বাংলা নিউজ > ঘরে বাইরে > LIVE News: ইউক্রেনে রাশিয়ার জয় নিয়ে 'কোনও সন্দেহ' নেই, আত্মবিশ্বাসী পুতিন
ভ্লাদিমির পুতিন। (AP)

LIVE News: ইউক্রেনে রাশিয়ার জয় নিয়ে 'কোনও সন্দেহ' নেই, আত্মবিশ্বাসী পুতিন

আজ কলকাতায় এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মেঘালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় খবরের আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

আজ কলকাতায় এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে ছিলেন। এদিকে গতকাল কোচবিহারে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন দুই সিবিআই আধিকারিক। তাছাড়া আজ দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় খবর জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়। 

18 Jan 2023, 10:03:37 PM IST

সরকারি বাসের ভাড়া ৫০% করতে হবে, বিক্ষোভ SFI-র

ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সরকারি বাসের ভাড়া ৫০ শতাংশ করতে হবে। এই দাবিতে বুধবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জলপাইগুড়ি ডিপোতে বিক্ষোভ দেখাল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইয়ের সদর ২ নম্বর লোকাল কমিটি। এই দাবিতে ডিপো ইনচার্জকে স্মারক লিপিও দেওয়া হয়। দ্রুত এই বিষয়ে কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ না করতে সংগঠন বড় ধরনের আন্দোলনে যাবে বলেও জানান হয়েছে।

18 Jan 2023, 09:37:47 PM IST

'যদি…চোখ উপড়ে দেবেন', হুঙ্কার বিজেপি নেতার

বাঁকুড়ায় অঞ্চল সম্মেলনে বেলাগাম বিজেপি নেতারা। বিজেপির জগদল্লা এক নম্বর অঞ্চল সম্মেলনে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেখানে এক নম্বর মণ্ডল সভাপতি বিকাশ ঘোষ বলেন, ‘গত নির্বাচনে বাঁকুড়া জগদল্লা এক নম্বর অঞ্চলে অনেককে মিথ্যা কেস দিয়েছিল। সামনের পঞ্চায়েত নির্বাচনে আপনারা তৈরি তো? যদি তৃণমূলের নেতা বা গুন্ডা বাহিনী আপনাদের আক্রমণ করতে আসে দেখে নেবেন, বুঝে নেবেন। আমাদের কর্মীদের কেউ যদি আক্রমণ করতে আসে, তাহলে হাত-পা ভেঙে দেবেন। সোজা চোখ উপড়ে নেবেন। মেরে হাসপাতালে ভর্তি করে দেবেন।’

18 Jan 2023, 08:30:57 PM IST

উদ্যোগ নিয়ে চাকরির ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রী, দাবি ফিরহাদের

ফিরহাদ হাকিম: মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে চাকরিপ্রার্থীদের চাকরির ব্যবস্থা করছেন। আর যাঁরা আন্দোলন করছেন, তাঁদের মধ্যে যাঁরা যোগ্য, তাঁদেরও চাকরি ব্যবস্থা মুখ্যমন্ত্রী করবেন ‌।

18 Jan 2023, 07:26:08 PM IST

হুগলিতে মোহন ভাগবত

হুগলি: ছয়দিনের সফরে পশ্চিমবঙ্গে এলেন মোহন ভাগবত। চুঁচুড়া চক বাজারে আরএসএসের হুগলি, হাওড়া গ্রামীণ ও তারকেশ্বর বিভাগের সদর দফতর বন্দে মাতরম ভবনে প্রাদেশিক বৈঠক করবেন তিনি। তার আগে বিজেপি রাজ্য সম্পাদক ও পুরাতন স্বয়ংসেবক দীপাঞ্জন গুহের অসুস্থ মা'কে দেখতে কাপাসডাঙার বাড়িতে আসেন। বিজেপি নেতার বাড়িতে দুপুরে আহার করবেন। তারপর চকবাজারে বন্দেমাতরম ভবনে যাবেন। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

18 Jan 2023, 06:43:27 PM IST

ইউক্রেনে রাশিয়ার জয় নিয়ে 'কোনও সন্দেহ' নেই, আত্মবিশ্বাসী পুতিন

সংবাদসংস্থা এএফপি: ভ্লাদিমির পুতিন জানালেন, ইউক্রেনে যে রাশিয়া জিতবে, তা নিয়ে 'কোনও সন্দেহ' নেই। 

