বাংলা নিউজ > ঘরে বাইরে > LIVE News: বিজেপির সভাপতি হিসেবে নড্ডার মেয়াদ বাড়ল ২০২৪-এর জুন পর্যন্ত
বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে মেয়াদ বাড়ল জেপি নড্ডার।  (HT_PRINT)

LIVE News: বিজেপির সভাপতি হিসেবে নড্ডার মেয়াদ বাড়ল ২০২৪-এর জুন পর্যন্ত

দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় খবরের লাইভ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে আজ রাজভবনে বৈঠক করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপাচার্যদের বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও উপস্থিত থাকবেন। এদিকে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে তৃণমূল নেতারা এখনও প্রতিনিয়ত বিক্ষোভের মুখে পড়ছেন রাজ্যের বিভিন্ন জায়গায়। সেদিকেও আজ নজর থাকবে। দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় খবরের লাইভ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়। 

17 Jan 2023, 03:56:28 PM IST

দলীয় সভাপতি হিসেবে মেয়াদ বাড়ল নড্ডার

বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে মেয়াদ বাড়ল জেপি নড্ডার। আগামী বছরের জুন মাস পর্যন্ত এই পদে আসীন থাকবেন তিনি। 

17 Jan 2023, 03:37:22 PM IST

কলেজিয়াম নিয়ে মুখ খুললেন মমতা

বিচারবিভাগের স্বাধীনতার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেঘালয় যাওয়ার আগে এনিয়ে তিনি বলেন, বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা চাই। যদি কেন্দ্রীয় সরকার তাদের প্রতিনিধি কলেজিয়ামে রাখে তাহলে রাজ্যও তাদের প্রতিনিধিকে কলেজিয়ামে রাখবে।এখন বিচারব্যবস্থায় রাজ্যের কোনও প্রতিনিধি থাকে না। হাইকোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে কলেজিয়াম কোনও সুপারিশ পাঠালে সেটা কেন্দ্র বাতিল করে দিতে পারে। কেন্দ্রের প্রতি সমর্থন না থাকলেই বিচারপতিদের নাম বাদ যাচ্ছে। আসলে কেন্দ্র সরাসরি বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করছে। আমরা সেটা চাই না। আমরা চাই সবার জন্য বিচার, গণতান্ত্রিক অধিকারের বিচার।

17 Jan 2023, 02:08:58 PM IST

ভোট প্রচারে মেঘালয়ে মমতা

ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই মেঘালয় নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। বাংলার বাইরে উত্তরপূর্বের এই রাজ্যে ক্ষমতা দখল করতে মরিয়া তৃণমূল। এই আবহে আজকে মেঘালয়ে ভোটপ্রচার করতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তর গারো পাহাড় এলাকার মেন্দিপাথারে সভা করবেন মমতা। 

17 Jan 2023, 02:08:58 PM IST

'হাই কোর্ট চত্বরে কোনও প্রতিবাদ নয়'

কলকাতা হাই কোর্ট চত্বরে কোনও প্রতিবাদ, পোস্টার বা প্ল্যাকার্ড লাগানো যাবে না বলে নির্দেশ দিল হাই কোর্টের তিন বিচারপতির বেঞ্চ। বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাশের বৃহত্তর বেঞ্চের তরফে বলা হয়, তিনজন আইনজীবীকে প্ল্যাকার্ড হাতে দেখেছি। এটা ঠিক নয়। বেঞ্চের তরফে জানানো হয়, কোন কোন আইনজীবী ওই দিনের ঘটনায় যুক্ত ছিলেন, তা চিহ্নিত করা হবে। নির্দিষ্ট করে তাঁদের বিরুদ্ধেই আদালত অবমাননার মামলা করা হবে।

17 Jan 2023, 12:42:34 PM IST

বিমানের ইমারজেন্সি দরজা খুলে দিলেন যাত্রী

ইন্ডিগোর এক বিমানের ইমারজেন্সি দরজা খুলে দিয়েছিলেন এক যাত্রী। ঘটনাটি ঘটে চেন্নাই থেকে ত্রিভান্দ্রমগামী ফ্লাইট 6E-7339-এ। গত ১০ ডিসেম্বর ঘটনাটি ঘটেছিল। ডিজিসিএ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

