বাংলা নিউজ > ঘরে বাইরে > উপকূলে ঘূর্ণিঝড় তাউটের ‘চোখ’রাঙানি, মহারাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ৬ জন
শুরু হল ঘূর্ণিঝড় তাউটের ‘ল্যান্ডফল’ (ছবি সৌজন্যে পিটিআই)

উপকূলে ঘূর্ণিঝড় তাউটের ‘চোখ’রাঙানি, মহারাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ৬ জন

রাত আটটা নাগাদ শুরু হয় ঘূর্ণিঝড় তাউটের ‘ল্যান্ডফল’

আশঙ্কা ছিল আগেই, সেই মতো গতকাল ভারতের পশ্চিম উপকূল দেখেছ ঘূর্ণিঝড় তাউটের তাণ্ডব। ক্রমেই আরও বিধ্বংসী হয়ে ওঠে তাউটে। পোরবন্দর, ভাবনগর জেলার মহুভার নিচু এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে। এখানেই তীব্র গতিতে আছড়ে পড়ে তউটে। এমনকি ধস নামার সম্ভাবনাও রয়েছে বহু জায়গায়। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও গুজরাতের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫৪টি দলকে উপকূলবর্তী নিচু এলাকাগুলিতে পাঠানো হয়েছে। জুনাগড়, গির সোমনাথ, সৌরাষ্ট্র, কচ্ছ, দিউ, পোরবন্দর, দ্বারকা, আমরেলি, রাজকোট ও জামনগরে প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে।

18 May 2021, 12:02:56 AM IST

মুম্বই উপকূলেক অদূরে থাকা বার্জ থেকে আরও ২০০ জনকে উদ্ধার করতে হবে

তবে এখনও আরও ২০০ জনকে উদ্ধার করতে হবে।

17 May 2021, 11:53:28 PM IST

মুম্বই উপকূলেক অদূরে থাকা বার্জ থেকে উদ্ধার কাজ চলছে

রাত ১১টা পর্যন্ত মোট ৭৮ জনকে উদ্ধার করা গিয়েছে। 

17 May 2021, 11:51:37 PM IST

উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি

ঘূর্ণিঝড় তাউটের প্রভাবে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে।

17 May 2021, 11:50:23 PM IST

দিউ থেকে ২০ কিলোমিটার দূরে তাউটের চোখ

আইএমডি জানায়, রাত সাড়ে দশটায় দিউ থেকে ২০ কিলোমিটার দূরে ছিল তাউটের চোখ

17 May 2021, 10:22:31 PM IST

কোনও কোভিড হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়নি

ফেসবুক লাইভে গুজরাতের মুখ্যমন্ত্রী জানান ঘূর্ণিঝড়ের কারণে কোনও কোভিড হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়নি

17 May 2021, 10:20:09 PM IST

ফেসবুক লাইভে গুজরাতের মুখ্যমন্ত্রী

গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির ফেসবুক লাইভ করে জানান, ঘূর্ণিঝড়ের কারণে প্রচুর গাছপালা ভেঙেছে ইপকূলবর্তী এলাকাতে।

17 May 2021, 10:14:03 PM IST

ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা

ঝড়ের প্রভাবে গুজরাতের উপকূলবর্তী জেলা এবং দিউয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

17 May 2021, 10:08:44 PM IST

দিউতে ১৩৩ কিমি প্রতি ঘণ্টার বেগে হাওয়া বইছে

উনা - ১১৪ কিমি প্রতি ঘণ্টা।কোডিনার - ১৩০ কিমি প্রতি ঘণ্টা ভেরাওয়াল - ৭৫ কিমি প্রতি ঘন্টাদিউ - ১৩৩ কিমি প্রতি ঘন্টা

17 May 2021, 10:06:55 PM IST

মুম্বইয়ের অদূরে মোতায়েন ৩টি যুদ্ধজাহাজ

ভারতীয় নৌবাহিনী মুম্বইয়ের অদূরে দুটি বার্জ নৌকা থেকে ৪০০ জনেরও বেশি লোককে উদ্ধারের জন্য ৩টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে

17 May 2021, 09:55:00 PM IST

তাউটের চোখের ত্রি-ডি প্রোজেকশন

সৌরাষ্ট্রের উপকূলে ঘূর্ণিঝড় তাউটের চোখ

17 May 2021, 09:50:35 PM IST

গুজরাত জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে

সুরাত, আহমেদাবাদ, গান্ধীনগরে প্রবল বর্ষণ শুরু হয়েছে। 

17 May 2021, 09:25:30 PM IST

ভূখণ্ডে ঢুকছে তাউটের ‘চেখ’

