মকর সংক্রান্তির পুণ্য লগ্নে ভোররাত থেকে গঙ্গাসাগর বেলাভূমিতে ভিড় করেছে লক্ষ লক্ষ মানুষ। রবিবার সকাল থেকে গঙ্গাসাগরে চলছে ডুব। এই আবহে ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নজরদারি। দেশবাসীকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারইমধ্যে রবিবার নেপালে ভেঙে পড়েছে বিমান। দিনের যাবতীয় খবরের আপডেট জানতে দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলা।
৯ দিন আগে নিখোঁজ, অবশেষে উদ্ধার মণীন্দ্রচন্দ্র কলেজের ছাত্রের
গত ৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল মণীন্দ্রচন্দ্র কলেজের প্রথম বর্ষের ছাত্র শেখ সৈয়দ। অবশেষে আজ উলুবেড়িয়া থেকে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার।
সোমবারও লেটে ছাড়বে আপ পূর্বা এক্সপ্রেস
সোমবারও লেটে ছাড়বে আপ পূর্বা এক্সপ্রেস। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সোমবার সকাল আটটার পরিবর্তে সন্ধ্যা ছ'টায় হাওড়া থেকে ছাড়বে ১২৩০৩ আপ হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস।
‘নেপালের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকাহত’, সমবেদনা মোদীর
নেপালের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বলেন, 'নেপালের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকাহত। যে দুর্ঘটনায় ভারতীয়-সহ অনেকে মারা গিয়েছিল। শোকের সময় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।'
সিলিন্ডার ফাটল ১ বাড়িতে, আগুন ছড়াল আরও দুটিতে, বিধ্বংসী অগ্নিকাণ্ড দিনহাটায়
কোচবিহারের দিনহাটার বাজারের কাছে আগুন। পরপর তিনটি বাড়িতে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসেছে দমকলের তিনটি ইঞ্জিন। একটি বাড়িতে সিলিন্ডার ফেটে আগুল লাগে। তারপর বাকি দুটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের
মধ্যপ্রদেশ: যান্ত্রিক ত্রুটির জন্য মানওয়ারে জরুরি অবতরণ করল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হেলিকপ্টার। মানওয়ার থেকে ধারে যাচ্ছিলেন তিনি। আপাতত সড়কপথে গন্তব্যে যাচ্ছেন তিনি।
আজ বন্ধ হল উদ্ধারকাজ, নেপালে বিমানে দুর্ঘটনায় ৬৮ জনের দেহ
নেপাল সেনা: আজ নেপালের বিমান দুর্ঘটনার উদ্ধারকাজ স্থগিত রাখা হয়েছে। ইতিমধ্যে ৬৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। বিমানে ৬৮ জন যাত্রী-সহ মোট ৭২ জন ছিলেন।
নড্ডার বঙ্গ সফরে কাটছাঁট
আগামী ১৯ জানুয়ারি রাজ্যে আসার কথা নড্ডার। সেদিন রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি মোট দু’টি সভার করার কথা ছিল তাঁর। তবে কুয়াশার কারণে একটি সভা বাতিল হল তাঁর। জানা গিয়েছে, হুগলির আরামবাগের সভাটি করবেন না তিনি। আগামী সপ্তাহে শুধুমাত্র কৃষ্ণনগরে একটি সভা করেই দিল্লিতে ফিরবেন নড্ডা।
আরও একটি বন্দে ভারতের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আরও একটি বন্দে ভারতের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্ধ্রের বিশাখাপত্তনম থেকে তেলাঙ্গানার সেকেন্দ্রাবাদ পর্যন্ত চলবে এই ট্রেনটি।
নেপালে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪০, আছে ৫ ভারতীয়
নেপালের বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় মৃতদের মধ্যে অন্তত পাঁচজন ভারতীয়ও আছেন।
মহিলা আইনজীবীর রহস্য মৃত্যু গড়ফায়
গড়ফায় এক মহিলা আইনজীবীর বাড়ি থেকে উদ্ধার হল তাঁর মৃতদেহ। জানা গিয়েছে, মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। যা নিয়ে তৈরি হয়েছে রহস্য। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। মৃতা আলিপুর জাজেস কোর্টে প্র্যাকটিস করতেন।
বুদগামে গুলির লড়াই সেনা-জঙ্গির
বুদগাম জেলার রেডবুগে সেনা-জঙ্গি গুলির লড়াই চালু হয়েছে। ঘটনাস্থল পুরোপুরি ঘিরে ধরেছে নিরাপত্তা বাহিনী।
প্রয়াত সাংসদ সন্তোককে শেষ শ্রদ্ধা জানালেন রাহুল