18 Jan 2023, 04:52:58 PM IST

‘রাজনৈতিক বিষয় নয়, প্রাকৃতিক বিপর্যয় এটা’, বললেন ধামী 

যোশীমঠ নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বলেন, 'এটা প্রাকৃতিক বিপর্যয়। এটা রাজনৈতিক বিষয় নয়। প্রত্যেকের এগিয়ে আসা উচিত এবং এই সমস্যার সমাধানের ক্ষেত্রে এগিয়ে আসা উচিত।'

18 Jan 2023, 03:58:27 PM IST

তেলাঙ্গানায় এক মঞ্চে চার বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী

তেলাঙ্গানায় অ-কংগ্রেসি বিরোধী ঐক্যকে শান দিতে এক মঞ্চে বিআরএস প্রধান তথা তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সর্বভারতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

18 Jan 2023, 03:55:47 PM IST

তিন রাজ্যের ভোটের নির্ঘণ্ট

ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ত্রিপুরায় ভোট হবে ১৬ ফেব্রুয়ারি। ফল ঘোষণা হবে ২ মার্চ। ত্রিপুরার পাশাপাশি মেঘালয় এবং নাগাল্যান্ডে ভোটের দিনও ঘোষণা করা হয় এদিন। এই দুই রাজ্যে ভোটগ্রহণ হবে ২7 ফেব্রুয়ারি। এই দু'টি রাজ্যেও ভোটের ফল ঘোষণা হবে ২ মার্চ।

18 Jan 2023, 03:04:56 PM IST

‘মেঘালয়ের রাজনৈতিক খিদে মেটাতে পারে তৃণমূল’

আজ মমতা বলেন, ‘মেঘালয়ে যদি আপনারা কোনও রাজনৈতিক বিকল্প চান, তাহলে তৃণমূলই একমাত্র সেই রাজনৈতিক বিকল্প। আপনাদের নিশ্চয় রাজনৈতিক খিদে আছে? তাই আপনাদের ভালো রাজনৈতিক খাবার চাই। সেই খাবার জোগাতে পারে কেবলমাত্র তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল কংগ্রেসই একমাত্র বিকল্প। আর কোনও বিকল্প নেই।’

18 Jan 2023, 02:57:13 PM IST

হিমন্তকে আক্রমণ মমতার

মেঘালয়ে দাঁড়িয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ মমতা বলেন, ‘গুয়াহাটি থেকে কোনও এক প্রধানমন্ত্রী সমগ্র উত্তর-পূর্বকে পরিচালনা করেন।’ অসম-মেঘালয় সীমানা বিবাদের উল্লেখ করে মমতা বলেন, ‘কেন এই সমস্যার মীমাংসা করা হচ্ছে না?’

18 Jan 2023, 01:26:46 PM IST

কমিশনকে চিঠি অভিষেকের

পরিযায়ী শ্রমিকদের জন্য রিমোট ভোটিংয়ের বিরোধিতায় নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চিঠিতে লেখা হয়েছে, এই পদ্ধতিতে ভিনরাজ্যে কাজে যাওয়া শ্রমিকদের জন্য রিমোট ভোটিংয়ের ব্যবস্থা করা হলে তা যথাযথ হবে না। গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা ও পবিত্রতা নিয়ে প্রশ্ন উঠছে।

18 Jan 2023, 01:25:28 PM IST

তলব পেয়েও নিজাম প্যালেসে গেলেন না কুন্তল

নিয়োগ দুর্নীতির টাকা কার কার কাছে গিয়েছে? জানতে যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই। বুধবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সঙ্গে ডেকে পাঠানো হয়েছে তাপস মণ্ডলের প্রতিনিধিকেও। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কুন্তল নিজাম প্যালেসে পৌঁছননি।

18 Jan 2023, 01:24:21 PM IST

ঝাঁটা নিয়ে দিদির দূতদের ঠেকানোর নিদান বিজেপি বিধায়কের

বাঁকুড়ার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, ‘এখন দরজায় দরজায় দিদির দূতেরা আসছে। আপনারা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন।’

18 Jan 2023, 01:23:00 PM IST

কলকাতা পুলিশের কমিশনারকে নোটিশ NHRC-র

মানবাধিকার সংগঠনের ওপর হামলার অভিযোগের প্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিল জাতীয় মানবাধিকার কমিশন। আগামী ৪ সপ্তাহের মধ্যে হামলার অভিযোগ সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

18 Jan 2023, 11:55:52 AM IST

টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ‘ভুয়ো’ খবর নাকচ করল কেন্দ্র