গুজরাতের মূল ভূখণ্ডে ঢুকছে তাউটের ‘চেখ’-এর সামনের অংশ।

17 May 2021, 09:23:51 PM IST

আরও তিন ঘণ্টা চলবে ল্যান্ডফল

তাউটের ল্যান্ডফল প্রক্রিয়া আরও তিন ঘণ্টা চলবে

17 May 2021, 09:23:02 PM IST

কর্ণাটকে লণ্ডভণ্ড ১২১টি গ্রাম

তাউটের তাণ্ডবে কর্ণাটকে লণ্ডভণ্ড ১২১টি গ্রাম

17 May 2021, 09:09:18 PM IST

বন্ধ রয়েছে গুজরাতের বিমানবন্দরগুলি

ঘূর্ণিঝড় তাউটের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে গুজরাতের সমস্ত বিমান বন্দর।

17 May 2021, 09:01:38 PM IST

আইএমডির পূর্বাভাস

১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে তাণ্ডব চালাবে তউটে৷ ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টাও হয়ে যেতে পারে এই ঘূর্ণিঝড়।

17 May 2021, 08:59:26 PM IST

উত্তাল সমুদ্র

ল্যান্ডফলের কয়েক ঘণ্টা আগেই উত্তাল হয়ে গুজরাত উপকূলের সমুদ্র

17 May 2021, 08:53:43 PM IST

মহারাষ্ট্রে মৃত ৬

ঘূর্ণিঝড় তাউটের জেরে মহারাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ৬ জন। নিখোঁজ দুই। 

17 May 2021, 08:52:57 PM IST

বৈঠক করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সভাপতিত্বে পর্যালোচনা বৈঠক হয়। কেন্দ্রের কাছে ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট পাঠানোর নির্দেশ।

17 May 2021, 08:49:15 PM IST

কন্ট্রোল রুমে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি

পরিস্থিতি খতিয়ে দেখতে কন্ট্রোল রুমে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি

17 May 2021, 08:47:39 PM IST

প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে

জুনাগড়, গির সোমনাথ, সৌরাষ্ট্র, কচ্ছ, দিউ, পোরবন্দর, দ্বারকা, আমরেলি, রাজকোট ও জামনগরে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে

17 May 2021, 08:47:00 PM IST

স্ট্যান্ডবাইতে রয়েছে সেনাবা

গাছপালা উপড়ে পড়েছে৷ একের পর এক বাড়ি ধসে পড়েছে। স্ট্যান্ডবাইতে রয়েছে সেনাবাহিনী।

17 May 2021, 08:44:41 PM IST

শুরু হয়েছে তাউটের ল্যান্ডফল

আইএমডি জানিয়ে দিল ঘূর্ণিঝড় তাউটের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

17 May 2021, 08:33:03 PM IST

ধেয়ে আসছে ‘তাউটে’, গুজরাত উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

যত সময় যাচ্ছে, তত বিধ্বংসী হয়ে উঠছে ‘তাউটে’। যা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ইতিমধ্যে বিপর্যস্ত মুম্বই। প্রবল বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায়। আছড়ে পড়ছে সমুদ্রের বিশালাকার ঢেউ। সোমবার সন্ধ্যা-রাতে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে তা আছড়ে পড়তে চলেছে গুজরাত উপকূলে। সেই সময় ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার বেগে বইবে ঝড়। কখনও কখনও হাওয়ার বেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে।

17 May 2021, 07:53:42 PM IST

আরও অন্তত দুই ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর

ঘূর্ণিঝড়ে তাউটের জেরে আরও অন্তত দুই ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর।

17 May 2021, 07:23:50 PM IST

মৎসজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে

কোস্টাল গার্ডের তরফে গুজরাতের মৎসজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে এই সময় সমুদ্রে না যাওয়ার জন্য।

17 May 2021, 07:23:01 PM IST

সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কচ্ছ প্রশাসন 

কচ্ছ প্রশাসন ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে এবং সমস্ত প্রস্তুতি নিয়েছে

17 May 2021, 07:22:16 PM IST

১২টি উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে জামনগরে 

দমন ও দিউ এবং পোরবন্দর এলাকায় উদ্ধারকাজ সাহায্য করার জন্য ইতিমধ্যেই ১২টি দলকে পাঠানো হয়েছে জামনগরে৷

17 May 2021, 07:21:42 PM IST

ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্সকে পাঠানো হচ্ছে সৌরাষ্ট্রে

রাজ্য প্রশাসনকে সাহায্য করতে আহমেদাবাদ ক্যান্টনমেন্ট থেকে ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্সকে পাঠানো হচ্ছে সৌরাষ্ট্রে।

