বাংলা নিউজ > ঘরে বাইরে > Lockdown 3.0: রোজ ৩০০ ট্রেন চালিয়ে ৩-৪ দিনে শ্রমিকদের বাড়ি ফেরাতে পারি : রেলমন্ত্রী

Lockdown 3.0: রোজ ৩০০ ট্রেন চালিয়ে ৩-৪ দিনে শ্রমিকদের বাড়ি ফেরাতে পারি : রেলমন্ত্রী

অমৃতসর থেকে ট্রেনে করে বিহার ফিরছেন পরিযায়ী শ্রমিকরা, হাত নাড়াচ্ছেন অন্য শ্রমিকরা (ছবি সৌজন্য এএফপি)

পরিযায়ী শ্রমিক ইস্যুতে ঘরে-বাইরে সর্বত্র চাপের মুখে পড়েছে নরেন্দ্র মোদী সরকার।

পরিযায়ী শ্রমিক ইস্যুতে ঘরে-বাইরে সর্বত্র চাপের মুখে পড়েছে নরেন্দ্র মোদী সরকার। এই অবস্থায় রেলের তরফে জানানো হল, প্রতিদিন ৩০০ টি বিশেষ ট্রেন চালাতে সক্ষম জাতীয় পরিবহন সংস্থা। যাতে আগামী তিন-চারদিনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের নিজেদের ভিটেয় ফিরতে পারেন।

রবিবার টুইটবার্তায় রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশ মতো গত ছ'দিন ধরে  কম সময়ের নোটিশে প্রতিদিন ৩০০ টি ট্রেন চালানোর জন্য প্রস্তুত রেল।'

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যে রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক পাঠানো হচ্ছে এবং যে রাজ্যে তাঁরা বাসিন্দা, সেই দুই রাজ্যের সম্মতির পরই ট্রেন চালানো হচ্ছে। সেইমতো রবিবার পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৬৬ টি 'শ্রমিক স্পেশ্যাল' ট্রেন ছেড়েছে। তার মধ্যে ২৮৭ টি ট্রেন ইতিমধ্যে গন্তব্যে পৌঁছে গিয়েছে। বাকি ট্রেনগুলি মাঝ রাস্তায় আছে। এখনও পর্যন্ত ১২৭ টি ট্রেন উত্তরপ্রদেশে গিয়েছে। ৮৭ টি 'শ্রমিক স্পেশ্যাল' ট্রেনের গন্তব্য ছিল বিহার। বিশেষ ট্রেনে করে উত্তরপ্রদেশ ও বিহারে ৮০,০০০-এর পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরেছেন। এছাড়া মধ্যপ্রদেশে ২৪ টি, ওড়িশায় ২০ টি এবং ঝাড়খণ্ডে ১৬ টি বিশেষ ট্রেন এসেছে। 

তবে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মাত্র দুটি এসে পৌঁছেছে। তা নিয়ে শনিবার তরজা শুরু জড়ায় রেল ও পশ্চিমবঙ্গ সরকার। তারপর রবিবার সরাসরি পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কিছু বললেন রেলমন্ত্রী। নাম না করে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারকে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। বলেন, ‘সব রাজ্যকে আটকে পড়া পরিযায়ী (শ্রমিকদের) উদ্ধার করে ফিরিয়ে আনার ক্ষেত্রে অনুমতি দেওয়ার আর্জি জানাচ্ছি আমি। যাতে আগামী তিন-চারদিনের মধ্যে আমরা সবাই তাঁদের বাড়ি ফিরিয়ে দিতে পারি।’

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় বাড়তি জোর, ইলেকট্রিক সাইকেলে কলকাতা পুলিশ ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে ২৭ মিটার দৌড়ে উলটো হাতে অবিশ্বাস্য ক্যাচ হার্দিকের! কোলে তুলে নিলেন ফিল্ডিং কোচ তুলে তুলে ছয়! নীতীশের ব্যাটিং তাণ্ডবে কচুকাটা বাংলাদেশ…ঢুকলেন বিরাট-যুবির ক্লাবে ২ দিন নয় একদিনেই এবারের কন্যাপুজো, তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক সময়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.