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীসহ দলের বহু নেতা আজ মৃত সাংসদ সন্তোক সিং চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে যান। গতকাল লুধিয়ানায় তিনি পদযাত্রায় হাঁটতে হাঁটতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন।
নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল বিমান
নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে একটি ৭২-সিটের যাত্রীবাহী বিমান ভেঙে পড়েছে। উদ্ধারকাজ চলছে। বিমানবন্দর আপাতত বন্ধ রয়েছে। হতাহতের সংখ্যা নিয়ে এখনও কিছু স্পষ্ট ভাবে জানানো হয়নি কর্তৃপক্ষের তরফে। তবে জানা গিয়েছে, বিমানকর্মী এবং যাত্রী সহ বিমানে মোট ৬৮ জন ছিলেন।
'নতুন কৌশল অবলম্বন করেছে প্রক্সি জঙ্গি সংগঠনগুলি'
সেনা দিবসে পাকিস্তানকে তোপ বাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডের। সেনা দিবসে বাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডে বলেন, ‘নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার কারণে দেশে হিংসাত্মক ঘটনা কমেছে অনেকটাই। তবে এখন অনেক প্রক্সি সন্ত্রাসী সংগঠন হত্যালীলা চালিয়ে যাওয়ার জন্য একটি নতুন কৌশল অবলম্বন করেছে। সীমান্ত পারে সন্ত্রাসী পরিকাঠামো এখনও অটুট রয়েছে।’
কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যায় আজ
সকালে কুয়াশার জেরে সঙ্কট তৈরি হয় কলকাতা বিমানবন্দরে। প্রতিকূল আবহাওয়া এবং দৃশ্যমানতা কম থাকায় সমস্যা হয় বিমান চলাচলে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যাওয়ায় বিমান অবতরণ এবং টেকঅফে সমস্যা হয়। বিমান চলাচল স্বাভাবিক রাখতে অত্যাধুনিক ক্যাট ৩ আলোর ব্যবহার করা হয়।
উচ্চ মাধ্যমিকে বহু কেন্দ্রে লাগানো হতে পারে মেটাল ডিটেক্টর
উচ্চ মাধ্যমিকে স্পর্শকাতর কেন্দ্রগুলিকে নিয়ে আগাম সতর্কতা অবলম্বনের পথে হাঁটতে চাইছে সংসদ। টুকলি বা প্রশ্ন ফাঁস রুখতে নেওয়া হতে পারে একাধিক পদক্ষেপ। এই আবহে বহু কেন্দ্রে মেটাল ডিটেক্টর লাগানো হতে পারে বলে জানা গিয়েছে।
কুয়াশার জন্য দেরিতে চলছে বহু ট্রেন
সকাল থেকে ঘন কুয়াশার জেরে দেরিতে চলছে বহু ট্রেন। ডাউন জোধপুর এক্সপ্রেস, ডাউন অমৃতসর মেল, ডাউন দুন এক্সপ্রেস, ডাউন বিভূতি এক্সপ্রেস, ডাউন কালকা মেল, ডাউন পুণে-আজাদ হিন্দ এক্সপ্রেস, পুরী এক্সপ্রেস, হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস দেরিতে চলছে।
উত্তরবঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দল
আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে শনিবার সন্ধ্যায় শিলিগুড়িতে এসে পৌঁছেছেন দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। গতকাল সন্ধ্যায় শিলিগুড়ি মহাকুমা পরিষদে জরুরি বৈঠক সাড়ে কেন্দ্রীয় দল। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্লকের বিডিও সহ পঞ্চায়েত দফতরের আধিকারিকরা। রবিবার থেকেই বেশ কিছু ব্লকে যাওয়ার কথা রয়েছে তাঁদের।
সিউড়িতে বিজেপি কর্মীদের হামলা ঘটনায় ধৃত দুই তৃণমূল কর্মী
বীরভূমের সিউড়িতে বিজেপির অঞ্চল সম্মেলনে হামলা ও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত বিকাশ মণ্ডল ও তন্ময় লোহার গোবিন্দপুর গ্রামেরই বাসিন্দা।
গঙ্গাসাগরে কড়া নজরদারি
প্রথমবার গঙ্গাসাগরে তৈরি হয়েছে মেগা কন্ট্রোলরুম। সঙ্গে নজরদারির জন্য রয়েছে স্পিডবোট, থাকছে ড্রোন, নজরদারি চলছে ওয়াচ টাওয়ারেও। কড়া নজরদারি চালাচ্ছে অ্যান্টি-ক্রাইম প্যাট্রোলিং টিম। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে এখনও পর্যন্ত গঙ্গাসাগরে ভিড় হয়েছে প্রায় ৪০ লক্ষের বেশি মানুষের। ভিড়ি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে ৬টি ওয়াচ টাওয়ার থেকে সাতটি ভাষায় চলছে মাইকিং।
বিপাকে পড়েছে গঙ্গাসাগরগামী পুণ্যার্থীরা