17 May 2021, 07:21:11 PM IST

মোতায়েন করা হয়েছে সেনা জওয়ানদের

তউতের ক্ষতির পরিমাণ যাতে কম হয়, তার জন্য গুজরাতে মোতায়েন করা হয়েছে সেনা জওয়ানদের।

17 May 2021, 06:15:14 PM IST

কর্ণাটকের উপকূলের কাছে একটি টাগবোট থেকে ৯ জনকে উদ্ধার করা হয়

এদিন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানান, উডিপির কাছে সমুদ্রে আটকে পড়া ৯ জনকে টাগবোট থেকে উদ্ধার করা হয় গতকাল গভীর রাতে।

17 May 2021, 06:07:34 PM IST

এখনও বন্ধ মুম্বই বিমানবন্দর

মুম্বই বিমানবন্দর বন্ধ রাখার সমসীমা বাড়ানো হল রাত আটটা পর্যন্ত 

17 May 2021, 05:48:35 PM IST

জলমগ্ন মুম্বইয়ের রেললাইন

বৃষ্টির জেরে মসজিদ লাইন পুরোপুরি জলের নিচে। এরজন্যে বন্ধ হয়ে যায় মুম্বইয়ের লোকাল ট্রেন পরিষেবা।

17 May 2021, 05:45:55 PM IST

গুজরাত, গোয়ার মুখ্যমন্ত্রীদের ফোন মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাত, গোয়ার মুখ্যমন্ত্রীদের এবং দমন ও দিউয়ের লেফটেন্যান্ট গভর্নরকে ফোন করেন

17 May 2021, 05:43:21 PM IST

বিশেষ বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

প্রস্তুতি খতিয়ে দেখতে এবং পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গুজরাতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে এনডিআরএফ-এর ৪৪টি দলকে।

17 May 2021, 05:39:44 PM IST

উদ্ধবকে ফোন প্রধানমন্ত্রী মোদীর

ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ফোন করলেন প্রধানমন্ত্রী মোদী

17 May 2021, 05:39:45 PM IST

ফাঁকা জুহু সমুদ্র তট

তাউটের জেরে মুম্বইয়ের জুহু সমুদ্র সৈকত জনমানবহীন

17 May 2021, 05:26:59 PM IST

প্রবল বর্ষণে ভাসল মুম্বইয়ের পাম বিচ রোড

তাউটের জেরে প্রবল বর্ষণ নবি মুম্বই জুড়ে।

17 May 2021, 05:22:48 PM IST

গোয়ার উপকূলে জাহাজকে রক্ষা করল কোস্ট গার্ড

SoS-এ সাড়া দিয়ে গোয়ার উপকূলে কাছে থাকা একটি জাহাজ উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী। সেই জাহাজে ১৫ জন ক্রু ছিল।

17 May 2021, 05:07:40 PM IST

জলমগ্ন মুম্বই

প্রবল বর্ষণের জেরে মুম্বইয়ের একাধিক স্থানে ভেঙে পড়েছে গাছ। জলের তলায় শহরে একটা বড় অংশ।

17 May 2021, 05:06:42 PM IST

গাছ ভেঙে পড়ল শিবসেনা ভবনের কাছে

প্রবল বর্ষণের জেরে মুম্বইয়ের একাধিক স্থানে ভেঙে পড়েছে গাছ। শিবসেনা ভবনের সামনেও ভেঙে পড়েছে গাছ। 

17 May 2021, 05:04:22 PM IST

দিউ ও নগর হাভেলিতে এনডিআরএফ-এর দুটি দল

পুনে থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল রওনা দিয়ে দিউ এবং দদরা নগর হাভেলির উদ্দেশে।

17 May 2021, 03:49:08 PM IST

'জিএল কনস্ট্রাক্টর'-কে রক্ষা করতে  যাচ্ছে আইএনএস কলকাতা

মুম্বই থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে দাঁড়িয়ে থাকা বার্জ 'জিএল কনস্ট্রাক্টর' এর কাছ থেকে এসওএস-এর ডাক পেয়ে সাহায্য করতে যাচ্ছে আইএনএস কলকাতা।  'জিএল কনস্ট্রাক্টর'-এ ১৩৭ জন রয়েছে। 

17 May 2021, 03:05:08 PM IST

বিশেষ নজর করোনা রোগীদের উপর

করোনা রোগীদের যাতে কোনওরকম সমস্যা না হয় এবং অক্সিজেন পরিষেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে সেদিকেও নজর দেওয়া হচ্ছে।

