ভারতের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানিকে মঙ্গলবার দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯৬ বছর বয়সী এই নেতার অবস্থা স্থিতিশীল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ৩ জুলাই অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিজেপি নেতাকে। কিছুদিন থাকার পর একদিন পর তাকে ছেড়ে দেওয়া হয়। এক সপ্তাহ আগে বার্ধক্যজনিত সমস্যার জন্য আদবানিকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) ভর্তি করা হয়েছিল। একদিন পর তাঁকে প্রিমিয়ার মেডিকেল ইনস্টিটিউট থেকে ছেড়ে দেওয়া হয়।
গত ৩১ মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদবানিকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুও উপস্থিত ছিলেন।
আদবানি, যিনি বিজেপির জাতীয় উত্থানের নেতৃত্ব দিয়েছিলেন।
১৯২৭ সালের ৮ নভেম্বর করাচিতে জন্ম নেওয়া আদবানি ১৪ বছর বয়সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে (আরএসএস) যোগ দেন। দেশভাগের পর ১৯৪৭ সালে সপরিবারে ভারতে চলে আসেন তিনি।
আদবানি ১৯৫১ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দ্বারা ভারতীয় জনসংঘে যোগ দেন। ১৯৭০ সালে তিনি রাজ্যসভায় প্রবেশ করেন এবং দুই বছর পরে দলের সভাপতি নির্বাচিত হন। ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় তিনি ও দলীয় সহকর্মী অটলবিহারী বাজপেয়ীকে গ্রেফতার করা হয়।
১৯৭৭ সালে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা পার্টি সরকার গঠিত হলে আদবানি তথ্য ও সম্প্রচার মন্ত্রী নিযুক্ত হন। ১৯৮০ সালে, তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন ছিলেন।
১৯৮৪ সালের সাধারণ নির্বাচনে মাত্র দুটি আসন থেকে ১৯৯০-এর দশকে বিজেপির জাতীয় খ্যাতি অর্জনে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব আদবানিকে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য রাম জন্মভূমি আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময় তাঁর নেতৃত্ব বিজেপি ক্রমেই এগিয়ে যেতে থাকে। তাঁর সেই ভূমিকার কথা অস্বীকার করা যায় না।
তিনি তিনবার বিজেপি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। পরে কেন্দ্রে অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারে উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন আদবানি। ২০০৯ সালের সাধারণ নির্বাচনে তিনি বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মনোনীত হন। কিন্তু নির্বাচনে জয়ী হতে পারেনি দলটি।
আপাতত কিছুটা অসুস্থ তিনি। ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। কিন্তু তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।