বঙ্গোপসাগরে উচ্চচাপের জেরে কুয়াশার দাপট চলছে গোটা দক্ষিণবঙ্গে। কাকদ্বীর লট নম্বর ৮ থেকে কুচুবেড়িয়া এবং নামখানা থেকে চেমাগুড়ি পর্যন্ত ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যার জেরে বিপাকে পড়েছে গঙ্গাসাগরগামী পুণ্যার্থীরা।
'বেনিয়মের উল্লেখ নেই কেন্দ্রের রিপোর্টে'
কেন্দ্রীয় দলের সফরের পর রাজ্যকে রিপোর্ট পাঠিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। প্রশাসনের খবর, ওই রিপোর্টের নিরিখে মন্ত্রক সুপারিশ করেছে, কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পে সাংসদদের যুক্ত করতে হবে এবং রিপোর্টে উল্লিখিত খামতির ব্যাপারে যথাযথ পদক্ষেপ করতে হবে। যদিও বেনিয়মের কোনও উল্লেখ রিপোর্টে নেই বলে দাবি।
দত্তপুকুর চড়কাণ্ডে অভিযুক্ত শিবম উধাও
গতকাল দত্তপুকুরে বিজেপি কর্মী সাগর বিশ্বাসকে চড় মারার অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মী শিবম রায়ের বিরুদ্ধে। শিবমের এই কাণ্ডে ক্ষমাপ্রার্থী তাঁর পরিবারের সদস্যেরা। এদিকে চড়কাণ্ডে অভিযুক্ত শিবম ঘটনার পর থেকেই উধাও।
নির্দেশিকা জারি জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ
জোশীমঠের পরিস্থিতি আগামী দিনে কোন দিকে যাবে তা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে পারবেন না কোনও বিশেষজ্ঞ, জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। বিভ্রান্তিকর খবর যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্যই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
সিএএ কার্যকর করা হবে ২০২৪ নির্বাচনের আগে: শান্তনু ঠাকুর
আগামী লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে জারি হবে নাগরিকত্ব সংশোধনী আইন। এমনই দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর। শনিবার পানাগড় মিলিটারি ক্যাম্পে প্রাক্তন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের সংবর্ধিত করা হয়। সেই অনুষ্ঠানেই সিএএ নিয়ে শান্তনু বলেন, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই এরাজ্যে লাগু হবে সংশোধিত নাগরিকত্ব আইন।’
মকর সংক্রান্তির শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী
মকর সংক্রান্তির পুণ্য লগ্নে শনিবার ভোররাত থেকে গঙ্গাসাগর বেলাভূমিতে ভিড় করেছে লক্ষ লক্ষ মানুষ। রবিবার সকাল থেকে গঙ্গাসাগরে চলছে ডুব। এই আবহে ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নজরদারি। দেশবাসীকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘প্রকৃতি এবং সংস্কৃতির মহাপর্ব মকর সংক্রান্তির শুভেচ্ছা। এই উৎসবে সকলের জীবন নতুন উদ্যোম নিয়ে আসুক। অলসতা দূর করুক।’
রুশ রকেট হামলায় মৃত ১২ ইউক্রেনীয়
ইউক্রেনের উপর বড় হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের জ্বালানি পরিকাঠামোতে আঘাত করেছে রুশ বাহিনী। ইউক্রেনের ডিনিপ্রোর একটি নয়তলা অ্যাপার্টমেন্ট ভবনেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এই হামলায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে।
কটকের মন্দিরে জারি ১৪৪ ধারা
গতকাল ওড়িশার কটকে সিংহনাথ মন্দিরে মকর সংক্রান্তির মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। এই আবহে আজ সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বেঙ্গালুরুতে সেনা দিবসের অনুষ্ঠানে জেনারেল মনোজ পাণ্ডে
সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে গোবিন্দস্বামী প্যারেড গ্রাউন্ডে ২০২৩ সালের আর্মি দিবস ইভেন্টে যোগ দিয়েছেন।
সেনা দিবসে মোদী, রাজনাথের বার্তা
আজ ৭৫তম সেনা দিবস উদযাপিত হচ্ছে ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বর্তমান সেনাকর্মী, অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং তাঁদের পরিবারদের শুভেচ্ছা জানিয়েছেন। মোদী বলেছেন, প্রতি ভারতীয় সর্বদা আমাদের সৈন্যদের প্রতি কৃতজ্ঞ থাকবে।