কোভিডের টিকা নেওয়ার পর নানারকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে, এমন দাবি সরাসরি নাকচ করে দিল স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রের তরফে জানানো হয়, খুব বিরল কিছু ক্ষেত্রে এই টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে।

18 Jan 2023, 11:45:22 AM IST

বীরভূমে পুলিশকে বোমা মারল দুষ্কৃতীরা

মেলায় কর্তব্যরত পুলিশ অফিসারকে লক্ষ্য করে বোমা ছোড়়ার অভিযোগ বীরভূমের লাভপুরের দাঁড়কা গ্রাম পঞ্চায়েতের দরবারপুরে। ঘটনায় আহত ২ পুলিশকর্মী। মঙ্গলবার রাত ১০টা নাগাদ এই বিস্ফোরণটি ঘটে। এই ঘটনায় কোনও আটক বা গ্রেফতারি হয়নি এখনও।

18 Jan 2023, 11:36:28 AM IST

দলবদল করা বিধায়কদের আক্রমণ শানাতে অশালীন মন্তব্য় কংগ্রেস নেতার

কর্ণাটকে দলবদল করা বিধায়কদের বেনজির আক্রমণ কংগ্রেস নেতার। বিকে হরিপ্রসাদ বলেন, ‘যখন আপনারা আমাদের স্পষ্ট ম্যান্ডেট দেননি, আমরা জোট সরকার গঠন করেছিলাম। যে মহিলা নিজের দেহ বিক্রি করেন, আমরা তাদের পতিতা বলে থাকি। আমি আপনাদের উপরই ছেড়ে দিলাম যে, নিজেদের বিক্রি করা এই বিধায়কদের আপনি কি বলবেন। এই বিধায়কদের পাঠ শেখানো উচিত।’

18 Jan 2023, 09:47:14 AM IST

ত্রিপুরাসহ তিন রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা হবে আজ

ত্রিপুরা,  মেঘালয় এবং নাগাল্যান্ডের নির্বাচনী দিনক্ষণ ঘোষণা হবে আজ। প্রসঙ্গত, ভোট প্রচারে আজ মেঘালয়তেই আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

18 Jan 2023, 08:59:15 AM IST

বিপুল অস্ত্র উদ্ধার বিএসএফ-এর

পঞ্জাবের গুরুদাসপুরে পাক ড্রোন থেকে ফেলা অস্ত্রের চালান বাজেয়াপ্ত করল বিএসএফ। জানা গিয়েছে বাজেয়াপ্ত হওয়া অস্ত্রগুলি চিনে তৈরি।

18 Jan 2023, 08:07:39 AM IST

মেঘালয়ে মমতা-অভিষেক

মেঘালয় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সেরাজ্যে সভা করার কথা রয়েছে দু'জনের। 

18 Jan 2023, 08:03:16 AM IST

কলকাতার দুই সঙ্গীত শিল্পীর সঙ্গে দেখা করতে পারেন ভাগবত

আজ কলকাতায় আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আগামিকাল, বৃহস্পতিবার তিনি দেখা করবেন সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে। জানা গিয়েছে, সঙ্ঘ প্রধান বাংলার দুই বিখ্যাত ধ্রুপদী শিল্পী রাশিদ খান এবং তেজেন্দ্রনারায়ণ মজুমদারের সঙ্গে দেখা করতে পারেন আগামিকাল।

18 Jan 2023, 08:03:16 AM IST

সিবিআই আধিকারিকদের গাড়ির দুর্ঘটনা

মঙ্গলবার কোচবিহার-১ ব্লকের চিলকিরহাট গ্রাম পঞ্চায়েতের ভোগডাবরি কেশরীবাড়ি এলাকায় এক পথদুর্ঘটনায় আহত হলেন দুই সিবিআই আধিকারিক সহ-তিন জন। জানা গিয়েছে, আফসার আলম এবং বিবেক ত্রিবেদী নামে দুই সিবিআই আধিকারিক গাড়ি করে মাথাভাঙা থেকে কোচবিহারের দিকে আসছিলেন। ভোগবাড়ি কেশরীবাড়ি এলাকায় একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির।

18 Jan 2023, 08:03:16 AM IST

শালিমার পেন্ট ফ্যাক্টরিতে তৃণমূল নেতার তোলাবাজির অভিযোগ

হাওড়ার নাজিরগঞ্জের শালিমার পেন্ট ফ্যাক্টরি থেকে মোটা অঙ্কের টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতার নাম তৃণমূল নেতা সাজ্জাদ আলি শেখ। তিনি নিজেকে তৃণমূলের দক্ষিণ হাওড়া সংখ্যালঘু সেলের সহ-সভাপতি বলে দাবি করেন। ঘটনার তদন্ত শুরু করেছেন হাওড়া সিটি থানার পুলিশ। অভিযোগ, তোলা চাইতে গত ১৬ জানুয়ারি সশস্ত্র দলবল নিয়ে কারখানায় ঢুকে পড়েছিলেন সাজ্জাদ।