17 Jan 2023, 12:36:49 PM IST

সচিব পর্যায়ের রদবদল নবান্নের

পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল হল সোমবার। কর্মী নিয়োগ দফতরের নির্দেশিকা অনুযায়ী, বন্দনা যাদবের বদলে শিল্প দফতরের সচিব হচ্ছেন পি মোহন গান্ধী। সমবায় দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে পিবি সেলিমকে। সমবায় দফতর থেকে কারা দফতরের সচিব করা হয়ে জগদীশ প্রসাদ মিনাকে। কারা দফতরের দায়িত্বে থাকা সচিব রবি ইন্দর সিংকে পাঠানো হয়েছে স্বনির্ভর গোষ্ঠী দফতরের প্রধান সচিবের দায়িত্বে। 

17 Jan 2023, 12:19:06 PM IST

দ্বিতীয়বার বিয়ে দাউদ ইব্রাহিমের

দ্বিতীয় বার বিয়ে করেছেন ভারতে ‘মোস্ট ওয়ান্টেড’ আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। দাউদের ভাগ্নে তথা তাঁর বোন হাসিনা পার্কারের ছেলে আলি শাহ এমনটাই জানিয়েছেন তদন্তকারীদের। দাউদের দ্বিতীয় স্ত্রী পাকিস্তানি নাগরিক বলে জানান আলি। এদিকে আলি আরও জানান, প্রথম স্ত্রীর সঙ্গে এখনও বিচ্ছেদ হয়নি দাউদের।

17 Jan 2023, 11:33:18 AM IST

রাজস্থানে মোট ধর্ষণ মামলার ৪১ শতাংশই ভুয়ো

বন্দুকবাজের হামলাবন্দুকবাজের হামলায় আমেরিকারযত সংখ্যক ধর্ষণের অভিযোগ দায়ে হয় তার বেশির ভাগ ভুয়ো, এমনটাই দাবি করলেন রাজস্থানের ডিজিপি উমেশ মিশ্র। পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, রাজস্থানে যত ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়, তার মধ্যে ৪১ শতাংশ ভুয়ো। জাতীয় গড় থেকে এই সংখ্যাটা পাঁচগুণ বলেও জানান তিনি। 

17 Jan 2023, 11:03:25 AM IST

বুদগামে নিকেশ দুই জঙ্গি

জম্মু ও কাশ্মীরের বুদগামে এনকাউন্টারে ২ সন্ত্রাসবাদী নিহত হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

17 Jan 2023, 10:38:21 AM IST

জাহাঙ্গিরপুরী কাণ্ডে আরও চারজনের খোঁজে দিল্লি পুলিশ

জাহাঙ্গিরপুরীতে সন্ত্রাসী ধরা পড়ার ঘটনায় নয়া মোড়। ধৃত জঙ্গিদের সঙ্গে যুক্ত আরও ৪ সন্দেহভাজনকে খুঁজছে দিল্লি পুলিশ। তারা ‘ড্রপ-ডেড’ পদ্ধতির মাধ্যমে পাকিস্তান থেকে অস্ত্র পেয়েছিল বলে জানা গিয়েছে। সিগন্যাল অ্যাপে পাক হ্যান্ডলারদের সাথে যোগাযোগ রেখে চলেছিল সেই চারজন। তারা উত্তরাখণ্ডের অজ্ঞাত এর স্থান থেকে অস্ত্র পেয়েছিল বলে জানা গিয়েছে সূত্র মারফত। 

17 Jan 2023, 09:36:09 AM IST

বঙ্গ বিজেপির কর্মীদের প্রশংসায় মোদী

সোমবার নয়াদিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠকে মোদী বলেন, ‘‌পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসা যে আকার নিয়েছিল, তখন ওই রাজ্যের সংগঠন যে লড়াইয়ের ময়দানে থেকে তা যুঝেছে এবং আগের পর্যায়ে পৌঁছেছে, তার প্রশংসা করতেই হবে।’‌

17 Jan 2023, 08:25:15 AM IST

পঞ্জাবের হোশিয়ারপুর থেকে ফের শুরু ভারত জোড়ো যাত্রা

পঞ্জাবের হোশিয়ারপুর থেকে আজ সকালে ফের শুরু হল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। আলো ফুটতে না ফুটতেই যাত্রা শুরু করেন রাহুল গান্ধী। পরনে সেই একটি সাদা টি-শার্ট। 

