পরিযায়ী শ্রমিক ইস্যুতে ঘরে-বাইরে সর্বত্র চাপের মুখে পড়েছে নরেন্দ্র মোদী সরকার। এই অবস্থায় রেলের তরফে জানানো হল, প্রতিদিন ৩০০ টি বিশেষ ট্রেন চালাতে সক্ষম জাতীয় পরিবহন সংস্থা। যাতে আগামী তিন-চারদিনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের নিজেদের ভিটেয় ফিরতে পারেন।
রবিবার টুইটবার্তায় রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশ মতো গত ছ'দিন ধরে কম সময়ের নোটিশে প্রতিদিন ৩০০ টি ট্রেন চালানোর জন্য প্রস্তুত রেল।'
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যে রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক পাঠানো হচ্ছে এবং যে রাজ্যে তাঁরা বাসিন্দা, সেই দুই রাজ্যের সম্মতির পরই ট্রেন চালানো হচ্ছে। সেইমতো রবিবার পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৬৬ টি 'শ্রমিক স্পেশ্যাল' ট্রেন ছেড়েছে। তার মধ্যে ২৮৭ টি ট্রেন ইতিমধ্যে গন্তব্যে পৌঁছে গিয়েছে। বাকি ট্রেনগুলি মাঝ রাস্তায় আছে। এখনও পর্যন্ত ১২৭ টি ট্রেন উত্তরপ্রদেশে গিয়েছে। ৮৭ টি 'শ্রমিক স্পেশ্যাল' ট্রেনের গন্তব্য ছিল বিহার। বিশেষ ট্রেনে করে উত্তরপ্রদেশ ও বিহারে ৮০,০০০-এর পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরেছেন। এছাড়া মধ্যপ্রদেশে ২৪ টি, ওড়িশায় ২০ টি এবং ঝাড়খণ্ডে ১৬ টি বিশেষ ট্রেন এসেছে।
তবে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মাত্র দুটি এসে পৌঁছেছে। তা নিয়ে শনিবার তরজা শুরু জড়ায় রেল ও পশ্চিমবঙ্গ সরকার। তারপর রবিবার সরাসরি পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কিছু বললেন রেলমন্ত্রী। নাম না করে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারকে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। বলেন, ‘সব রাজ্যকে আটকে পড়া পরিযায়ী (শ্রমিকদের) উদ্ধার করে ফিরিয়ে আনার ক্ষেত্রে অনুমতি দেওয়ার আর্জি জানাচ্ছি আমি। যাতে আগামী তিন-চারদিনের মধ্যে আমরা সবাই তাঁদের বাড়ি ফিরিয়ে দিতে পারি।’