18 Jan 2023, 08:03:16 AM IST

৩০ জানুয়ারি দু'মিনিট নীরবতা পালন করা হবে

আগামী ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর হত্যা দিবসে ২ মিনিট নীরবতা পালন কর্মসূচি পালন করার উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। স্বাধীনতা আন্দোলনে শহিদ হওয়া সকল বীরের স্মরণেই এই কর্মসূচি পালন করা হবে। এই মর্মে সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। চিঠিতে ৩০ জানুয়ারি ১১টা থেকে ২ মিনিট নীরবতা কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়েছে।

18 Jan 2023, 08:03:16 AM IST

সঞ্জয় ভাণ্ডারীকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারীকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিলেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েল্লা ব্রেভারম্যান। ব্রিটেনের আইন অনুযায়ী সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশের বিরুদ্ধে ১৪ দিনের মধ্যে সে দেশের হাই কোর্টে আবেদন জানাতে পারবেন সঞ্জয়।

18 Jan 2023, 08:03:16 AM IST

উত্তপ্ত দিনহাটা, গুলিবিদ্ধ তৃণমূল নেতার ছেলে

জমি বিবাগকে ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি কোচবিহারে দিনহাটার গীতালদহে। ঘটনায় গুলিবিদ্ধ হলেন তৃণমূলের অঞ্চল কমিটির সাধারণ সম্পাদকের ছেলে রাজু হক। সংঘর্ষে জখম হয়েছেন আরও একজন। গুরুতর জখম অবস্থায় দু’জনকেই দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। গুলি চালানোর ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত দু’পক্ষের মোট ৮ জনকে আটক করেছে পুলিশ।

ঘরে বাইরে খবর

Latest News

‘‌কংগ্রেস–সিপিএম এখানে বিজেপি করে’‌, মুর্শিদাবাদের মাটি থেকে তোপ দাগলেন মমতা লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিশ্বের সবচেয়ে খর্বকায় মহিলা, কী বার্তা জ্যোতির কে অধিকার দিয়েছে সংখ্য়ালঘু দেখলেই NIA ঢুকে পড়বার? অস্ত্র নিয়ে মিছিল করার: মমতা সারেগামাপার আগে গানের সুরে ভাসাতে আসছে গ্র্যান্ড মিউজিক্যাল সেলিব্রেশন! কবে-কখন? ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের কত টাকা মাইনে পান আইএএস অফিসাররা? কী কী বিশেষ সুযোগ সুবিধা পান তাঁরা T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’? আজ মীন রাশিতে বুধের উদয়ে সমস্যা কমবে এই রাশির, অপূর্ণ ইচ্ছা হবে পূরণ গরমের ছুটিতেও স্কুলে হাজির থাকতে হবে সরকারি স্কুলের শিক্ষকদের, জারি নির্দেশিকা তৃণমূলের নেতাকে ‘মারল’ BJP, পুলিশকে ভয় দেখাচ্ছে কমিশন, দাবি উদয়নের, পুড়ল অফিস

Latest IPL News

ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’? ‘স্বপ্ন সত্যি হয়েছে’, বুমরাহকে সুইপ শটে ছয় মেরে বলছেন আশুতোষ- ভিডিয়ো T20 ফর্ম্যাটে বল করাটা বেশ কঠিন- IPL-এ আগুন ঝরানোর পরেও স্বীকারোক্তি বুমরাহের লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো PBKS হারলেও নায়ক আশুতোষ, কে এই প্লেয়ার? যাঁর ব্যাটিংয়ে মুগ্ধ সূর্য, বুমরাহরাও স্নায়ুচাপের পরীক্ষা হয়েছে এই ম্যাচে, পঞ্জাব বধের পর বললেন হার্দিক পান্ডিয়া ছন্নছাড়া ক্যাপ্টেন্সি, দেরি হল ফিল্ড সাজাতে, বড় জরিমানার মুখে পড়লেন হার্দিক IPL 2024: ইডেনে এবার সবুজ জার্সি পরে নামছেন কোহলিরা,চাইছেন নিজেদের ভাগ্যও বদলাতে IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের সত্যতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.