বাংলা নিউজ > ঘরে বাইরে > Lockdown 3.0: ‘বাড়ি ফেরায় বাধা দেবেন না’, শ্রমিক ইস্যুতে RSS-এর শ্রমিক সংগঠনের তোপে কেন্দ্র

Lockdown 3.0: ‘বাড়ি ফেরায় বাধা দেবেন না’, শ্রমিক ইস্যুতে RSS-এর শ্রমিক সংগঠনের তোপে কেন্দ্র

বাড়ি যেতে দিন, কর্নাটকে আর্জি পরিযায়ী শ্রমিকদের (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

এতদিন বাইরে থেকে চাপ আসছিল। এবার ঘরের অন্দরেও বিরোধিতার মুখে পড়ল কেন্দ্র।

এতদিন বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হচ্ছিল। পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে এবার ঘরের অন্দরেই চাপের মুখে পড়ল বিজেপি। আরএসএসের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) কড়া ভাষায় কেন্দ্রকে জানাল, জোর জবরবস্তি পরিযায়ী শ্রমিকদের ভিটেয় ফেরা থেকে আটকানোর পথে যাওয়া উচিত নয়।

আরও পড়ুন : তৃতীয় লকডউনের পরে কী হবে এবং কীভাবে, কেন্দ্রকে প্রশ্ন সোনিয়ার

বুধবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন বিএমএসের সভাপতি সিকে সাজি নারায়ানন। সেখানে তিনি জানান, যে পরিযায়ী শ্রমিকরা পরিবারের কাছে ফিরে যেতে চাইছেন, তাঁদের আটকানোর জন্য বাধ্য করা উচিত নয়। তাঁর কথায়, ‘যে রাজ্যে তাঁরা (শ্রমিকরা) কাজ করতেন, সেখানে ফিরে আসার জন্য নগদ অর্থ, ইলেট্রনিক পাস, বিনামূল্যে ট্রেনের টিকিটের মতো সুযোগের বন্দোবস্ত করা উচিত। আপনি তাঁদের বন্দি করে রাখতে পারেন না।’ পরিযায়ী শ্রমিক নিয়ে বিজেপি-শাসিত কর্নাটকের সিদ্ধান্তের পরই কেন্দ্রকে কড়া বার্তা দিল আরআরএসের শ্রমিক সংগঠন।

আরও পড়ুন : Lockdown 3.0: অনলাইনে বুক করলে বাড়িতে বসেই মিলবে মদ, ভিড় এড়াতে রাজ্যে চালু সুরা-কুপন

নির্মীণকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকের পর মঙ্গলবারই আন্তঃরাজ্য ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেন পরিষেবা বন্ধ করে দেয় কর্নাটক। মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জানান, রেড জোনের বাইরে রাজ্যের অন্যান্য এলাকায় ব্যবসা, নির্মাণকাজ এবং অন্যান্য শিল্পকাজ শুরু হয়েছে। সেজন্য শ্রমিকদের ‘অপ্রয়োজনীয়’ চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে কথা হয়েছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, শ্রমিকদের সমস্ত জরুরি পরিষেবা দেওয়া হয়েছে। শ্রমিকরা যাতে নিজের রাজ্যে ফিরে না যান, তা বোঝানোর জন্য মন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ইয়েদুরাপ্পা।

আরও পড়ুন : Lockdown 3.0: কলকাতার কোন কোন এলাকা ‘কনটেনমেন্ট জোন’ হিসেবে চিহ্নিত, দেখে নিন পুরো তালিকা

তবে সেই পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলেছে সংঘের শ্রমিক সংগঠন। সেই শ্রমিক ক্যাম্পগুলির পরিকাঠামো মানোন্নয়নের কথা বলা হয়েছে। সংগঠনের সভাপতি বলেন, ‘যেখানে শ্রমিকদের সঙ্গে মালিকদের ভালো সম্পর্ক রয়েছে, সেখানে শ্রমিকরা কারখানার খেয়াল করবেন এবং পালিয়ে যাবেন না। তাঁদের সঙ্গে ঠিকভাবে ব্যবহার না করায় অনেকে পালিয়ে যাচ্ছেন। শ্রমিকদের ধরে রাখার জন্য শিল্প সংগঠন, শ্রমিক সংগঠন, সরকারি আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে। শিল্পকাজ শুরুর জন্য ভরসা ও বিশ্বাস গড়ে তোলার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।’

আরও পড়ুন : দলের কর্মীর মেয়েকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত BJP জেলা সভাপতির ভাইপো

একইসঙ্গে কাজের সময় বাড়ানোর সিদ্ধান্তও প্রত্যাহার নেওয়ার দাবি জানিয়েছে বিএমএস। তাদের বক্তব্য, এই পদক্ষেপ আন্তর্জাতিক শ্রম সংগঠন (আইএলও) এবং বিভিন্ন শ্রম আইনের লঙ্ঘন। প্রতি মাসের সাত তারিখের মধ্যে বেতন দেওয়া, গ্রাম-সহ দেশের বিভিন্ন প্রান্তে অসংগঠিত ক্ষেত্রে কর্মরতদের জীবনযাত্রা রক্ষার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়ার উপরে জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Lockdown 3.0: করোনা রুখতে মোদী সরকারের কাজে খুশি ৮৭% শহুরে ভারতীয় : সমীক্ষা

পাশাপাশি, করোনা পরিস্থিতিতে প্রায় ১৪ টি রাজ্যে বেতনে কমানো ও কেন্দ্রের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে সংঘের শ্রমিক সংগঠন। যাতে কর্মীদের বেতনে কোপ বসানো না হয়, তা নিশ্চিত করতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার জন্য গঙ্গোয়ারের কাছে আর্জি জানিয়েছে বিএমএস।

ঘরে বাইরে খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.