17 May 2021, 03:04:41 PM IST

হাসপাতালগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রশাসনের তরফে হাসপাতালগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

17 May 2021, 03:02:59 PM IST

প্রায় দেড় লক্ষ মানুষকে  সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে

গুজরাতের উপকূলবর্তী এলাকা থেকে প্রায় দেড় লক্ষ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

17 May 2021, 03:00:03 PM IST

গত ছয় ঘণ্টায় মুম্বইয়ের বিভিন্ন স্থানে বৃষ্টির পরিমাণ

কোলাবা - ৭৫ মিমিজুহু বিমানবন্দর - ৭০ মিমিবান্দ্রা - ৫১ মিমিরাম মন্দির - ৫০ মিমিমীরা রোড - ৩২ মিমিদহিসার - ২৯ মিমিটাটা পাওয়ার চেম্বার - ২৭ মিমিকোপারখাইরে - ১৯ মিমিবেলাপুর - ১৬ মিমি

17 May 2021, 02:57:10 PM IST

গত ছয় ঘণ্টায় বৃষ্টির পরিমাণ

রত্নাগিরি- ৩৬৪ মিমিআলিবাগ- ৩১ মিমিকোলহাপুর- ৪০ মিমিমহাবলেশ্বর- ৮৪ মিমিমুম্বই (সান্টাকরুজ) - ৫৭ মিমিসাঙ্গলি-  ১০ মিমিপুনে- ৮ মিমিসাতারা- ৩৫ মিমিইয়াবাটমাল- ৭.৬ মিমি

17 May 2021, 02:55:11 PM IST

সন্ধ্যা পর্যন্ত প্রবল বর্ষণ জারি থাকবে মুম্বইতে

ঘূর্ণঝিড় তাউটের জেরে মুম্বইতে প্রবল বর্ষণ হচ্ছে। মুম্বইয়ের দক্ষিণ-পশ্চিম থেকে ১৬০ কিলোমিটার দূর রয়েছে ঘূর্ণিঝড় তাউটে। এই আবহে আইএমডির পূর্বাভাস, সন্ধ্যা পর্যন্ত প্রবল বর্ষণ জারি থাকবে মুম্বইতে।

17 May 2021, 02:49:00 PM IST

শক্তির শিখরে পৌঁছেছে তাউটে

আইএমডির মানদণ্ডের নিরিখে ক্যাটেগরি '৪'-এ পৌঁছেছে ঘূর্ণিঝড় তাউটে। এরপর থেকে ধীরে ধীরে শক্তি ক্ষয় হবে তাউটের।

17 May 2021, 02:43:24 PM IST

৪০ বছরে এত শক্তিশালী ঘূর্ণিঝড় মুম্বইয়ের উপকূলের কাছে আসেনি

১৯৮০ সালের পর থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগের বেশি দ্রুত ঘূর্ণিঝড় মুম্বইয়ের এত কাছে আসেনি।

17 May 2021, 02:16:26 PM IST

গুজরাতের উপকূলবর্তী এলাকায় ক্ষতির আশঙ্কা

ঘূর্ণিঝড়ের দাপটে পোরবন্দর, আমরেলি জুনাগড়, গির, সোমনাথ, বোতাড়, ভাবনগর এবং গুজরাতের উপকূলবর্তী এলাকায় ক্ষতির মাত্রা অত্যন্ত বেশি হওয়ার আশঙ্কা আছে।

17 May 2021, 02:14:32 PM IST

প্রবল বৃষ্টিতে ভেসেছে মুম্বই

ঘূর্ণিঝড় তাউটের প্রভাবে মুম্বইতে প্রবল ভর্ষণ শুরু হয়েছে। এর জেরে বাণিজ্যনগরীর একাংশ জলের তলায় চলে গিয়েছে।

17 May 2021, 02:12:28 PM IST

বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে তাউটে

ঘূর্ণিঝড় তাউটের প্রভাবে হাওয়ার বেগ মাঝে মাঝে ঘণ্টা প্রতি ২১০ কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে।

17 May 2021, 02:08:46 PM IST

ক্রমে শক্তি বাড়াচ্ছে তাউটে

আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত ঘণ্টায় ১৮০-১৯০ কিলোমিটার বেগে বইছে ঝড়।

17 May 2021, 02:05:10 PM IST

গুজরাতের দিকে এগিয়ে যাচ্ছে তাউটে

এই মুহূর্তে মুম্বইয়ের দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম থেকে ১৬০ কিলোমিটার দূর রয়েছে ঘূর্ণিঝড় তাউটে।

ঘরে বাইরে খবর

Latest News

স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.