বাংলা নিউজ > ঘরে বাইরে > Lockdown 3.0: সিমেন্ট মিক্সার ট্রাক থেকে বেরিয়ে এলেন ১৮ শ্রমিক, ফিরছিলেন বাড়ি : ভিডিয়ো

Lockdown 3.0: সিমেন্ট মিক্সার ট্রাক থেকে বেরিয়ে এলেন ১৮ শ্রমিক, ফিরছিলেন বাড়ি : ভিডিয়ো

ট্রাক থেকে বেরোচ্ছেন শ্রমিকরা (ছবি সৌজন্য এএনআই)

এক শ্রমিক বলেন, ‘খিদের থেকে ভিতরের তাপমাত্রা বেশি সহনশীল।’

সঙ্গে নেই একটা কানাকড়িও। তিন মাস ধরে মেলেনি বেতন। বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে কংক্রিট বা সিমেন্ট মেশানোর ট্রাকে করে ভিটেয় ফিরছিলেন। তাও যেখানে কংক্রিট মেশানোর কাজ হয়, তার মধ্যে ছিলেন। ইন্দোরের কাছে সেই ট্রাক আটকায় পুলিশ। উদ্ধার করা হয় ১৮ জন শ্রমিককে।  

শ্রমিকরা জানিয়েছেন, ভি়টেয় ফেরার জন্য বিশ্ব শ্রম দিবসে চারজন মুম্বই থেকে উত্তরপ্রদেশের উদ্দেশে রওনা দেন। ঘুরিয়ে ফিরিয়ে সিমেন্ট মেশানোর জায়গায় থাকছিলেন তাঁরা। পথে আরও ১৪ জনকে শ্রমিককে ট্রাকে তুলেছিলেন। তাঁরাও ট্যাঙ্কে ছিলেন। এভাবেই আসার পর শনিবার ইন্দোরে ট্রাকটি আটকানো হয়। তারপর ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় ১৮ জন শ্রমিককে।

সংবাদসংস্থা এএনআইয়ের টুইট করার একটি ভিডিয়োয় দেখা যায়, পুলিশের সামনে ট্যাঙ্ক থেকে একে একে শ্রমিকরা বেরিয়ে আসছেন। এলাকার ডিএসপি উমাকান্ত চৌধুরী বলেন, ‘মহারাষ্ট্র থেকে লখনউ যাচ্ছিলেন তাঁরা। ট্রাকটি থানায় পাঠানো হয়েছে এবং এফআইআর দায়ের করা হয়েছে।’

আপাতত শ্রমিকদের কোয়ারেন্টাইন কেন্দ্রে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেখানে স্ক্রিনিং হওয়ার পাশাপাশি তাঁদের খাবার দেওয়া হয়েছে। তারইমধ্যে মনোজ যাদব নামে এক শ্রমিক বলেন, ‘খিদের থেকে ভিতরের তাপমাত্রা বেশি সহনশীল।’

ঘরে বাইরে খবর

Latest News

স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.