17 Jan 2023, 08:23:32 AM IST

'কাশী-তামিল সঙ্গমের মতো আরও অনুষ্ঠানের আয়োজন করুন'

বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভায় প্রধানমন্ত্রী মোদী দলীয় কর্মীদের কাশী-তামিল সঙ্গমের মতো আরও অনুষ্ঠানের আয়োজন করতে বলেছেন।

17 Jan 2023, 08:11:04 AM IST

দেরিতে চলছে বহু ট্রেন

হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস সহ ১৫টি দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে উত্তরভারতে। তালিকা প্রকাশ করল রেল। 

17 Jan 2023, 07:40:24 AM IST

আবাস যোজনা নিয়ে রাজ্যের দাবি 

আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় সরকারের তোলা যাবতীয় প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে অবিলম্বে টাকা ছাড়ার অনুরোধ জানানো হল। এই টাকা ছাড়া না হলে পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামবাংলার অর্থনীতি অভূতপূর্ব সংকটের মুখে পড়বে। সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল।

17 Jan 2023, 07:40:25 AM IST

মেঘালয়ে গরু পাচারের চেষ্টা বানচাল BSF-এর

মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পার্বত্য জেলার সীমান্তবর্তী এলাকায় ২০টি গবাদি পশুসহ একটি ট্রাককে বাজেয়াপ্ত করেছে বিএসএফ। ট্রাকটি করে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা চলছিল।

17 Jan 2023, 07:40:25 AM IST

‘প্রাণনাশের চেষ্টা হয়েছিল’, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

কনভয়ের দুর্ঘটনার পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে বিস্ফোরক অভিযোগ করে দাবি করলেন, বক্সারে তাঁর প্রাণনাশের চেষ্টা করা হয় দু'বার। 

17 Jan 2023, 07:40:25 AM IST

‘গঙ্গা বিলাস’ বিভ্রান্তি নিয়ে মুখ খুলল সংস্থা

মাঝগঙ্গায় ‘গঙ্গা বিলাস’ আটকে যাওয়া নিয়ে জল্পনা শুরু হতেই বিবৃতি প্রকাশ করল এই ক্রুজ পরিষেবা পরিচালকারী সংস্থা এক্সোটিক হেরিটেজ গ্রুপ। সোমবার সংস্থাটির চেয়ারম্যান রাজ সিংহ জানান, গঙ্গা বিলাস আটকে যায়নি, নিরাপত্তাজনিত কারণেই তা মাঝগঙ্গায় দাঁড় করানো হয়েছিল।

17 Jan 2023, 07:40:25 AM IST

মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া নির্দেশিকা

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে নয়া নির্দেশিকা জারি পর্ষদের। সোমবার মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রী ঠিক না থাকতে বা পরীক্ষা কেন্দ্রে কোনও ভাঙচুর বা গোলমালের ঘটনা ঘটালে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে পর্ষদ। পরীক্ষা কেন্দ্রের কোনও ক্ষয়ক্ষতি ঘটালে রেজাল্ট পাবে না পরীক্ষার্থী। 

17 Jan 2023, 07:40:25 AM IST

রাজভবনে উপাচার্যদের বৈঠক

রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে আজ রাজভবনে বৈঠক করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপাচার্যদের বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও উপস্থিত থাকবেন।

ঘরে বাইরে খবর

Latest News

চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন পাকিস্তানে ঝাঁপ বন্ধ করল চিনের সংস্থা, ২০০০জনকে ছাঁটাই, জঙ্গি হামলার জের! পুলকিতের মাকে শ্রদ্ধা জানিয়ে বিয়েতে গোলাপি লেহেঙ্গায় কৃতি! নেপথ্যে বিশেষ কারণ সকালে নুন জল পান করলে কী হয়? কোন ভয়াবহ তথ্য দিলেন বিশেষজ্ঞরা বাংলাদেশে ছবি করে কপালে চিন্তার ভাঁজ, বকেয়া পারিশ্রমিক উদ্ধারের আর্জি জানালেন ঋ ‘‌তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে’‌, এনআইএ’‌র-বিজেপির গোপন বৈঠকের দাবি কুণালের নেই নির্বাচনী প্রচারের চাপ, কাশ্মীর বেড়াতে গিয়ে বরফে গড়াগড়ি খাচ্ছেন মিমি!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.