কেন্দ্রীয় বাজেটে ১০টি বিস্তৃত ক্ষেত্রে ফোকাস করার প্রতিশ্রুতি দিয়েছেন নির্মলা সীতারামন। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল - কৃষি, উৎপাদন, কর্মসংস্থান, MSME, গ্রামীণ অঞ্চলের উন্নতি এবং উদ্ভাবন। আজ বাজেট ঘোষণায় নির্মলা জানান, কিসান ক্রেডিট কার্ডে ঋণের সীমা বাড়ানো হবে। এদিকে বিহার নিয়ে আজ একাধিক ঘোষণা করেন অর্থমন্ত্রী। (আরও পড়ুন: বাজেটে বিহারকে একের পর এক উপহার, নয়া আয়কর বিলের ঘোষণা নির্মলার)
আরও পড়ুন: Sensex LIVE: বাজেট ভাষণ যত এগোল, সেনসেক্স ততই নামল
সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘কম উৎপাদনশীল ১০০টি জেলাকে কভার করবে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। এটি কৃষি উৎপাদনশীলতা বাড়াবে এবং পঞ্চায়েত স্তরে সঞ্চয়স্থান বাড়াবে। এই প্রোগ্রামটি ১.৭ কোটি কৃষককে কভার করবে। রাজ্যগুলির সাথে এই কর্মসূচি চালু করা হবে। এটির লক্ষ্য প্রচুর সুযোগ বৃদ্ধি করা… আমাদের সরকার ডালের ক্ষেত্রে একটি প্রোগ্রাম চালু করবে। উড়দ, তুয়ার এবং মসুর ডালের ওপর কেন্দ্র করে এই প্রোগ্রাম চালানো হবে। বিহারে একটি বিশেষ সুযোগ রয়েছে। সেই রাজ্যে মাখানা বোর্ড প্রতিষ্ঠিত হবে। বোর্ড মাখানা চাষীদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করবে।’ (আও পড়ুন: 'সময়োপযোগী পরামর্শ CEA-র...', বাজেটের আগে নির্মলাকে 'ধন্যবাদ' চিদাম্বরমের)
আরও পড়ুন: পুরনো সস্তার প্ল্যান ফের চালু করল জিও, ২০০ টাকার বেশ খানিকটা কমে মিলবে ইন্টারনেট
এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, দেশের কৃষকদের উন্নয়নে ও আত্মনির্ভরতা বাড়াতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকদের জন্য স্বল্প মেয়াদী ঋণ প্রকল্প হল কিসান ক্রেডিট কার্ড। দেশের ৭.৭ কোটি কৃষক ও মৎসজীবী এই স্কিমে উপকৃত বলেই জানান অর্থমন্ত্রী। কিসান ক্রেডিট কার্ডে ঋণের সীমা বা লোন লিমিট ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। এরই সঙ্গে আজ বাজেটে বিহারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি প্রতিষ্ঠা করার ঘোষণা অর্থমন্ত্রীর। (আরও পড়ুন: টাকার দাম কমেছে ২.৯%, তাও কানাডার মতো দেশকে 'হারিয়েছে' ভারত: রিপোর্ট)
আরও পড়ুন: মুম্বই হামলার চক্রী তাহাউর রানাকে দ্রুত ভারতে আনতে কথা চলছে আমেরিকার সাথে: MEA
এর আগে আজ নিজের বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বেস সব বড় অর্থনীতিগুলির মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল আমাদের অর্থনীতি। গত ১০ বছরে আমাদের উন্নয়নের ট্র্যাক রেকর্ড এবং কাঠামোগত সংস্কার বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে। ভারতের সামর্থ্য এবং সম্ভাবনার প্রতি আস্থা এই সময়ের মধ্যেই বেড়েছে। আমরা পরবর্তী ৫ বছরকে ‘সবকা বিকাশ’ উপলব্ধি করার একটি অনন্য সুযোগ হিসেবে দেখছি। সমস্ত অঞ্চলের সুষম বৃদ্ধিকে হবে এই সময়কালে।’