বাংলা নিউজ > ঘরে বাইরে > পুতিনের পারমাণবিক হানা? ক্ষমতার শেষদিনগুলিতে উদ্বেগে ছিলেন লিজ: Report

পুতিনের পারমাণবিক হানা? ক্ষমতার শেষদিনগুলিতে উদ্বেগে ছিলেন লিজ: Report

প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস  (REUTERS)

ডেইলি মেলের রিপোর্ট অনুসারে লিজ ট্রাসের ব্যক্তিগত ফোন বিগতদিনে হ্যাক করেছিল এজেন্টরা। সেখান থেকে বার্তা ডাউনলোডও করা হয়। ইউক্রেনের যুদ্ধ নিয়ে সেখানে আন্তর্জাতিক বিভিন্ন শক্তির সঙ্গে আলোচনার বার্তাও ছিল বলে খবর প্রকাশিত হয়েছে।

মল্লিকা সোনি

প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। ব্রিটেনের ইতিহাসে এত অল্প সময়ের জন্য় কেউ প্রধানমন্ত্রীর চেয়ারে বসছেন এমন আগে বিশেষ হয়নি। এদিকে মিররে প্রকাশিত রিপোর্ট অনুসারে, তিনি পারমাণবিক বোমা নিয়ে খুব উদ্বেগে ছিলেন ক্ষমতার শেষ দিনগুলিতে। তিনি ভাবতেন ব্ল্য়াক সির উপর দিয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতে পারেন।

এনিয়ে তিনি উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন বলে খবর। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তিনি গোটা পরিস্থিতি সম্পর্কে আঁচ পাওয়ার চেষ্টা করছিলেন। প্রোটেক্ট অ্যান্ড সারভাইভ এর জন্য় পরিকল্পনাও নিচ্ছিলেন।

আসলে ১৯৭৪-১৯৮০ সালের মধ্যে ব্রিটেন সরকার এই প্রোটেক্ট অ্যান্ড সারভাইভ প্ল্য়ানটি সাধারণ মানুষের মধ্যে প্রচার করত। যদি পারমাণবিক হানা হয় তবে কীভাবে সাধারণ মানুষ বাঁচতে পারবে তারই পরামর্শ দেওয়া হত এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে। সেই প্রোটেক্ট অ্যান্ড সারভাইভ এর জন্য় ভাবনা চিন্তা করছিলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী।

এদিকে ডেইলি মেলের রিপোর্ট অনুসারে লিজ ট্রাসের ব্যক্তিগত ফোন বিগতদিনে হ্যাক করেছিল এজেন্টরা। সেখান থেকে বার্তা ডাউনলোডও করা হয়। ইউক্রেনের যুদ্ধ নিয়ে সেখানে আন্তর্জাতিক বিভিন্ন শক্তির সঙ্গে আলোচনার বার্তাও ছিল বলে খবর প্রকাশিত হয়েছে। 

বন্ধ করুন