাতো মে অ্যায়সা…’ জারি হল স্কুলের গরমের ছুটির বিজ্ঞপ্তি, সঙ্গে অতিরিক্ত ক্লাসের নির্দেশিকা গরমের মধ্যে মনখারাপ করবেন না, এখনই পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, মনটা জুড়িয়ে যাক 2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি উইকেটের পিছনে দাঁড়িয়েই ব্যাটারদের সাজঘরে ফেরালেন, ছুঁয়ে ফেললেন কার্তিকের রেকর্ড আবিরকে সরিয়ে এবার সারেগামাপার সঞ্চালনার দায়িত্বে অনির্বাণ? মূল্যবৃদ্ধির হ্যাটট্রিক, আজ কলকাতার সোনার দোকানগুলিতে হিমালয়ের উচ্চায় গয়নার রেট এ বাবা! খাওয়ার টেবিলে গোটা বলিউড, লুকিয়ে নাক খুঁটছেন রবিনা, ধরা পড়লেন ক্যামরায়

Latest IPL News

2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের ‘চক দে ইন্ডিয়া’র মুহূর্ত ফেরালেন শাহরুখ, মুষড়ে পড়া KKR-কে করলেন অনুপ্রাণিত বিদ্যুৎ গতির স্টাম্প, শূন্যে উড়ে দুর্ধর্ষ ক্যাচ, GT-কে ১০০ টপকাতে দিলেন না পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.